Jio ও Airtel এর 5G পরিষেবা ব্যবহার করেন? রোজ 3 জিবি ডেটা ও আনলিমিটেড কল পাবেন এই প্ল্যানে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত বছরের ১ অক্টোবর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত ষষ্ঠতম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC 2022) ইভেন্টে ভারতে চালু হয়েছে 5G পরিষেবা৷ আর এর পর থেকেই এই দুরন্ত গতির পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস ক্রমাগত একের পর এক শহরে পৌঁছে দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় দুই টেলিকম কোম্পানি Reliance Jio এবং Airtel। ইতিমধ্যেই ভারতের ৩০০ টিরও বেশি শহরে সংস্থাদ্বয়ের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা উপলব্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, দিল্লির মতো দেশের বড়ো বড়ো শহরগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে বর্তমানে ভারতের নির্বাচিত কিছু শহরের বাসিন্দারা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের 5G স্মার্টফোনে বিদ্যমান 4G সিম মারফতই কোম্পানিদ্বয়ের আনলিমিটেড 5G নেট সার্ভিস ব্যবহার করতে সক্ষম হচ্ছেন।
তবে সমস্যাটা হল, অনেক ব্যবহারকারী ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন যে, সীমাহীনভাবে পঞ্চম প্রজন্মের কানেক্টিভিটিযুক্ত নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে খুব দ্রুত দৈনিক ডেটা ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ সহজে বললে, ৪জি-র তুলনায় ৫জি-তে বেশি পরিমাণ ডেটা ক্ষয় হচ্ছে। তাই চলতি সময়ে জিও এবং এয়ারটেলের আনলিমিটেড ৫জি পরিষেবা ব্যবহারের মজা চুটিয়ে উপভোগ করতে চাইলে ইউজারদেরকে এমন প্রিপেইড রিচার্জ প্ল্যান ব্যবহার করতে হবে, যাতে বেশ অনেকটা পরিমাণে দৈনিক নেট ব্যালেন্স পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনি যদি চলতি সময়ে উক্ত কোম্পানি দুটির এমন কোনো রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন, যাতে রোজ অপেক্ষাকৃত বেশি মাত্রায় ইন্টারনেট ডেটা ব্যবহারের সুবিধা উপলব্ধ রয়েছে, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই একবার খুব ভালো করে মন দিয়ে পড়ে নিন। কারণ আজ আমরা রিলায়েন্স জিও এবং এয়ারটেলের পোর্টফোলিওর অন্তর্গত এমন কয়েকটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলিতে দৈনিক ৩ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০ টি করে এসএমএস এবং আরও বেশ কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে।
Jio-র দৈনিক ৩ জিবি ডেটা প্ল্যানসমূহ
৪১৯ টাকার প্রিপেইড প্ল্যান: জিও-র এই প্ল্যানে ২৮ দিনের মেয়াদে ইউজারদেরকে রোজ ৩ জিবি করে ডেটা, যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, এবং দৈনিক ১০০ টি করে এসএমএস প্রেরণের সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই প্ল্যান মারফত মোট ৮৪ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন গ্রাহকরা। তবে এফইউপি (FUP অর্থাৎ ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা লিমিট শেষ হয়ে গেলে গেলে ইন্টারনেট স্পিড কমে হবে ৬৪ কেবিপিএস। তদুপরি এক্সট্রা বেনিফিট হিসেবে, প্ল্যানটির মাধ্যমে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো অ্যাপগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে।
১১৯৯ টাকার প্রিপেইড প্ল্যান: জিও-র এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। এই প্ল্যান মারফত ব্যবহারকারীরা প্রতিদিন ৩ জিবি ডেটা, রোজ ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। অর্থাৎ, এই প্ল্যানটি রিচার্জ করলে মোট ২৫২ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন ইউজাররা। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএসে নেমে আসবে। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে এই প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলির কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
Airtel-এর দৈনিক ৩ জিবি ডেটা প্ল্যানসমূহ
৪৯৯ টাকার প্ল্যান: এয়ারটেলের এই প্ল্যানে ২৮ দিনের মেয়াদে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। তবে নির্ধারিত ডেটা লিমিট নিঃশেষিত হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএসে নেমে আসবে। সেইসাথে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধাও মিলবে। উপরন্তু, এক্সট্রা বেনিফিট হিসেবে এই প্ল্যানে রয়েছে ৩ মাসের জন্য Disney + Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশন (যার মূল্য ১৪৯ টাকা), ২৮ দিনের জন্য Airtel Xstream অ্যাপের অ্যাক্সেস (যে-কোনো একটি চ্যানেলের), ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ফ্রি Hello Tunes, এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।
৬৯৯ টাকার প্ল্যান: এয়ারটেলের এই প্ল্যানটির ভ্যালিডিটি ৫৬ দিন। এতে অফুরন্ত ভয়েস কল, রোজ ১০০ টি এসএমএসের পাশাপাশি প্রতিদিন ৩ জিবি করে ডেটা খরচের সুবিধা মিলবে। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে দাঁড়াবে ৬৪ কেবিপিএস। উপরন্তু এক্সট্রা বেনিফিট হিসেবে, এই প্ল্যানে ৫৬ দিনের জন্য Amazon Prime Membership, ৫৬ দিনের জন্য Airtel Xstream অ্যাপের অ্যাক্সেস (যে-কোনো একটি চ্যানেলের), ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, Wynk Music-এর অ্যাক্সেস, এবং ফ্রি Hello Tunes-এর সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।