Jio-র দুর্দান্ত রিচার্জ প্ল্যান, Airtel এর অর্ধেক দামে আনলিমিটেড কল, ডেটা সহ নেটফ্লিক্স সাবস্ক্রিপশন

By :  techgup
Update: 2024-09-18 18:32 GMT

জিও ও এয়ারটেল হল টেলিকম বাজারের দুই বড় প্রতিদ্বন্দ্বী। দুই সংস্থার পোর্টফোলিওতেই দুর্দান্ত সুবিধা সহ একাধিক প্রিপেড প্ল্যান রয়েছে। পাশাপাশি Jio ও Airtel তাদের পোস্টপেড গ্রাহকদের জন্যেও বেশ কয়েকটি প্ল্যান অফার করে। এইসব প্ল্যানের সাথে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যায়।

তবে জিও-র পোস্টপেড নেটফ্লিক্স সাবস্ক্রিপশন প্ল্যানের দাম ৭৪৯ টাকা। আর এয়ারটেলের নেটফ্লিক্স পোস্টপেড প্ল্যানের দাম ১,৩৯৯ টাকা। অর্থাৎ জিও এয়ারটেলের থেকে প্রায় অর্ধেক দামে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অফার করে। আসুন এই দুই প্ল্যানের বেনিফিট জেনে নেওয়া যাক।

রিলায়েন্স জিও-র ৭৪৯ টাকার পোস্টপেড প্ল্যান

এটি জিও-র একটি ফ্যামিলি পোস্টপেড প্ল্যান। এখানে তিনটি সিম পাওয়া যায়। আর ইন্টারনেট ব্যবহারের জন্য এতে ১০০ জিবি ডেটা পাওয়া যাবে। আবার অ্যাড-অন ফ্যামিলি সিমের জন্য অতিরিক্ত ৫ জিবি ডেটা দেওয়া হয়। জিও-র এই প্যাকে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়।

অতিরিক্ত সুবিধা হিসেবে এখানে নেটফ্লিক্স (বেসিক), অ্যামাজন প্রাইম লাইট এবং জিও সিনেমার পাশাপাশি জিও টিভির বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যায়। এই প্ল্যানের সাথে দেওয়া অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশনের বৈধতা ২ বছর। মনে রাখবেন এখানে অ্যাড-অন সিমের জন্য প্রতি মাসে ১৫০ টাকা চার্জ দিতে হবে।

এয়ারটেলের ১৩৯৯ টাকার পোস্টপেড প্ল্যান

এটা এয়ারটেলের ইনফিনিটি ফ্যামিলি প্ল্যান। এখানে চারটি সিম পাওয়া যাবে। আর এই প্ল্যানে প্রাইমারি ইউজারকে ১৫০ জিবি ডেটা ও অ্যাড অন সিমের জন্য ৩০ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। আবার এয়ারটেলের এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাওয়া যাচ্ছে।

অতিরিক্ত সুবিধার কথা বললে, এখানে ৬ মাসের জন্য নেটফ্লিক্স বেসিক, অ্যামাজন প্রাইম এবং ডিজনি + হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হয়।

Tags:    

Similar News