বাকি সবাই ফেল, মাত্র ২৭৫ টাকায় নতুন প্ল্যান লঞ্চ করল BSNL, মিলবে ৬০ এমবিপিএস স্পিড
সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি Bharat Sanchar Nigam Limited বা BSNL ইউজারদেরকে সাশ্রয়ী মূল্যে একাধিক ব্রডব্যান্ড প্ল্যান অফার করে থাকে। সম্প্রতি কোম্পানিটি তাদের গ্রাহকদের জন্য আরও একটি কম দামি প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানের মূল্য ২৭৫ টাকা। তাই আপনি যদি হালফিলে BSNL এর কোনো কমদামি ব্রডব্যান্ড প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে নয়া এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
সীমিত সময়ের জন্য সাশ্রয়ী মূল্যের নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির হল BSNL
বিএসএনএল সম্প্রতি সীমিত সময়ের জন্য সাশ্রয়ী মূল্যে (মাত্র ২৭৫ টাকায়) একটি প্রোমোশনাল ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করেছে। মজার ব্যাপার হল, এই প্ল্যানটির দাম বিএসএনএলের স্ট্যান্ডার্ড ফাইবার এন্ট্রি প্ল্যানের দামের (৩২৯ টাকা) চেয়েও কম। তাই যারা এই প্ল্যানটি রিচার্জ করতে আগ্রহী, তাদেরকে বলে রাখি, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এটি ব্যবহারকারীদের জন্য উপলব্ধ থাকবে। চলুন প্ল্যানটির সুবিধাগুলো দেখে নেওয়া যাক।
BSNL-এর ২৭৫ টাকার নয়া প্রোমোশনাল ব্রডব্যান্ড প্ল্যানের সুবিধা
আগেই বলেছি যে, বিএসএনএলের এই নয়া প্রোমোশনাল ব্রডব্যান্ড প্ল্যানটির দাম কোম্পানির স্ট্যান্ডার্ড ফাইবার এন্ট্রি প্ল্যানের দামের চাইতেও কম। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, নতুন প্ল্যানটি সীমিত সময়ের (১৫ ডিসেম্বর, ২০২২) জন্য উপলব্ধ। জানিয়ে রাখি, বিএসএনএলের ২৭৫ টাকার নয়া ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানটি মোট দুটি বিকল্পের সাথে বাজারে এসেছে। এদের মধ্যে একটিতে ৩০ এমবিপিএস এবং অপরটিতে ৬০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। তবে দুটি প্ল্যানেই ৭৫ দিনের মেয়াদে ৩,৩০০ জিবি ডেটা খরচের সুযোগ মিলবে, এবং এফইউপি (FUP) ডেটা সীমা অতিক্রমের পর ইন্টারনেট স্পিড ৪ এমবিপিএসে নেমে আসবে। তদুপরি, একটি ফিক্সড লাইন ভয়েস-কলিং কানেকশন বাড়তি কোনো খরচ ছাড়াই পাওয়া যাবে।
BSNL-এর ৩২৯ টাকার স্ট্যান্ডার্ড ফাইবার এন্ট্রি ব্রডব্যান্ড প্ল্যান
প্রসঙ্গত জানিয়ে রাখি, বিএসএনএলের ৩২৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানে ২০ এমবিপিএস ইন্টারনেট স্পিড এবং ১০০০ জিবি পর্যন্ত ডেটা খরচের সুযোগ মিলবে। তবে এফইউপি (ফেয়ার-ইউসেজ-পলিসি) ডেটা লিমিট শেষ হয়ে গেলে নেট স্পিড কমে ৪ এমবিপিএসে নেমে আসবে। এছাড়া, এই প্ল্যান মারফত ব্যবহারকারীরা ভারতের যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল করতে পারবেন।