এবার ফ্রিতে WiFi চালাতে পারবেন Jio ইউজাররা, Unlimited কল-ডেটা ও OTT সুবিধা মাত্র 599 টাকায়
Jio Unlimited WiFi Plan: Reliance Jio যে শুধু টেলিকম সার্ভিসের ক্ষেত্রে 'রেজোলিউশন' এনেছে তা নয়, এই মুহুর্তে প্রায় সারা ভারত জুড়ে JioFiber ব্রডব্যান্ড পরিষেবার উপস্থিতিও বেশ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি যদি এখন বাড়িতে নিরবচ্ছিন্ন, হাই-স্পিড ও আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করতে Jio-র এই ওয়াইফাই সার্ভিসের কোনো সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে এই প্রতিবেদনে রইল একটি সেরা বিকল্পের সন্ধান।
আসলে এখন বাজারে এমন একটি JioFiber পোস্টপেইড প্ল্যান রয়েছে, যাতে তেমন কোনো অতিরিক্ত খরচ ছাড়াই আনলিমিটেড ইন্টারনেট, ১৩টি ওটিটি (OTT) অ্যাপ্লিকেশন, ৫৫০টি টিভি চ্যানেল এবং ফ্রি কলিংয়ের মতো একাধিক সুবিধা একসাথে অ্যাক্সেস করতে পারবেন – এর দাম ৫৯৯ টাকা। আসুন, বিশদে জিওর ৫৯৯ টাকার ফাইবার পোস্টপেইড প্ল্যানের সুবিধা জেনে নেই।
Jio-র ৫৯৯ টাকার ফাইবার পোস্টপেইড প্ল্যানের বেনিফিট
জিও ফাইবারের ৫৯৯ টাকার প্ল্যানটি ৩০ এমবিপিএস ইন্টারনেট স্পিডে (আপলোড/ডাউনলোড) ৩.৩ টিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা অফার করে। এতে আনলিমিটেড ভয়েস কলিং ও এসএমএসের সুবিধাও পাওয়া যাবে। শুধু তাই নয়, এই প্ল্যান রিচার্জ করলে আপনি ৫৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন।
এদিকে এখন ওটিটির যুগ চলছে – সেক্ষেত্রে ভরপুর বিনোদনের জন্য ব্রডব্র্যান্ড প্ল্যানটির সাথে Disney+Hotstar, SonyLiv, Zee5, JioCinema, Hoichoi, SunNXT, Discovery+, ALT Balaji, ErosNow, LionsGate Play, ShemarooMe-এর জনপ্রিয় প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন দেবে কোম্পানি।
তবে মনে রাখবেন, জিওর ব্রডব্যান্ড প্ল্যানের দামের মধ্যে জিএসটি অন্তর্ভুক্ত নয়, এক্ষেত্রে সাবস্ক্রিপশন নিলে ১৮ শতাংশ টাকা কর হিসেবে দিতে হবে।