ফের রিচার্জ প্ল্যানের দাম ১৫ শতাংশ বাড়াবে Jio, Airtel, Vi, গ্রাহকদের চিন্তা বাড়িয়ে দাবি জেপি মরগানের

Update: 2024-10-13 04:35 GMT

গত জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে Jio, Airtel, Vi এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি। প্রায় ১৫ শতাংশ পর্যন্ত প্ল্যানের দাম বাড়িয়েছে টেলিকম অপারেটরগুলি। ফলে গ্রাহকদের মোবাইল রিচার্জের খরচ অনেকটাই বেড়ে গেছে। এমত পরিস্থিতিতে জনপ্রিয় ফাইনান্সিয়াল সংস্থা জেপি মরগান (JP Morgan) দাবি করেছেন, ভারতীয় টেলিকম ইন্ড্রাস্ট্রি ফের ট্যারিফ বৃদ্ধির সম্মুখীন হবে।

তবে শীঘ্রই এই ঘটনা ঘটবে না। বরং টেলিকম সংস্থাগুলি ২০২৭ অর্থবর্ষে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম ফের ১৫ শতাংশ বাড়াবে বলে তারা দাবি করেছে। গ্রাহক প্রতি গড় আয় বৃদ্ধি করতে, উন্নত পরিষেবা দিতে, সর্বোপরি নিজেদের আয় বাড়াতে Jio, Airtel, Vi -রা এই পদক্ষেপ গ্রহণ করবে বলে জেপি মরগানের বিশেষজ্ঞরা জানিয়েছেন।

তারা একটি ব্লগে লিখেছে, "আমরা বিশ্বাস করি ভারতে এখনও কিছু বছর ট্যারিফ সংশোধনের কাজ চলবে। কারণ সংস্থাগুলি কোনোভাবেই খরচের তুলনায় আয় বাড়াতে পারছে না। উল্টে স্পেকট্রামের খরচ বাড়ছে। এই পরিস্থিতিতে ২০২৭ অর্থবর্ষে ফের ১৫ শতাংশ ট্যারিফ বৃদ্ধি করবে সংস্থাগুলি।"

যদিও এই নিয়ে এখনও মুখ খোলেনি কোনো সংস্থা। কারণ কয়েকমাস আগেই তারা প্ল্যানের দাম বাড়িয়েছে। আর ২০২৭ সালে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়ার অর্থ এখনও অনেকটা সময় বাকি। ব্লগে আরও বলা হয়েছে, ভারতে মোবাইল ট্যারিফ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ভারতে প্রতি জিবি ডেটার জন্য মাত্র ০.০৯ ডলার (প্রায় ৭.৫৭ টাকা) খরচ হয়, যা অনেকটাই কম।

Tags:    

Similar News