BSNL গ্রাহকদের জন্য দুঃসংবাদ, ঘুরপথে তিনটি প্ল্যানের দাম বাড়াল সংস্থা

By :  techgup
Update: 2023-01-05 11:13 GMT

বরাবরই সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যানের জন্য ইউজারমহলে বিশেষভাবে পরিচিত সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি Bharat Sanchar Nigam Limited বা BSNL। এখনও পর্যন্ত 4G লঞ্চ করতে না পারায় বেসরকারি কোম্পানিগুলির তুলনায় প্রতিযোগিতায় খানিকটা পিছিয়ে পড়লেও, রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন সংস্থাটির ইউজারবেস কিন্তু নেহাত কম নয়। এতদিন পর্যন্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করলেও BSNL কিন্তু তাদের জুতোয় পা গলায়নি। তবে সম্প্রতি দেখা যাচ্ছে যে, অন্যান্য টেলিকম অপারেটরদের মতো BSNL-ও তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে, তাও আবার ঘুরপথে। অর্থাৎ, আপাতদৃষ্টিতে রিচার্জ প্ল্যানগুলির দাম না বাড়ালেও সেগুলির সুবিধা পূর্বের তুলনায় বেশ খানিকটা কমিয়ে দিচ্ছে সংস্থাটি। ফলে সবমিলিয়ে প্ল্যানের দামই যে বাড়ানো হচ্ছে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই সাশ্রয়ী মূল্যের ৯৪ টাকার প্ল্যানে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করেছে বিএসএনএল। আবার সম্প্রতি দেখা গেছে, কোম্পানিটি হালফিলে তিনটি প্রিপেইড প্ল্যানে বেশ বড়োসড়ো রদবদল করেছে। এর জেরে আপাতদৃষ্টিতে প্ল্যানগুলির দাম না বাড়লেও আখেরে কিন্তু ইউজারদেরকে পকেট থেকে অতিরিক্ত গাঁটের কড়ি খসাতেই হবে। অর্থাৎ সোজা কথায় বললে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে লাভবান হওয়ার ক্ষেত্রে বর্তমানে বেশ সুচতুর তথা কার্যকর পন্থা অবলম্বন করছে বিএসএনএল। বলে রাখি, ইদানীংকালে যে তিনটি প্ল্যানে পরিবর্তন করা হয়েছে, সেগুলির দাম ২৬৯ টাকা, ৪৯৯ টাকা এবং ৭৬৯ টাকা। আসুন, আদতে বিএসএনএলের উক্ত প্ল্যানগুলি পূর্বের তুলনায় বর্তমানে ঠিক কীভাবে ব্যয়বহুল হয়ে গিয়েছে, সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক৷

BSNL-এর ২৬৯ টাকার প্ল্যান: পুরোনো বনাম নতুন সুবিধা

বিএসএনএলের ২৬৯ টাকার প্ল্যানটিতে প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা দেওয়া হয়েছে। তদুপরি, এক্সট্রা বেনিফিট হিসেবে গ্রাহকরা এই প্ল্যান মারফত বিএসএনএল টিউনস (BSNL Tunes), চ্যালেঞ্জেস এরিনা গেমস (Challenges Arena games), ইরোস নাও এন্টারটেইনমেন্ট (Eros Now Entertainment), হার্ডি মোবাইল গেম সার্ভিস (Hardy Mobile Game service), লোকধুন (Lokdhun) এবং জিং (Zing)-এর অ্যাক্সেস পেতে সক্ষম হবেন। উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত এই প্ল্যানটির ভ্যালিডিটি ছিল ৩০ দিন, কিন্তু বর্তমানে তা কমিয়ে ২৮ দিন করে দেওয়া হয়েছে (তবে সমস্ত বেনিফিটগুলি আগের মতোই রয়েছে)। ফলে ইদানীংকালে এই প্ল্যানটি ব্যবহার করতে হলে ইউজারদেরকে প্রতিদিন ৮.৯৬ টাকার পরিবর্তে ৯.৬০ টাকা খরচ করতে হবে।

BSNL-এর ৪৯৯ টাকার প্ল্যান: কী বদল ঘটলো?

বিএসএনএলের ৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে এখন ৭৫ দিনের মেয়াদে রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০ টি করে এসএমএস এবং সেইসাথে বিএসএনএল টিউনস, জিং এবং ইরোস নাও-এর সাবস্ক্রিপশন সহ আরও বেশ কিছু গেমিং বেনিফিট পাওয়া যাবে। উল্লেখ্য যে, অতীতেও প্ল্যানটিতে এই সকল সুবিধা পাওয়া যেতো, তবে তখন এর বৈধতা ছিল ৯০ দিন। এরপর ২০২২ সালের ডিসেম্বরে প্ল্যানটির মেয়াদ কমিয়ে ৮০ দিন করা হয়। আবার, এখন ২০২৩ সালের জানুয়ারি মাসে তৃতীয়বারের মতো প্ল্যানটির ভ্যালিডিটি কমিয়ে ৭৫ দিন করেছে বিএসএনএল। সেক্ষেত্রে বলি, ৯০ দিন বৈধতা থাকাকালীন প্ল্যানটি ব্যবহার করতে হলে গ্রাহকদের ৫.৫৪ টাকা খরচ করতে হতো। এরপর ভ্যালিডিটি কমে যখন ৮০ দিন হল, তখন প্ল্যানটির দৈনিক খরচ বেড়ে দাঁড়ালো ৬.২৩ টাকা। আবার, এখন প্ল্যানটির মেয়াদ ৭৫ দিন হয়ে যাওয়ায় ইউজারদের এটি ব্যবহার করতে হলে প্রতিদিন ৬.৬৫ টাকা ব্যয় করতে হবে। ফলে দিন-কে-দিন প্ল্যানটি যে ব্যবহারকারীদের কাছে ব্যয়বহুল হয়ে উঠছে, সেকথা বলাই বাহুল্য।

BSNL-এর ৭৬৯ টাকার প্ল্যান: পুরোনো বনাম নতুন সুবিধা

কোম্পানির ৭৬৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ফ্রি কলিং এবং রোজ ১০০ টি করে এসএমএস করার সুযোগ পাওয়া যাবে। উপরন্তু এক্সট্রা বেনিফিট হিসেবে, এই প্ল্যানে চ্যালেঞ্জ এরিনা গেমস, ইরোস নাও এন্টারটেইনমেন্ট, হার্ডি মোবাইল গেম সার্ভিস, লোকধুন এবং জিং-এর অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন ইউজাররা। উল্লেখ্য যে, আগে এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন থাকলেও বর্তমানে তা কমিয়ে ৮৪ দিন করা হয়েছে (তবে সমস্ত সুবিধাগুলি আগের মতোই রয়েছে)। ফলে বর্তমানে এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকদের দৈনিক খরচ ৮.৫৪ টাকা থেকে বেড়ে হবে ৯.১৫ টাকা।

Tags:    

Similar News