কলকাতায় চালু হল BSNL 4G পরিষেবা, কম খরচে দুর্দান্ত পরিষেবার স্বাদ মিলবে
অবশেষে কলকাতায় চালু হল Bharat Sanchar Nigam Limited (BSNL)-এর 4G পরিষেবা। বুধবার কলকাতার বালিগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে নয়া পরিষেবার সূচনা করা হয়েছে। স্টেটসম্যানের একটি রিপোর্ট অনুযায়ী, এবার আগামী কয়েক মাসের মধ্যেই এই রাষ্ট্র চালিত সংস্থাটি সমগ্র পশ্চিমবঙ্গে তাদের দেশীয় 4G নেটওয়ার্ক প্রসারিত করবে। আর এই কাজে Bharat Sanchar Nigam Limited (BSNL)-কে রেডিও নেটওয়ার্ক প্রযুক্তি (RAN) সরবরাহ করে সাহায্য করবে তেজাস নেটওয়ার্ক এবং সিস্টেম ইন্টিগ্রেটরের (SI) ভূমিকা পালন করছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)।
উল্লেখ্য, ভারত সরকার BSNL-কে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সমগ্র দেশে 4G তথা 5G লঞ্চ করার আদেশ দিয়েছিল। এরজন্য তারা রিভাইভাল প্যাকেজেরও ঘোষণা করেছিল। যদিও দেশীয় এমন কোনো সংস্থা শুরুতে পাওয়া যায়নি, যারা সংস্থার চাহিদা মতো পরিষেবা দিতে পারে। এই কারণেই BSNL এর 4G পরিষেবা আসতে এতটা বিলম্ব হল।
এদিকে দীর্ঘদিন আগেই 4G সাইট স্থাপনের কাজ শুরু করলেও, সারাদেশে ১ লক্ষ 4G সাইট স্থাপন করতে BSNL-এর এখনো প্রায় ২ বছর সময় লাগবে বলে জানা গেছে। তাই বর্তমানে খুব কম গ্রাহকই বিএসএনএল 4G নেটওয়ার্কের সুবিধা পাবেন। যদিও সরকারি সংস্থাটি ইতিমধ্যেই তাদের সকল গ্রাহকদের সিম আপগ্রেড করার জন্য বোনাস ডেটা এবং নতুন ব্যবহারকারীদের বিনামূল্যে 4G সিম প্রদান সহ আরো বেশ কিছু সুবিধা দিচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বেসরকারি সংস্থাগুলি গতবছর থেকে ভারতে 5G পরিষেবা দিতে শুরু করেছে। তবে BSNL এখনও সবজায়গায় 4G পরিষেবা পৌঁছে দিতে না পারায় অনেক গ্রাহকই তাদের নেটওয়ার্ক ছেড়ে চলে গেছে। তাই কম খরচে ভালো পরিষেবা দিলে তবেই আবার নতুন গ্রাহক পেতে পারে BSNL।