5G পরিষেবায় Jio কে টেক্কা দিতে আসরে BSNL, সরকারের কাছে 700MHz স্পেকট্রাম চেয়ে আবেদন
যদিও এখনও পর্যন্ত গোটা দেশজুড়ে 4G পরিষেবাই রোলআউট করা হয়ে ওঠেনি, তবে এর মধ্যেই 5G চালু করার জন্য সরকারের কাছে আরও বেশি শক্তিশালী স্পেকট্রামের দাবি করলো ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর Bharat Sanchar Nigam Limited বা BSNL। উল্লেখ্য যে, সরকার ইতিমধ্যেই সংস্থাটির জন্য 5G স্পেকট্রাম সংরক্ষণ করে রেখেছে; তবে গোটা দেশে খুব দ্রুত পঞ্চম প্রজন্মের কানেক্টিভিটিযুক্ত নেটওয়ার্ক রোলআউট করার জন্য কোম্পানিটি আরও বেশি ফ্রিকোয়েন্সির আবেদন করেছে কেন্দ্রের কাছে। টেলিকম প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান (Devusinh Chauhan) সম্প্রতি লোকসভায় জানিয়েছেন যে, BSNL ইতিমধ্যেই তাদের জন্য সংরক্ষিত 5G এয়ারওয়েভগুলির চেয়ে আরও বেশি এয়ারওয়েভের আবেদন করেছে। চৌহানের কথায়, রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম চাইছে। তবে উল্লেখ্য যে, এই মুহূর্তে প্যান-ইন্ডিয়া স্তরে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম শুধুমাত্র Reliance Jio-র দখলে রয়েছে বলে জানা গিয়েছে।
5G রোলআউটের উদ্দেশ্যে BSNL-এর জন্য ইতিমধ্যেই কী পরিমাণ স্পেকট্রাম সংরক্ষিত রয়েছে?
পিটিআই (PTI)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ইতিমধ্যেই বিএসএনএলের জন্য ৬০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ, ৩৩০০ মেগাহার্টজ ব্যান্ডে ৪০ মেগাহার্টজ এবং ২৬ গিগাহার্টজ ব্যান্ডে ৪০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংরক্ষণ করেছে। তবে গোটা দেশজুড়ে ৫জি রোলআউটের জন্য এটিকে যথেষ্ট বলে মনে করছে না বিএসএনএল, এবং সেই কারণেই তারা আরও বেশি এয়ারওয়েভের জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছে। সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তির ওপর নির্ভরশীল ৫জি পরিষেবা লঞ্চের ক্ষেত্রে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম কার্যকরী হবে বলে অনুমান করছে সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানিটি।
5G-র জন্য BSNL কতটা স্পেকট্রাম বেশি চাইছে?
চৌহান জানিয়েছেন যে, বিএসএনএলের খাতে ৬০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ থাকা সত্ত্বেও তারা ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য অনুরোধ করেছে। এর পাশাপাশি কোম্পানিটি ৩৩০০ মেগাহার্টজ ব্যান্ডে ৪০ মেগাহার্টজ এবং ২৬ গিগাহার্টজ ব্যান্ডে ৪০০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রামও চেয়েছে। সুতরাং সহজে বলতে গেলে, বিএসএনএলের জন্য সরকার যে পরিমাণ স্পেকট্রাম সংরক্ষণ করে রেখেছে, সেটিকে প্রায় দ্বিগুণ করার আর্জি জানিয়েছে সংস্থাটি। এখন আদতে বিএসএনএলের এই আবেদন গ্রহণযোগ্য হবে কি না, সেটা একমাত্র সময়ই বলতে পারবে। তবে জানা গিয়েছে যে, নন-স্ট্যান্ডঅ্যালোন (NSA) নেটওয়ার্কের মাধ্যমে ইউজারদেরকে ৫জি পরিষেবা প্রদান করার পরিকল্পনা করছে বিএসএনএল।
জোরকদমে উদ্যোগ নিলেও আদৌ কি লক্ষ্যে সফল হতে পারবে BSNL?
প্রসঙ্গত উল্লেখ্য যে, BSNL এখনও গোটা দেশে 4G-ই রোলআউট করে উঠতে পারেনি। এর মধ্যেই সংস্থাটি আবার 5G নিয়ে জোরকদমে চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে সবদিক সামলে সংস্থাটি প্রথমে যথাযথভাবে 4G লঞ্চ করে তারপর ভবিষ্যতে গোটা দেশে 5G রোলআউট করতে আদৌ পারবে কি না, সে বিষয়ে ইতিমধ্যেই অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে, BSNL যাতে যথাযথভাবে 5G-র ট্রায়াল শুরু করতে পারে, তার জন্য চৌহান ইতিমধ্যেই টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে (TCS) সমস্ত প্রয়োজনীয় ইকুইপমেন্ট সরবরাহ করার নির্দেশ দিয়েছে। এবার বাস্তবিকভাবে কবে এদেশে সংস্থার 4G এবং 5G পরিষেবা উপলব্ধ হয়, এখন সেটাই দেখার।