২৫০ টাকার কমে Airtel গ্রাহকরা রিচার্জ করতে পারেন এই প্ল্যানগুলি, সারামাস কল-ডেটা নিয়ে চাপ থাকবেনা
দাম বেড়েছে বটে, তবে এয়ারটেলের ব্যবহারকারীরা সস্তায় রিচার্জ সারতে ২৫০ টাকার কম দামী তিনটি প্ল্যান বেছে নিতে পারেন।
আপনি কি এয়ারটেলের প্রিপেইড সিম ব্যবহার করেন? আর সাম্প্রতিক সময়ে মোবাইল রিচার্জের খরচ বাড়ার পর, কম টাকায় ভালো কোনো প্ল্যান বেছে নিতে চাইছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আসলে, গত ৩রা জুলাই ভারতী এয়ারটেল তাদের বেশিরভাগ প্ল্যান ব্যয়বহুল করে তোলায়, এখন তাদের হাতে তথা পোর্টফোলিওতে সস্তা প্ল্যান বলতে স্বল্প কয়েকটি বিকল্পই রয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে এয়ারটেলের ২৫০ টাকার কম দামে উপলব্ধ সেরা প্ল্যানগুলি সম্পর্কে কথা বলব, যেগুলিতে ডেইলি ডেটা, কলিং, এসএমএস – কোনো কিছুরই অভাব থাকবেনা।
এখন ২৫০ টাকার কমে রিচার্জ করা যাবে এই এয়ারটেল প্ল্যানগুলি
১. এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যান: এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে ২৮ দিনের বৈধতায় মোট ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩০০টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। সাথে থাকবে ফ্রি হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন।
২. এয়ারটেলের ২১৯ টাকার প্ল্যান: এয়ারটেল তার ২১৯ টাকার রিচার্জ প্ল্যানে ৩০ দিনের ভ্যালিডিটিতে আনলিমিটেড ভয়েস কল, মোট ৩ জিবি ডেটা ও ৩০০টি এসএমএস অফার করে। তাছাড়া এতে ৫ টাকার টকটাইমও পাওয়া যায়। প্ল্যানটির অতিরিক্ত সুবিধা আগের প্ল্যানটির অনুরূপ।
৩. এয়ারটেলের ২৪৯ টাকার প্ল্যান: এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং ১০০টি করে এসএমএস/রোজ মেলে। এর বৈধতা ২৪ দিন। উপরন্তু প্ল্যানটি বিনামূল্যে হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন ইত্যাদিও অফার করে।