4 মাসের বেশি সময় ধরে কল-ডেটার সুবিধা: Jio, Airtel-এর সাথে পাল্লা দিচ্ছে এই প্ল্যান
BSNL Plans: পুরোনো জনপ্রিয়তা ফিরে পেতে এবং প্রাইভেট টেলিকম কোম্পানিগুলিকে টেক্কা দিতে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে BSNL বা Bharat Sanchar Nigam Limited। আর তাই এই মূল্যবৃদ্ধির বাজারেও রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি সস্তায় বিভিন্ন রেঞ্জের রিচার্জ প্ল্যান অফার করছে। সেক্ষেত্রে আপনি যদি BSNL গ্রাহক হন এবং এই মুহূর্তে লম্বা ভ্যালিডিটি, আনলিমিটেড কল, এসএমএস, ডেটা ইত্যাদি যাবতীয় সুবিধাসহ কোনো প্ল্যান রিচার্জ করতে চান, তাহলেও ভালো বিকল্প বেছে নিতে বেশি বেগ পেতে হবেনা। কারণ বর্তমানে সংস্থাটি ৬৯৯ টাকা দামে একটি প্ল্যান রিচার্জ করার অপশন দেয়, যাতে চার মাসের বৈধতার সাথে আপনার চাহিদা অনুযায়ী বিভিন্ন বেনিফিট মিলবে। তবে প্রায় একই দামে দেশের দুই শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Reliance Jio এবং Bharti Airtel-ও গ্রাহকদের রিচার্জ করতে দেয়। এমতাবস্থায় কোন কোম্পানির প্ল্যানটি সবচেয়ে ফায়দামন্দ্ হবে, সেটাই এখন আমরা বিস্তারিতভাবে জেনে নেব।
BSNL নাকি Jio, Airtel: কার রিচার্জ প্ল্যান সেরা?
১. BSNL-এর ৬৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে সরকারি টেলকোটি ১৩০ দিনের ভ্যালিডিটি দেয়। সাথে থাকে দৈনিক ০.৫ জিবি হাই-স্পিড ডেটা, ১০০টি করে ফ্রি এসএমএস/প্রতিদিন এবং আনলিমিটেড কলিং উপভোগ করার সুবিধা। শুধু তাই নয়, এতে ৬০ দিনের জন্য বিএসএনএল টিউন সেট করার অপশনও মিলবে।
২. একই দামে প্ল্যান আছে Airtel-এরও: এয়ারটেলেরও ৬৯৯ টাকা দামের প্ল্যান আছে, যা ডেটা এবং আরও কিছু সুবিধার নিরিখে বিএসএনএল প্ল্যানটির থেকে এগিয়ে, কিন্তু এর ভ্যালিডিটি তুলনামূলকভাবে অনেক কম। আসলে এই প্ল্যানে দৈনিক ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০টি এসএমএস ব্যবহার করার সুবিধা দেওয়া হয়। এছাড়াও এটিতে অ্যামাজন প্রাইম (Amazon Prime)-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। সমস্ত বেনিফিটের বৈধতা ৫৬ দিন।
৩. Jio-র প্ল্যানে কম দামে বেশি সুবিধা: এই রেঞ্জে বিএসএনএল ও এয়ারটেলের থেকে জিও কম দামে ৬৬৬ টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। আর এটি প্রতিদিন ১.৫ জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং ও রোজ ১০০টি এসএমএসের অ্যাক্সেস দেয়।
অতএব আপনি যদি বেশি ভ্যালিডিটি চান তাহলে বিএসএনএল প্ল্যানটি আপনার জন্য আদর্শ। আবার বেশি ডেটা পেতে চাইলে এয়ারটেলের প্ল্যানটি রিচার্জ করাই সুবিধাজনক হবে। তবে আপনি যদি মিডিয়াম ইউজার হন, তাহলে জিওর প্ল্যানটি সস্তায় পুষ্টিকর বিকল্প! তাই কোন সংস্থার অফার বেছে নেওয়া উচিত, সে সিদ্ধান্ত নির্ভর করছে আপনার চাহিদার ওপর।