মাত্র 6 টাকায় রোজ ২ জিবি ডেটা ও অফুরান কলের সুবিধা, এই প্ল্যান রিচার্জ করলে 160 দিন নিশ্চিন্ত
BSNL Plan: ভারতের বাজারে টেলিকম কোম্পানিগুলি বর্তমানে এত বেশি সংখ্যক প্রিপেইড প্ল্যান অফার করে যে, কখনও কখনও গ্রাহকরা রিচার্জের ক্ষেত্রে নিজের জন্য সেরা অপশনটি বেছে নিতে পারেননা। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL বা Bharat Sanchar Nigam Limited-এর তো প্ল্যান পোর্টফোলিও অত্যন্ত বিস্তৃত; এই টেলকো ইউজারদের চাহিদা অনুযায়ী প্রচুর রিচার্জ প্ল্যান উপলব্ধ রেখেছে, যাদের দামও বেশ সস্তা। শুধু তাই নয়, এই মুহূর্তে BSNL একমাত্র টেলিকম সংস্থা যারা দৈনিক ডেটা এবং কলিংয়ের সুবিধাযুক্ত একটি দীর্ঘ মেয়াদী প্ল্যান রিচার্জ করার সুবিধা দেয়, যার দৈনিক খরচ মাত্র ৬ টাকার কাছাকাছি। হ্যাঁ ঠিকই বলছি, আলোচ্য প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য উপযোগী, যাদের প্রতিদিন একটু বেশি ডেটা প্রয়োজন এবং যারা বেশি খরচ বা বারবার রিচার্জ করার ঝামেলা পোহাতে চাননা। কিন্তু কত দাম এই BSNL প্ল্যানের? আর এতে ঠিক কী কী সুবিধা পাওয়া যায়? আসুন জেনে নিই সব তথ্য।
BSNL গ্রাহকরা রিচার্জ করুন ৯৯৭ টাকার প্ল্যান, দীর্ঘ সময় ধরে মিলবে ডেটা-কলিং বেনিফিট
আজ আমরা বিএসএনএল তথা ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানির যে প্ল্যানটির কথা বলব, তার দাম হচ্ছে ৯৯৭ টাকা। এটিতে মোট ১৬০ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। তাই গড়ে হিসেব করে দেখলে এই প্ল্যানের দৈনিক খরচ পড়ে ৬.২ টাকা। কিন্তু এই খরচে আপনি কতটা লাভ করতে পারবেন?
সেক্ষেত্রে বলি, ৯৯৭ টাকা মূল্যের বিএসএনএল প্ল্যান রিচার্জ করলে, আপনি দেশ জুড়ে যেকোনো নেটওয়ার্ক নেটওয়ার্কে (লোকাল এবং STD) আনলিমিটেড কল করার বেনিফিট পাবেন৷ এছাড়াও এই প্ল্যানে দৈনিক ২ জিবি হাই-স্পিড আনলিমিটেড ডেটা এবং ১০০টি করে এসএমএস ব্যবহার করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, আগে এই প্ল্যানে ৩ জিবি ডেইলি ডেটার সাথে PRBT সেট করা এবং Lokdhun-এর কন্টেন্ট অ্যাক্সেস করার সুবিধা পাওয়া যেত। তবে এখন এর সুবিধায় বেশ খানিকটা বদল আনা হয়েছে।
শীঘ্রই চালু হবে BSNL 4G সার্ভিস
বিএসএনএল বর্তমানে ৪জি পরিষেবা চালু করার জন্য জোরকদমে কাজ চালাচ্ছে। সম্প্রতি তারা দৈনিক ২০০টি করে টাওয়ার বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে ইতিমধ্যেই বিএসএনএলের ৪জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারছেন অনেকেই। সেক্ষেত্রে আপনার এলাকায় যদি সংস্থার ৪জি কানেক্টিভিটি উপলব্ধ থাকে, তাহলে সাত-পাঁচ না ভেবে উল্লিখিত ৯৯৭ টাকার প্ল্যান রিচার্জ করা বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে!