আজ বন্ধ হচ্ছে BSNL -র তিনটি জনপ্রিয় প্ল্যান, রিচার্জ করার আগে চেক করে নিন

By :  techgup
Update: 2022-11-16 10:30 GMT

একথা আমাদের সকলেরই জানা যে, Bharat Sanchar Nigam Limited বা BSNL, ভারত ফাইবার (Bharat Fibre)-এর মাধ্যমে এদেশে তাদের ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা পরিচালনা করে। সেক্ষেত্রে আপনি যদি হালফিলে BSNL Bharat Fibre-এর পরিষেবাগুলি পেতে আগ্রহী হন কিংবা সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড প্ল্যান সন্ধানকারী সংস্থার কোনো বিদ্যমান গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি খারাপ খবর! আসলে সংস্থাটি আজ থেকে তিনটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের বহুল জনপ্রিয় ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান বন্ধ করে দিতে চলেছে। উল্লেখ্য যে, চলতি বছরে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে BSNL সীমিত সময়ের জন্য এই প্ল্যানগুলি চালু করেছিল। তাই পূর্বপরিকল্পনামাফিক লঞ্চের কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর এখন কম দামে ভালো ডেটা অফারকারী এই বিশেষ প্ল্যানগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে এই সাশ্রয়ী মূল্যের প্ল্যানগুলির ফায়দা ওঠাতে চাইলে গ্রাহকদেরকে কিন্তু আজই রিচার্জ করতে হবে। চলুন, আজ থেকে BSNL Bharat Fibre-এর যে তিনটি ব্রডব্যান্ড প্ল্যান বন্ধ হতে চলেছে, সেগুলির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

বন্ধ হচ্ছে BSNL-এর ২৭৫ টাকার দুটি ব্রডব্যান্ড প্ল্যান

বিএসএনএল আজ থেকে ২৭৫ টাকা মূল্যের দুটি ব্রডব্যান্ড প্ল্যান বন্ধ করে দিতে চলেছে। সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানিটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভারত ফাইবারের ২৭৫ টাকার দুটি প্ল্যানই ১৬ নভেম্বর অর্থাৎ আজ থেকে বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি, দাম একই হলেও প্ল্যান দুটির সুবিধা কিছুটা আলাদা। একটি প্ল্যান ৩০ এমবিপিএস স্পিডে ৩৩০০ জিবি ডেটা অফার করে, এবং অন্যটিতে ৬০ এমবিপিএস স্পিডে ৩৩০০ জিবি ডেটা পাওয়া যায়। তবে এফইউপি (FUP অর্থাৎ ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে হয় ২ এমবিপিএস।

উল্লেখ্য যে, উভয় প্ল্যানের ভ্যালিডিটি ৭৫ দিন এবং দুটি প্ল্যানেই একটি ফ্রি ভয়েস কলিং কানেকশন পাওয়া যায়। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, ব্যবহারকারীদেরকে কিন্তু নিজেদের গাঁটের কড়ি খরচ করেই এই ভয়েস কলিং ইন্সট্রুমেন্টটি (যন্ত্র) কিনতে হয়। এছাড়া, বিএসএনএল এই প্ল্যান দুটিতে কোনো ওটিটি (OTT) বেনিফিট অফার করে না। তদুপরি, প্ল্যান দুটির মূল্যের মধ্যে জিএসটি (GST)-ও অন্তর্ভুক্ত নয়।

আজ থেকে ৭৭৫ টাকার ব্রডব্যান্ড প্ল্যানটিও বন্ধ করছে BSNL

এর পাশাপাশি BSNL-এর অন্য যে ব্রডব্যান্ড প্ল্যানটি আজ থেকে বন্ধ হচ্ছে, সেটির দাম ৭৭৫ টাকা। এই প্ল্যানে থাকে ২ টিবি মাসিক ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা। তবে এফইউপি ডেটা খরচ হয়ে যাওয়ার পর ইন্টারনেট স্পিড কমে হয় ১০ এমবিপিএস৷ ৭৭৫ টাকার প্ল্যানে ৭৫ দিনের বৈধতার পাশাপাশি ১৫০ এমবিপিএস স্পিড সহ বেশ কিছু ওটিটি (OTT অর্থাৎ ওভার-দ্য-টপ) বেনিফিটও পাওয়া যায়, যার মধ্যে রয়েছে Disney+ Hotstar, Lionsgate, Hungama, SonyLIV, ZEE5, Voot, এবং YuppTV। তদুপরি, প্রথম মাসের বিলে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের জন্য নিঃসন্দেহে একটি অতিরিক্ত তথা আকর্ষণীয় বোনাস।

Tags:    

Similar News