২০০০ জিবি ডেটার সাথে OTT বেনিফিট, সস্তায় পুষ্টিকর BSNL-এর এই রিচার্জ প্ল্যান
সস্তায় পরিষেবা পাওয়ার জন্য অনেকেই BSNL মানে ভারত সঞ্চার নিগম লিমিটেডের বিভিন্ন রিচার্জ প্ল্যানগুলি বেশি পছন্দ করেন। তবে আপনি যদি রাষ্ট্রায়ত্ত সংস্থাটির ব্রডব্যান্ড গ্রাহক হন এবং এই মুহূর্তে নিজের কানেকশনের জন্য কম খরচে ভালো মানের সুবিধা পাওয়া যাবে এমন প্ল্যানের খোঁজ করে থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! কারণ আজ আমরা আপনাকে BSNL-এর এমন একটি প্ল্যানের কথা বলব, যা অন্যান্য কোম্পানির ব্রডব্যান্ড প্ল্যানের থেকে অনেক ভালো। ঠিক কত দাম এই প্ল্যানের? আর এতে ঠিক কী-ই বা বেনিফিট মেলে? জেনে নিন বিশদ।
৮০০ টাকার কম খরচে পাওয়া যাবে অফুরন্ত ডেটা ও OTT বেনিফিট
আমরা আজ বিএসএনএলের যে প্ল্যানটির কথা বলব তার দাম ৭৭৫ টাকা। এতে ৭৫ দিনের জন্য বিএসএনএল ভারত ফাইবার পরিষেবা মেলে, যেখানে ইউজাররা ১৫০ এমবিপিএস স্পিডের সাথে ২ টিবি (২,০০০ জিবি) ডেটা পান। ডেটা লিমিট শেষ হওয়ার পর এই স্পিড কমে দাঁড়ায় ১০ এমবিপিএসে, অর্থাৎ স্পিড কমলেও আপনি ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
তবে এখানেই ব্রডব্যান্ড প্ল্যানটির সুবিধার শেষ নয়, ৭৭৫ টাকা রিচার্জ করলে ইউজাররা আনলিমিটেড কলিং উপভোগ করতে সক্ষম হবেন। আবার একইসাথে আপনাদের SonyLIV, Zee5, Voot-এর মত ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশনও দেওয়া হবে। তাই এই প্ল্যানটি যে ধামাকাদার, তাতে কোনো সন্দেহ নেই!
রিচার্জ করা যাবে এই দিন পর্যন্তই
বলে রাখি, বিএসএনএলের এই প্ল্যানটি আসলে প্রচারমূলক (promotional) অফার। ইতিমধ্যেই সংস্থা নিশ্চিত করেছে যে আগামী ১৫ই নভেম্বরের পর থেকে এটি বন্ধ হয়ে যাবে। তাই আপনি এটির সুবিধা আপাতত কিছুদিন পেতে চাইলে আপনাকে এই এক সপ্তাহের মধ্যেই রিচার্জ করতে হবে।