চলতি আগস্টে চালু হতে পারে Jio 5G নেটওয়ার্ক, 4G সিমেই কি মিলবে নতুন পরিষেবা?

Update: 2022-08-09 08:38 GMT

এ মাসের শুরুতে 5G (৫জি) স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই, অধিকাংশ ভারতীয়র মনে আসন্ন নেটওয়ার্ক পরিষেবার জন্য অপেক্ষা তীব্র হয়েছে। দেশের প্রধান টেলিকম সংস্থাগুলি চলতি মাসেই 5G চালুর শেষ ধাপের কাজ সম্পন্ন করার নানাবিধ প্রয়াস চালাবে বলে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। অন্যদিকে সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, সেপ্টেম্বর মাসের শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক চালু করবেন। তবে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু Reliance Jio (রিলায়েন্স জিও) যার হাত ধরে 4G (৪জি) পরিষেবা তো উন্নত হয়েছেই, পাশাপাশি টেলিকম সেক্টরেও বিপুল পরিবর্তন এসেছে। ভারতের 5G পরিষেবা এবং Jio-র নাম দীর্ঘদিন ধরেই একসাথে উচ্চারিত হচ্ছে। কিন্তু সংস্থাটি 4G-র মত 5G পরিষেবার ক্ষেত্রেও বাজিমাত করবে কিনা, সেই পরীক্ষার দিন এখন হাজির হয়েছে। নিলামে মুকেশ আম্বানির সংস্থা মোট ৮৮,০৭৮ কোটি টাকার স্পেকট্রাম কেনায়, Jio ইউজারদের প্রত্যাশার পারদ আরো চড়েছে! কিন্তু এর সাথেই যে তিনটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হল – ১. কবে এবং কোথায় কোথায় সর্বপ্রথম Jio-র 5G পরিষেবা লঞ্চ হবে, ২. এই পরিষেবার জন্য কত খরচ হতে পারে এবং ৩. 4G সিমেই 5G ব্যবহার করা যাবে কিনা। সেক্ষেত্রে আমরা আজ এই প্রশ্নগুলির সম্ভাব্য উত্তর সম্পর্কে কথা বলব।

জিও ৫জি পরিষেবার লঞ্চের তারিখ (Expected date of Jio 5G launch)

দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর জিও এখনও আনুষ্ঠানিকভাবে তার ৫জি পরিষেবা চালু করার তারিখ ঘোষণা করেনি। তবে সম্প্রতি রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন যে, সংস্থাটি ৭৫তম স্বাধীনতা দিবসে প্যান-ইন্ডিয়া ৫জি (Pan India 5G) রোলআউটের সাথে 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপন করবে। ফলত, এমনটা আশা করলে ভুল হবে না যে জিও ৫জি লঞ্চ হতে পারে আগামী ১৫ই আগস্ট। আর এক্ষেত্রে কোম্পানি ভারতের কিছু মেট্রো শহরে ৫জির চূড়ান্ত পাইলট টেস্টিংয়ের ঘোষণা করতে পারে। এই পরীক্ষার পর ২ থেকে ৩ ধাপে সারাদেশে জিওর এই পরিষেবা চালু হবে।

এই শহরগুলিতে জিও ৫জি পরিষেবা মিলবে (Jio 5G supported cities)

নিলামে জিও ২২টি সার্কেলের জন্য ৫জি ব্যান্ড কিনেছে, সেক্ষেত্রে তারা সম্ভবত নির্বাচিত ২২টি শহরেই সর্বপ্রথম ৫জি পরিষেবা চালু করবে। রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, লখনউ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ এবং জামনগরসহ ৯টি শহরে জিও ৫জি উপলব্ধ হবে। দেশের অন্যান্য শহর যেমন পুনে, চণ্ডীগড়, গুরুগ্রাম এবং গান্ধীনগরও শীঘ্রই এই পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত হবে। উল্লেখ্য, এর বাইরে জিও ১,০০০টিরও বেশি শহরে ৫জি কভারেজ চালু করার পরিকল্পনা করেছে। এর জন্য ব্যবহৃত হয়েছে জিও হিট ম্যাপ, ৩ডি (3D) ম্যাপ এবং রে ট্রেসিং প্রযুক্তি।

জিও ৫জি পরিষেবার সম্ভাব্য খরচ (Expected price of Jio 5G service)

জিও ৫জি পরিষেবা চালু হলে, এটি কত দামে ব্যবহার করা যাবে তা বলা এই মুহূর্তে ততটা সহজ কাজ নয়। তবে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে ৫জির সামগ্রিক খরচ আগের নেটওয়ার্কগুলির তুলনায় ব্যয়বহুল হবে। সেক্ষেত্রে জিওর ৫জি প্ল্যান প্রতি মাসে ৪০০ টাকা থেকে ৫০০ টাকার বিনিময়ে (কার্যত সস্তায়) ব্যবহার করা যাবে বলে আশা করা হচ্ছে।

গ্রাহকরা কখন নতুন Jio 5G সিম পাবেন?

5G নেটওয়ার্কের জন্য আলাদা করে সিম লাগবে কি না – সে বিষয়টি এখনও কোনো অপারেটর ঘোষণা করেনি। তবে আপাতত বলা যেতে পারে, যদি কারো Jio 4G সিম থাকে তাহলে তিনি কোনো সমস্যা ছাড়াই সিম আপগ্রেড করে Jio 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন।

Tags:    

Similar News