Jio-র নতুন কীর্তি, একসঙ্গে ৫০টি শহরে চালু হল 5G পরিষেবা, কোনো অতিরিক্ত খরচ করতে হবে না

By :  SUMAN
Update: 2023-01-24 14:24 GMT

ভারতের জনপ্রিয় টেলিকম অপারেটর Reliance Jio বর্তমানে দ্রুত ৫তম প্রজন্মের মোবাইল সেলুলার নেটওয়ার্ক প্রসারিত করার কাজ সম্পন্ন করছে। চলতি মাসের প্রথম সপ্তাহে সংস্থাটি মোট ৭২টি শহর এবং অসংখ্য জেলাকে তাদের True 5G পরিষেবার আওতায় নিয়ে চলে এসেছে বলে খবর পাওয়া গিয়েছিল। আর এখন অর্থাৎ জানুয়ারি মাসের শেষার্ধে এসে মুকেশ আম্বানি পরিচালিত টেলিকম সংস্থাটি দেশের মোট ৫০টি শহরে একসঙ্গে Jio True 5G পরিষেবা চালু করে নতুন মাইলস্টোন গড়লো। এরফলে এখন Jio True 5G নেটওয়ার্ক উপলব্ধ সার্কেলের সংখ্যা বেড়ে ১৮৪টি হয়েছে। এক্ষেত্রে এই প্রথমবার কোনো টেলিকম সংস্থা এক দিনে এতগুলি অঞ্চলে একত্রে 5G নেটওর্য়াক বন্টনের কাজ সম্পন্ন করেলো, যা শুধুমাত্র ভারত নয় বিশ্বের কোনো দেশেই এর আগে কখনো ঘটেনি। প্রসঙ্গত Reliance Jio -এর 5G সার্কেলের অধীনে আসা শহরের এই তালিকায় 'ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন' বা সংক্ষেপে NCR অঞ্চলের - পানিপথ, রোহতক, কর্নাল, সোনিপত এবং বাহাদুরগড়ও সামিল রয়েছে।

Jio True 5G পরিষেবা এখন মোট ১৮৪টি শহরে উপলব্ধ

রিলায়েন্স জিও তাদের ট্রু ৫জি পরিষেবা সম্প্রতি হরিয়ানার - আম্বালা, হিসার ও সিরসা অঞ্চলে লঞ্চ করেছে। একই ভাবে, উত্তরপ্রদেশের - ঝাঁসি, আলিগড়, মোরাদাবাদ এবং সাহারানপুর শহর ৪টিও এখন ট্রু ৫জি পরিষেবা আওতায় চলে এসেছে। আবার অন্ধ্রপ্রদেশের ৭টি, ওড়িশার ৬টি, কর্ণাটকের ৫টি, ছত্তিশগড়ের ৩টি, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের ৩টি, রাজস্থান ও পশ্চিমবঙ্গের ২টি এবং আসাম, ঝাড়খন্ড, কেরালা, পাঞ্জাব ও তেলেঙ্গানার ১টি করে শহরের বাসিন্দারা এখন থেকে জিও সংস্থার ৫জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এছাড়া সর্বশেষ এই রোলআউটের পর, গোয়া এবং পুদুচেরিও জিও ট্রু ৫জি পরিষেবা প্রদানকারী এলাকায় পরিণত হয়েছে। নিচে রিলায়েন্স জিও -এর ৫জি পরিষেবার সাথে সদ্য যুক্ত হওয়া নতুন ৫০টি শহরের নাম দেওয়া হল।

Jio True 5G পরিষেবার সাথে সংযুক্ত হওয়া নতুন ৫০টি শহরের তালিকা :

১. আসানসোল, পশ্চিমবঙ্গ
২. দুর্গাপুর, পশ্চিমবঙ্গ
৩. চিত্তুর, অন্ধ্রপ্রদেশ
৪. কাডাপ্পা, অন্ধ্রপ্রদেশ
৫. নরসারোপেট, অন্ধ্রপ্রদেশ
৬. ওঙ্গোল অন্ধ্রপ্রদেশ
৭. রাজামহেন্দ্রভারম, অন্ধ্রপ্রদেশ
৮. শ্রীকাকুলাম, অন্ধ্রপ্রদেশ
৯. ভিজিয়ানগরম, অন্ধ্রপ্রদেশ
১০. নগাঁও, আসাম
১১. বিলাসপুর, ছত্তিশগড়
১২. কোরবা, ছত্তিশগড়
১৩. রাজনন্দগাঁও, ছত্তিশগড়
১৪. পানাজি, গোয়া
১৫. আম্বালা, হরিয়ানা
১৬. বাহাদুরগড়, হরিয়ানা
১৭. হিসার, হরিয়ানা
১৮. কার্নাল, হরিয়ানা
১৯. পানিপথ, হরিয়ানা
২০. রোহতক, হরিয়ানা
২১. সিরসা, হরিয়ানা
২২. সোনিপত, হরিয়ানা
২৩. ধানবাদ, ঝাড়খণ্ড
২৪. বাগালকোট, কর্ণাটক
২৫. চিক্কামগালুরু, কর্ণাটক
২৬. হাসান, কর্ণাটক
২৭. মান্ডা, কর্ণাটক
২৮. তুমাকুরু, কর্ণাটক
২৯. আলাপ্পুঝা, কেরালা
৩০. কোলহাপুর, মহারাষ্ট্র
৩১. নান্দেড-ওয়াঘালা, মহারাষ্ট্র
৩২. সাংলি, মহারাষ্ট্র
৩৩. বালাসোর, ওড়িশা
৩৪. বারিপাদা, ওড়িশা
৩৫. ভদ্রক, ওড়িশা
৩৬. ঝাড়সুগুদা, ওড়িশা
৩৭. পুরী, ওড়িশা
৩৮. সম্বলপুর, ওড়িশা
৩৯. পুদুচেরি, পুদুচেরি
৪০. অমৃতসর, পাঞ্জাব
৪১. বিকানের, রাজস্থান
৪২. কোটা, রাজস্থান
৪৩. ধর্মপুরী, তামিলনাড়ু
৪৪. ইরোড, তামিলনাড়ু
৪৫. থুঠুকুডি, তামিলনাড়ু
৪৬. নালগোন্ডা, তেলেঙ্গানা
৪৭. ঝাঁসি, উত্তরপ্রদেশ
৪৮. ​​আলিগড়, উত্তর প্রদেশ
৪৯. মোরাদাবাদ, উত্তরপ্রদেশ
৫০. সাহারানপুর, উত্তরপ্রদেশ

Jio True 5G ওয়েলকাম অফার

প্রসঙ্গত, যেসব রিলায়েন্স জিও গ্রাহকেরা জিও ট্রু ৫জি পরিষেবা প্রদানযোগ্য এলাকায় বসবাস করছেন এবং ৫জি-এনাবল স্মার্টফোন ব্যবহার করেন, তাদের জন্য '৫জি ওয়েলকাম' অফারের অংশ হিসাবে টেলিকম জায়ান্টটি - বিনামূল্যে ১Gbps+ গতিতে আনলিমিটেড ৫জি ডেটা অফার করবে বলে জানিয়েছে। যদিও প্যান ইন্ডিয়া ভিত্তিক ৫জি পরিষেবা বন্টনের কাজ সম্পন্ন হয়ে গেলে ৫জি রিচার্জ প্ল্যান কিনতে হবে।

Tags:    

Similar News