মূল্যবৃদ্ধিকে বুড়ো আঙুল! Jio, Airtel-দের পথে না হেঁটে সস্তায় রিচার্জ করতে দিচ্ছে এই সংস্থা
Cheapest Recharge Plan: ভোটপর্ব চুকতে না চুকতেই দেশের প্রধান (পড়ুন বেসরকারি) টেলিকম অপারেটরগুলি তাদের রিচার্জ খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ ৩রা জুলাই থেকে রিলায়েন্স জিওর পরিষেবা শুল্ক ব্যয়বহুল হচ্ছে, আগামীকাল থেকে ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (ভিআই) ইউজারদেরও বেশি ট্যারিফ গুনতে হবে – তা সে একমাসেরই রিচার্জ করুন বা এক বছরের জন্য। এই অবস্থায় করণীয় বলতে তেমন কিছুই নেই, তবে আপনি যদি জিও, এয়ারটেল বা ভোডাফোন থেকে কানেকশন পোর্ট করার কথা ভাবেন, তাহলে আপনার জন্য সাশ্রয়ী বিকল্প হতে পারে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। কেননা এই সরকারি সংস্থা এখনও সস্তায় রিচার্জ প্ল্যান অফার করছে।
বিএসএনএলের হাত ধরলে রিচার্জ করা যাবে সস্তায়
বিএসএনএলের পোর্টফোলিওতে বর্তমানে নতুন-পুরোনো সমস্ত ধরনেরই গ্রাহকের জন্য একাধিক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যেগুলি উত্তর পূর্ব অঞ্চল, জম্মু ও কাশ্মীর এবং আসাম ছাড়াও সারা দেশে উপলব্ধ। যদিও এই মুহূর্তে এই সংস্থার পরিষেবা ৪জি নেটওয়ার্কের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সেক্ষেত্রে আকাশছোঁয়া রিচার্জ খরচ থেকে বাঁচতে চাইলে আপনি বিএসএনএলের নিম্নলিখিত প্ল্যানগুলি বেছে নিতে পারেন।
- ১০৭ টাকার বিএসএনএল প্ল্যান: এই প্ল্যানটি ৩৫ দিনের বৈধতার সাথে আসে এবং এতে ২০০ মিনিট ভয়েস কলিং, ৩ জিবি ৪জি ডেটার মতো সুবিধা অ্যাক্সেস করা যায়।
- ১০৮ টাকার বিএসএনএল প্ল্যান: বিএসএনএলের একটি ১০৮ টাকার প্ল্যান রয়েছে যা ফার্স্ট রিচার্জ কুপন (এফআরসি) নামে পরিচিত। এটি ২৮ দিনের মেয়াদে রোজ আনলিমিটেড কল এবং ১ জিবি ৪জি ডেটা অফার করে। তবে শুধুমাত্র নতুন গ্রাহকরাই এর ফায়দা তুলতে পারবেন।
- ১৯৭ টাকার বিএসএনএল প্ল্যান: এর ভ্যালিডিটি ৭০ দিন। তবে এই প্ল্যানটি রিচার্জ করলে কেবল প্রথম ১৮ দিনের জন্য রোজ ২ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি করে এসএমএসের বেনিফিট মিলবে। বাকি বৈধতায় কলিং, ডেটা ইত্যাদির জন্য আলাদা রিচার্জ করতে হবে।
- ১৯৯ টাকার বিএসএনএল প্ল্যান: এতে ৩০ দিনের জন্য রোজ ২ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি করে এসএমএসের বেনিফিট অ্যাক্সেস করা যাবে।
- ৩৯৭ টাকার বিএসএনএল প্ল্যান: এই প্ল্যানের মোট বৈধতা ১৫০ দিন। এটি রিচার্জ করলে প্রথম ৩০ দিনের জন্য আনলিমিটেড কল, রোজ ২ জিবি ৪জি ডেটা এবং ১০০টি এসএমএস ব্যবহার করা যাবে।
- ৭৯৭ টাকার বিএসএনএল প্ল্যান: এই বিএসএনএল প্ল্যানের বৈধতা ৩০০ দিন। এটি রিচার্জের প্রথম ৬০ দিন আনলিমিটেড কল, রোজ ২ জিবি ৪জি ডেটা এবং ১০০টি করে এসএমএস অফার করে।
- ১,৯৯৯ টাকার বিএসএনএল প্ল্যান: এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন অর্থাৎ পুরো এক বছর। এতে আনলিমিটেড ভয়েস কলিং, মোট ৬০০ জিবি ও রোজ ১০০টি এসএমএসের সাথে বিএসএনএল টিউনস, হার্ডি গেমস, জিং মিউজিক ইত্যাদি তৃতীয় পক্ষের পরিষেবাগুলির ফ্রি সাবস্ক্রিপশন মেলে।