জোরকদমে কাজ শুরু BSNL এর, শীঘ্রই শেষ হচ্ছে 4200 4G টাওয়ারের কাজ

By :  techgup
Update: 2024-03-14 10:15 GMT

রাষ্ট্র চালিত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং পশ্চিম উত্তর প্রদেশ সহ উত্তর ভারতের পাঁচটি মূল সার্কেল জুড়ে ৩৫২০ টি বেস ট্রান্সসিভার স্টেশন ইন্সটল করার কথা ঘোষণা করেছে। এছাড়াও, বিজনেস স্ট্যান্ডার্ড এর রিপোর্ট অনুসারে, BSNL-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর প্রবীণ পুরওয়ার জানিয়েছেন, BSNL খুব শীঘ্রই মধ্যপ্রদেশ, তামিলনাড়ু সহ আরো বেশ কয়েকটি অঞ্চলে 4G পরিষেবা প্রসারিত করতে চলেছে।

রিপোর্টে আরো বলা হয়েছে যে, উত্তরাঞ্চলের রাজ্যগুলি ছাড়াও BSNL তাদের 4G পরিষেবা রোলআউটের জন্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাকে প্রথম এলাকা হিসেবে বেছে নিয়েছে। আশা করা হচ্ছে তামিলনাড়ুতে এপ্রিলের পরে নতুন নেটওয়ার্ক চালু হয়ে যেতে পারে। এক BSNL অধিকর্তার মতে, বর্তমানে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ৪২০০ টিরও বেশি 4G সাইট নির্মাণাধীন রয়েছে এবং খুব শীঘ্রই এখানেও ব্যবহারকারীরা BSNL-এর 4G পরিষেবা উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, বিএসএনএল-এর গ্রাহক বেস ক্রমাগত সংকুচিত হয়ে চলেছে। কারণ, ৪জি এবং ৫জির অভাবে বিএসএনএল গ্রাহক ক্রমাগত অন্য সংস্থার পরিষেবা গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এমনকি গ্রামাঞ্চলেও বিএসএনএল-এর গ্রাহক সংখ্যায় ব্যাপক হ্রাস লক্ষ্য করা যাচ্ছে।

যে কারণে সংস্থাটি শীঘ্রই বিভিন্ন রাজ্যে ৪জি লঞ্চ করার কাজ সম্পন্ন করার চেষ্টা করছে। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ১,০০,০০০ নতুন টেলিকম টাওয়ার স্থাপনের জন্য প্রয়োজনীয় ৪জি সরঞ্জাম সংগ্রহ করার উদ্দেশ্যে টিসিএস-এর নেতৃত্বে সি-ডট এবং তেজস নেটওয়ার্কের সাথে ২৪,৫০০ কোটি টাকার একটি চুক্তি অনুমোদন করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিএসএনএল ২০২৪ সালের জুনের মধ্যে তাদের ৪জি পরিষেবাকে ৫জিতে আপগ্রেড করার পরিকল্পনা করেছে। আর সরকার বিএসএনএল এবং এমটিএনএল-এর জন্য পুনরুজ্জীবন প্যাকেজ ঘোষণা করেছে।

Tags:    

Similar News