একসাথে 10টি ডিভাইসে পাবেন চিতার মতো ডেটা স্পিড ও Free কল! সস্তায় সেরা এইসব ব্রডব্যান্ড প্ল্যান
Best 100Mbps broadband plans: নিরবচ্ছিন্ন, হাই-স্পিড ইন্টারনেট অধিক পরিমাণে পেতে অধিকাংশই এখন বাড়িতে ব্রডব্যান্ড (Broadband) কানেকশন ব্যবহার করেন। এই কারণে ভারতের বাজারে এখন প্রচুর ফাইবার-ব্রডব্যান্ড প্ল্যানের রকম-ফের দেখা যায়। সেক্ষেত্রে আপনি যদি এখন সস্তায় ১০০ এমবিপিএস (100Mbps) স্পিডের ফাইবার-ব্রডব্যান্ড প্ল্যান ব্যবহার করতে চান এবং তার জন্য সেরা বিকল্পের খোঁজে থাকেন, তাহলে আপনার অনুসন্ধান এখানেই সমাপ্ত হবে। আসলে ভারতে অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) আছে যারা ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান অফার করে, তার মধ্যে থেকে সেরা কিছু ব্রডব্যান্ড প্ল্যানের কথা আমরা এই প্রতিবেদনে শেয়ার করব। এগুলি আপনি কম খরচে ব্যবহার করতে পারবেন – তা সে যে কোম্পানির কানেকশন থাক না কেন। আর শুধু দ্রুত গতিই নয়, এইসব প্ল্যান ১০টি ডিভাইস কানেক্ট করতে দেবে।
এই তিন কোম্পানি অফার করছে সেরা 100Mbps ব্রডব্যান্ড প্ল্যান
- JioFiber-এর ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান: জিওফাইবারের ১০০ এমবিপিএস স্পিড অফারকারী ব্রডব্যান্ড প্ল্যানের খরচ প্রতি মাসে ৬৯৯ টাকা এবং এটি ৩.৩ টিবি মাসিক ডেটা সুবিধার সাথে আসে। এতে ফ্রি ফিক্সড-লাইন ভয়েস কলিংয়ের কানেকশনও পাওয়া যায়। সাশ্রয়ী মূল্যের এই প্ল্যান ভারতের প্রায় প্রতিটি শহরেই উপলব্ধ, তাই আপনি চাইলে এটি ব্যবহার করতেই পারেন৷
- Airtel Xstream Fiber-এর ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান: এই প্ল্যানটিও প্রতি মাসে ৩.৩ টিবি ডেটা এবং ফিক্সড-লাইন ভয়েস কলিং কানেকশন অফার করে। এর সাথে এক্সট্রিম প্লে (Xstream Play), অ্যাপোলো ২৪/৭ সার্কেল (Apollo 24|7 Circle) এবং উইঙ্ক মিউজিক (Wynk Music)-এর এক্সট্রা বেনিফিট অফার করে। এর চার্জ ৭৯৯ টাকা/মাস পিছু।
- BSNL Bharat Fiber-এর ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার এই প্ল্যানের দাম এয়ারটেলের অনুরূপ অর্থাৎ এর জন্য প্রতি মাসে ৭৯৯ টাকা লাগবে। এক্ষেত্রে এতে ১ টিবি ডেটা এবং ফ্রি ফিক্সড-লাইন ভয়েস কলিংয়ের সাথে ডিজনি+হটস্টার (Disney+Hotstar), সনি লিভ (SonyLIV), জি৫ (ZEE5), ইয়াপ-টিভি (YuppTV)-এর মতো ওটিটি বেনিফিট পাওয়া যায়।