Best Prepaid Plan: জিও, এয়ারটেল ও Vi গ্রাহকরা দেখে নিন, এই প্ল্যানে পাবেন ৪ জিবি পর্যন্ত ডেটা সহ কলিং

By :  techgup
Update: 2023-05-31 14:21 GMT

বর্তমানে ইন্টারনেট কিছু মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অফিসের কাজ হোক বা বিনোদন প্রায় প্রতিটি কাজেই সকলে কম-বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকেন। এর মধ্যে এমন কিছু মানুষও আছেন যারা প্রায়ই টেলিকম কোম্পানির দেওয়া দৈনিক ২ জিবি মোবাইল ডেটা শেষ করে ফেলেন। আর তাই এই প্রতিবেদনে আমরা আজ সেই সমস্ত ব্যবহারকারীদের জন্যই Airtel, Reliance Jio, Vodafone Idea-র কয়েকটি রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করব, যেগুলিতে সর্বাধিক ডেটা পাওয়া যায়।

Reliance Jio-র ২.৫ জিবি ডেটা প্রিপেড প্ল্যান

রিলায়েন্স জিওর এমন তিনটি প্রিপেড প্ল্যান আছে যেগুলিতে দৈনিক ২.৫ জিবি ডেটা পাওয়া যায়। সেগুলি হলো ৩৪৯, ৮৯৯ ও ২০২৩ টাকার প্ল্যান, আর এগুলির বৈধতা যথাক্রমে ৩০ দিন, ৯০ দিন ও ২৫২ দিন। এই প্ল্যানগুলিতে গ্রাহকরা প্রতিদিন সীমাহীন ভয়েস কলিং সহ ১০০ টি এসএমএসের সুবিধাও পেয়ে থাকেন। এছাড়াও এই প্ল্যানগুলিতে জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Airtel-র ৩ জিবি পর্যন্ত ডেটা প্ল্যান

আপনি যদি এয়ারটেল ব্যবহারকারী হন, তাহলে আপনি ২.৫ জিবি এবং ৩জিবি ডেটা সহ অনেকগুলি প্ল্যান পাবেন। এই প্ল্যানগুলিতে সীমাহীন ৫জি ডেটা সহ প্রতিদিন ১০০ টি এসএমএস, আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও পেয়ে যাবেন। তাছাড়া তিন মাসের জন্য অ্যাপোলো ২৭×৭ সার্কেলের সদস্য হওয়ার সুযোগ, বিনামূল্যে হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক এবং ২৪ দিন এয়ারটেল এক্সট্রিম অ্যাপ ব্যবহার করার সুযোগও রয়েছে।

এয়ারটেলের ৯৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে ৮২ দিনের বৈধতা সহ বিনামূল্যে আমাজন প্রাইমের সদস্য হওয়ার সুযোগও পাওয়া যাবে।

এগুলি ছাড়াও, আপনি ৩৬৫ দিনের বৈধতা সম্পন্ন ৩৩৫৯ টাকার প্রিপেড প্ল্যানটিও বেছে নিতে পারেন। এই প্ল্যানে দৈনিক ২.৫ জিবি মোবাইল ডেটা সহ বিনামূল্যে একবছর ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন মিলবে।

আবার আপনি যদি আরও বেশি ডেটা পেতে চান, তাহলে এয়ারটেলের ৯৯৯ টাকার প্যাকটি বেছে নিতে পারেন। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন এবং এখানে আপনি পেয়ে যাবেন দৈনিক ৩ জিবি ডেটা। এরই সঙ্গে পাবেন বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টারের এক বছরের মোবাইল সাবস্ক্রিপশন।

এয়ারটেলের ৫৬ দিন বৈধতা সম্পন্ন ৬৯৯ টাকার আরো একটি প্ল্যান আছে। এখানে প্রতিদিন ৩ জিবি ডেটা এবং বিনামূল্যে আমাজন প্রাইমের মেম্বারশিপ দেওয়া হয়।

Vodafone Idea-র ৪ জিবি পর্যন্ত ডেটা প্ল্যান

ভোডাফোন আইডিয়া এখনো দেশে ৫জি পরিষেবা শুরু করতে পারেনি। তবে এই কোম্পানির বেশ কিছু আকর্ষণীয় ৪জি প্রিপেড প্ল্যান আছে। আপনি চাইলে সেগুলি বেছে নিতে পারেন।

এই কোম্পানির ২৮ দিনের বৈধতা সম্পন্ন ৩৯৯ টাকার প্রিপেড প্ল্যানটি রিচার্জ করলে, দৈনিক ২.৫ জিবি ডেটা, সীমাহীন ভয়েস কল ও ১০০ টি এসএমএস পাওয়া যায়।

আর আপনি যদি প্রতিদিন ২.৫ জিবির বেশি ডেটা ব্যবহার করতে চান, তাহলে ভোডাফোন আইডিআর ৩৫৯ টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। এই প্ল্যানে দৈনিক ৩ জিবি ডেটা সহ ১০০ টি এসএমএস ও সীমাহীন ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। আর এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন।

যে ব্যবহারকারীরা দীর্ঘমেয়াদি প্ল্যান চান তাদের জন্য আছে ৫৬ দিনের বৈধতা সম্পন্ন ৬৯৯ টাকার প্যাক। এছাড়াও ভোডাফোন আইডিয়ার ২৮ দিনের বৈধতা সম্পন্ন এমন একটি প্ল্যান আছে যেটিতে প্রতিদিন ৪ জিবি ডেটা পাওয়া যায়, আর এই প্ল্যানটির জন্য আপনাকে খরচ করতে হবে ৪৭৫ টাকা

ব্যবহারকারীদের জন্য সেরা রিচার্জ প্ল্যান কোনটি

যাদের জন্য দৈনিক ২.৫ জিবি ডেটা যথেষ্ট, তাদের ক্ষেত্রে প্রায় সমস্ত প্রিপেড প্যাকই এক রকম সুবিধা দেয়। তবে যাদের প্রতিদিন আরও বেশি ডেটা প্রয়োজন হয়, ভোডাফোন আইডিআর ৩৫৯ টাকার প্ল্যানটি তাদের জন্য উপযুক্ত। তবে এখন ভিআই-এর তুলনায় এয়ারটেল এবং জিও ব্যবহার করাই বেশি ভালো। কারণ Vodafone Idea-র ব্যবহারকারীরা ৫জি সুবিধা পাবেন না। তবে Airtel ও Jio-র ব্যবহারকারীরা তাদের প্রতিটি প্রিপেড প্ল্যানের সাথে আনলিমিটেড ৫জি ডেটা পাবেন।

Tags:    

Similar News