কম খরচে উন্নত পরিষেবা, BSNL কে নতুন টাওয়ার টেকনোলজি ব্যবহারের পরামর্শ
পরিষেবা সম্প্রসারণের ক্ষেত্রে খরচ এবং সময়ের অপচয় কমাতে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL -কে নব্য টাওয়ার প্রযুক্তি গ্রহণের পরামর্শ দিল স্থানীয় টেলিকম কোম্পানিসমূহের প্রতিনিধিত্বকারী, সুপরিচিত সংস্থা Voice Of Indian Commucation technology Enterprises বা ভয়েস ('Voice')। ৩০শে আগস্ট অর্থাৎ গতকাল সংস্থার ডিরেক্টর জেনারেল, রাকেশ কুমার ভাটনগর খোদ BSNL চেয়ারম্যান পি কে পূর্বার'কে এই মর্মে একটি চিঠি পাঠান। চিঠিতে Voice -এর তরফ থেকে ভাটনগর, পি কে পূর্বার তথা বিএসএনএলকে আধুনিক টাওয়ার প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন যার দ্বারা রাষ্ট্রায়ত্ত সংস্থাটির যথেষ্ট উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবথেকে বড় কথা, এই নব্য মোবাইল টাওয়ার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, বিএসএনএল টাওয়ার স্থাপনের খরচখরচা ও সময়ের অপচয় অনেকটাই কমাতে পারবে বলে, Voice -এর তরফে রাকেশ ভাটনগর জানিয়েছেন।
উল্লেখ্য, দিল্লি ভিত্তিক সংস্থা হিসেবে ভয়েস তেজস নেটওয়ার্কস, ভিহান নেটওয়ার্কস, এইচএফসিএল (HFCL), এসটিএল (STL) সহ কোরাল টেলিকম, গ্যালর নেটওয়ার্কস, চিপস্পিরিট টেকনোলজিস, সিগন্যালচিপ ইনোভেশনস, লেখা ওয়্যারলেস, কেনস্টেল (Kenstel) প্রভৃতি স্থানীয় টেলিকম সংস্থার প্রতিনিধিত্ব করে থাকে। সুতরাং খুব সহজে বিএসএনএলের পক্ষে তাদের মতামত বা পরামর্শ উপেক্ষা করা সম্ভব নয়। তাছাড়া পুরনো টাওয়ার সংস্কারের দাবিতে Voice একইসাথে TEC বা টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং সেন্টার এবং DoT বা কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তরকেও বাড়তি উদ্যোগী হতে অনুরোধ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ।
বিএসএনএলের উদ্দেশ্যে প্রেরিত চিঠিতেই ভাটনগর আরও জানিয়েছেন যে টিইসি'র সাধারণ চাহিদার বিপরীতে রাষ্ট্রীয় টেলকো এখনও সেকেলে টাওয়ার প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত রয়েছে। অথচ একই সময়ে Airtel, Jio প্রভৃতি বেসরকারি অপারেটরেরা নয়া টাওয়ার ডিজাইন এবং প্রযুক্তি বেছে নিয়ে কোটি কোটি টাকার খরচ বাঁচিয়ে লাভবান হচ্ছে। একই পথে হাঁটলে, বিএসএনএলও যথেষ্ট লাভবান হবে বলে ভাটনগরের দাবি।
পরিশেষে জানিয়ে রাখি যে সম্প্রতি BSNL সার্ভিস প্রোভাইডার (IaaSP) ক্যাটেগরিতে ১৭,২৬৪ গ্রাউন্ড বেসড টাওয়ার স্থাপনের উদ্দেশ্যে নয়া টেন্ডার পাস করেছে। এছাড়া আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণে এই সংস্থা মোবাইল পরিষেবাহীন দেশের ২৪,৬৮০টি গ্রামে 4G নেটওয়ার্ক সম্প্রসারণের দায়িত্ব পেয়েছে, যা এক্ষেত্রে জেনে রাখা জরুরি।