1 টাকায় দিনে এক্সট্রা 1 জিবি ডেটা, Jio গ্রাহকদের 448 নাকি 449 টাকার প্ল্যানে লাভ বেশি
গত জুলাই মাসে Reliance Jio তাদের রিচার্জ প্ল্যান ঢেলে সাজিয়েছে। এখন সংস্থার পোর্টফোলিওতে 448 টাকা এবং 449 টাকার দুটি প্রিপেড প্ল্যান উপস্থিত। তবে দামের পার্থক্য মাত্র 1 টাকা হলেও এদের সুবিধা ভিন্ন। তাই প্রয়োজনের ভিত্তিতে Jio গ্রাহকদের সঠিক রিচার্জ প্ল্যানটি বেছে নেওয়া উচিত। আসুন Jio-র 448 টাকার ও 449 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধাগুলি দেখে নেওয়া যাক।
Jio-র 448 টাকার প্ল্যান: ওটিটি প্রেমীদের জন্য আদর্শ
ভ্যালিডিটি: 28 দিন
ডেটা: 2 জিবি / দিন (মোট 56 জিবি)
কলিং: আনলিমিটেড ফ্রি কল
5G ডেটা: আনলিমিটেড 5G ইন্টারনেট ডেটা
ওটিটি সাবস্ক্রিপশন: সোনি লিভ, জি5, লায়ন্সগেট প্লে, ডিসকভারি+, সান এনএক্সটি সহ 12 টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।
জিওর এই রিচার্জ প্ল্যানটি সেইসব গ্রাহকদের জন্য উপযুক্ত যারা বিভিন্ন ওটিটি প্ল্যানের সাবস্ক্রিপশন চান। তবে এখানে দিনে 2 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে।
আরও পড়ুন : Oppo Find X8: ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি, বাজারে ঝড় তুলবে ওপ্পোর নতুন স্মার্টফোন
Jio-র 449 টাকার প্ল্যান: বেশি ডেটা, কম ওটিটি সাবস্ক্রিপশন
জিও 449 টাকার প্ল্যানে 448 টাকার প্ল্যানের তুলনায় বেশি দৈনিক ডেটা অফার করে। ফলে যারা বেশি ডেটা চান তারা এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন।
ভ্যালিডিটি: 28 দিন
ডেটা: 3 জিবি / দিন (মোট 84 জিবি)
কলিং: আনলিমিটেড ফ্রি কল
এসএমএস: প্রতিদিন 100টি ফ্রি এসএমএস
সাবস্ক্রিপশন: জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
আরও পড়ুন : ভারতের অফলাইন Apple স্টোরে চলে এল iPhone 16 সিরিজ, দাম সহ কীভাবে অর্ডার করবেন দেখে নিন
Jio-র টাকা 448 টাকার নাকি 449 টাকার প্ল্যান রিচার্জ করলে লাভ
জিও-র উভয় প্ল্যানই দুর্দান্ত সুবিধা দেয়, তবে 448 টাকার প্ল্যানটি সেইসব গ্রাহকদের জন্য সেরা যারা বেশি ওটিটি কনটেন্ট দেখতে চান। আবার 449 টাকার প্ল্যানে অধিক ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। তাই আপনার প্রয়োজন অনুসারে সঠিক প্ল্যানটি বেছে নিন।