Jio কে টেক্কা Airtel এর, ২০০ টাকার কমের এই প্ল্যানে পান অতিরিক্ত ১০ দিন ভ্যালিডিটি
সাধারণভাবে মনে করা হয়, Jio সবসময় Airtel এর থেকে বেশি সুবিধা দেয়। তবে ট্যারিফ বৃদ্ধির পর এয়ারটেলও এমন কিছু প্ল্যান অফার করছে যা অনেক দিক থেকে জিও-র চেয়ে ভালো। যেমন ১৯৯ টাকার প্ল্যান ধরা যাক, জিও এবং এয়ারটেল উভয়ই ১৯৯ টাকার প্ল্যান অফার করলেও যারা বেশি দিনের বৈধতা চান তারা এয়ারটেলের প্ল্যানটি পছন্দ করবেন। আসুন দুটি রিচার্জ প্ল্যানের মধ্যে পার্থক্যগুলি দেখে নেওয়া যাক।
জিও-র ১৯৯ টাকার প্ল্যান
রিলায়েন্স জিও-র ১৯৯ টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা ১৮ দিন। এখানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে মোট ২৭ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। সাথে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও রয়েছে। এছাড়াও জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের পরিষেবা বিনামূল্যে উপভোগ করা যাবে।
এয়ারটেল-র ১৯৯ টাকার প্রিপেড প্ল্যান
এদিকে এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যানে মোট ২ জিবি ডেটা দেওয়া হয়। এখানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও দেওয়া হচ্ছে। তবে এই প্ল্যানের বিশেষত্ব হল এখানে ২৮ দিনের বৈধতা পাওয়া যাবে। সাথে হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
এয়ারটেল বনাম জিও-র ১৯৯ টাকার প্ল্যানের মধ্যে কোনটি সেরা?
এই ক্ষেত্রে এয়ারটেল প্রিপেড প্ল্যানটি বেশি ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। যদিও জিও-র প্ল্যানে ১৮ দিনের বৈধতা পাওয়া যায়। তবে আপনি যদি বেশি ডেটা চান তবে জিও-র ১৯৯ টাকার প্ল্যানটি আপনার জন্য সেরা হবে।