লক্ষ লক্ষ মানুষের অপেক্ষার পর এই রাজ্যে মেগা এন্ট্রি Jio 5G-র, জেলায় জেলায় মিলবে পরিষেবা
গত অক্টোবরে দশমীর (পড়ুন দশেরার) দিন আনুষ্ঠানিকভাবে দেশে নিজের 5G পরিষেবা চালু করে Reliance Jio। সেই থেকে গতকাল পর্যন্ত এক এক করে ভারতের নির্বাচিত ১২টি শহরে Jio True 5G নেটওয়ার্ক উপভোগ করা যাচ্ছিল। তবে আজ ২৬শে নভেম্বর থেকে একটি গোটা রাজ্যেই এই নতুন নেটওয়ার্ক পরিষেবা উপলব্ধ হয়েছে। আসলে আজ Jio আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতিতে জানিয়েছে যে, সংস্থাটি জন্মস্থান গুজরাটের সমস্ত জেলা সদরে 5G পরিষেবা লাইভ করেছে। এই কারণে গুজরাটের ৩৩টি জেলা সদরে পাওয়া যাবে Jio True 5G পরিষেবা। সুতরাং, Jio-র এই নয়া পদক্ষেপের কারণে গুজরাট এখন দেশের প্রথম রাজ্য যার সমস্ত জেলা সদরে ১০০% Jio Ture 5G নেটওয়ার্ক উপলব্ধ।
গুজরাটে Jio True 5G-এর মেগা লঞ্চ, কী ভাবছে সংস্থা?
সমস্ত গুজরাটে ৫জি পরিষেবা উপলব্ধ করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে জিও জানিয়েছে তারা গুজরাটের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ইন্ডাস্ট্রি ৪.০ এবং আইওটি (IoT) সেক্টরে ট্রু ৫জি পরিষেবা প্রসারিত করবে। একইভাবে সংস্থার চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন যে, সংস্থাটি মানুষকে প্রযুক্তির আসল শক্তি এবং এটি কোটি কোটি মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলে তা দেখাতে চায়।
দশেরা উপলক্ষে Jio তাদের 5G পরিষেবা চালু করে
দুর্গাপুজো বা নবরাত্রির পর জিও মাত্র ৪টি শহরে তাদের হাইস্পিড ৫জি পরিষেবা চালু করে, কিন্তু ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও এটি বিস্তৃত হতে শুরু করে। কিছু দিনের মধ্যে, জিওর ৫জি পরিষেবা ১২টি শহরের মানুষ কাজে লাগাতে সক্ষম হন। এই প্রসঙ্গে বলে রাখি, সমগ্র গুজরাট ছাড়াও কোম্পানি বর্তমানে কলকাতা, দিল্লি-এনসিআর, মুম্বাই, পুনে, বারাণসী, বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দ্রাবাদের মত শহরগুলিতে স্ট্যান্ড অ্যালোন ৫জি নেটওয়ার্ক অফার করছে।
এই মুহূর্তে Jio ফ্রি-তে আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে
বর্তমান সময়ে জিও ট্রু ৫জি ব্যবহার করতে হলে গ্রাহকদের আলাদা করে রিচার্জ করার প্রয়োজন হবেনা। আগ্রহীরা 'জিও ওয়েলকাম অফার' (Jio Welcome Offer)-এর অধীনে আনলিমিটেড ৫জি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। তবে, এই অফার শুধুমাত্র নির্বাচিত গ্রাহকদের জন্য উপলব্ধ এবং এটি কাজে লাগাতে হলে মাইজিও (My Jio) অ্যাপে গিয়ে রেজিস্টার করতে হবে।