Airtel এর এই প্ল্যানের কাছে নাস্তানাবুদ Jio, কেবল 1 টাকা বেশি দিলে 28 জিবি অতিরিক্ত ডেটা

By :  techgup
Update: 2024-01-30 08:29 GMT

ভারতের অন্যতম দুই টেলিকম অপারেটর Reliance Jio এবং Airtel-এর সাথে সব সময়ই একটা রেষারেষি লেগে থাকে। আর যে কারণে দুটো সংস্থাই গ্রাহকদের প্রায় একই রকম দামের ও একই রকম সুবিধা সহ বিভিন্ন প্ল্যান অফার করে। যা দেখে অনেক ব্যবহারকারী নিজের জন্য সঠিক প্ল্যান বা সঠিক নেটওয়ার্ক বেছে নেওয়ার সময় সমস্যায় পড়েন। তবে চিন্তা করবেন না, এই প্রতিবেদনে আমরা Reliance Jio এবং Airtel-এর এমন দুটি প্ল্যান সম্পর্কে জানাবো যেগুলির দাম প্রায় সমান, যদিও এদের সুবিধা সম্পূর্ণ আলাদা। আর যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে, কোন সংস্থার প্ল্যানে সব থেকে বেশি বেনিফিট পাওয়া যাবে।

এই মুহূর্তে দুটি টেলকোর কাছেই ৪০০ টাকার নিচে একই রকমের প্ল্যান উপস্থিত। এয়ারটেল এবং জিওর এই প্ল্যান দুটির দাম হল যথাক্রমে ৩৯৯ টাকা এবং ৩৯৮ টাকা।

Airtel-এর ৩৯৯ টাকার প্ল্যান

এয়ারটেলের ৩৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আর এর সাথে প্রত্যেকদিন ৩ জিবি ডেটা এবং ১৫ টি অ্যাপের সুবিধা পাওয়া যায়। পাশাপাশি, এর সাথে মিলবে ৩ মাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে। এছাড়াও, এখানে আনলিমিটেড কল এবং প্রত্যেকদিন ১০০টি এসএমএসের সুবিধাও প্রদান করা হয়।

Jio-র ৩৯৮ টাকার প্ল্যান

রিলায়েন্স জিওর ৩৯৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন। আর এখানে প্রত্যেকদিন ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিং-এর সুবিধা দেওয়া হয়। এছাড়াও, এর সঙ্গে অতিরিক্ত সুবিধা হিসেবে ১৩ টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায় একদম বিনামূল্যে।

দুটি প্ল্যানের মধ্যে পার্থক্য

যদি উভয় প্ল্যানের মধ্যে তুলনামূলক আলোচনা করা হয় তাহলে, এদের মধ্যে সবথেকে বড় পার্থক্য হলো ডেটা। যেখানে জিও তাদের প্ল্যানের সাথে প্রত্যেকদিন ২ জিবি ডেটা অফার করে, সেখানে এয়ারটেল দেয় ৩ জিবি ডেটা। অর্থাৎ ২৮ দিনে এয়ারটেল গ্রাহকদের ৮৪ জিবি ডেটা অফার করে থাকে, আর জিও দেয় মাত্র ৫৬ জিবি ডেটা। এছাড়াও, মাত্র এক টাকা বেশি খরচ করে এয়ারটেলের প্ল্যানে জিওর থেকে ৩টি ওটিপি অ্যাপের অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।

Tags:    

Similar News