Ookla Mobile Internet: মোবাইল ইন্টারনেট স্পিড ইনডেক্সে দশধাপ এগোল ভারত, এক নম্বরে কে?

By :  techgup
Update: 2023-02-20 09:23 GMT

প্রকাশ্যে এল গতিপরীক্ষক সংস্থা ওকলা (Ookla)-র জানুয়ারি, ২০২৩-এর ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ (Speedtest Global Index) রিপোর্ট। বলে রাখি, প্রতি মাসেই উক্ত সংস্থার তরফ থেকে এই রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে গড় মোবাইল ইন্টারনেট স্পিড ও গড় ফিক্সড ব্রডব্যান্ড স্পিডের লভ্যতার ওপর ভিত্তি করে Ookla দেশগুলির একটি ক্রমতালিকা তৈরি করে। Ookla-র এই সূচি বা তালিকা থেকে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে উপলব্ধ মোবাইল ইন্টারনেট এবং ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবার গুণমান সম্বন্ধে যথাযথ ধারণা পাওয়া যায়। সেক্ষেত্রে জানুয়ারি মাসের রিপোর্টে এ সংক্রান্ত নতুন কী কী তথ্য উঠে এল, আসুন একনজরে দেখে নেওয়া যাক।

২৯.৮৫ এমবিপিএস মোবাইল স্পিড নিয়ে Ookla-র রিপোর্টে ৬৯ তম স্থানে উঠে এল ভারত

ওকলা গ্লোবাল ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, ভারত বিশ্বব্যাপী মোবাইল স্পিড চার্টে ১০ ধাপ এগিয়ে এখন ২৯.৮৫ এমবিপিএস গতি নিয়ে ৬৯ তম অবস্থানে রয়েছে। উল্লেখ্য, ওকলার রেকর্ড অনুযায়ী, এর আগের মাসে অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বরে ভারতে মোবাইল স্পিড ছিল ২৫.২৯ এমবিপিএস, যার দৌলতে সেই সময় ভারত ৭৯ তম স্থানে বিরাজমান ছিল। আবার, নভেম্বরে এই একই ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে ভারতের স্থান ছিল ১০৫ তম।

ফিক্সড ব্রডব্যান্ড স্পিডেও দেখা গিয়েছে উন্নতি

মিডিয়ান ফিক্সড ব্রডব্যান্ড স্পিড র‌্যাঙ্কিংয়েও জানুয়ারিতে ভারতের বিশেষ উন্নতি পরিলক্ষিত হয়েছে। জানিয়ে রাখি, এক্ষেত্রে ডিসেম্বরে ৮১ তম স্থান থেকে জানুয়ারিতে ৭৯ তম স্থানে উন্নীত হয়েছে ভারত। উপরন্তু, ফিক্সড ব্রডব্যান্ডের ডাউনলোড স্পিডে ভারতের পারফরম্যান্স ডিসেম্বরে ৪৯.১৪ এমবিপিএসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়ে ২০২৩ সালের জানুয়ারিতে ৫০.০২ এমবিপিএস হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি, যেহেতু ইতিমধ্যেই ভারতে ৫জি (5G) পরিষেবা রোলআউট হয়ে গিয়েছে, তাই আগামী দিনে ওকলার বৈশ্বিক সূচকে ভারতের র‌্যাঙ্কিং আরও বাড়বে বলে আশা করা যেতে পারে।

Ookla-র গ্লোবাল চার্টে কে এগিয়ে জেনে নিন

জানুয়ারির স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স অনুযায়ী, মিডিয়ান মোবাইল স্পিডের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে শীর্ষস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। উল্লেখ্য যে, এক্ষেত্রে পাপুয়া নিউ গিনি সবচেয়ে বেশি ২৪ ধাপ অগ্রগমন ঘটিয়েছে। আবার, সর্বাধিক ফিক্সড ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডের দিক থেকে ওকলার তালিকায় এক নম্বর স্থান দখল করেছে সিঙ্গাপুর। প্রসঙ্গত, উন্নত ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবা প্রদানের ফলে আলোচ্য ক্ষেত্রে সাইপ্রাস সবচেয়ে বেশি ২০ ধাপ ওপরে উঠে এসেছে।

Tags:    

Similar News