রকেট গতির 5G পরিষেবা আনল Jio, প্রতি সেকেন্ডে স্পিড ১ জিবি, দাবি গ্রাহকদের

By :  techgup
Update: 2022-10-08 09:20 GMT

একথা ইতিমধ্যেই প্রায় সকলেই জেনে গিয়েছেন যে, Reliance Jio গত ৬ অক্টোবর থেকে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসী - দেশের এই চারটি শহরে 5G পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে। Jio-র এই স্ট্যান্ডঅ্যালোন 5G প্রযুক্তির নাম 'ট্রু ৫জি' (True 5G)।উক্ত শহরগুলির বাসিন্দাদের জন্য দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরটি জিও ৫জি ওয়েলকাম অফার (Jio 5G Welcome Offer) নিয়ে এসেছে, যার অধীনে ব্যবহারকারীরা ১ জিবিপিএসের চাইতেও বেশি স্পিডে সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড 5G ডেটা পাবেন বলে সংস্থার তরফে জানা গিয়েছে (আনুষ্ঠানিকভাবে কোনো 5G প্ল্যান লঞ্চ না হওয়া পর্যন্ত)। ফলে কোম্পানির গ্রাহকদের জন্য এ যে এক দারুণ আনন্দ সংবাদ, সেকথা বলাই বাহুল্য। তবে সত্যিই কি পাওয়া যাচ্ছে এই ঝড়ের গতির নেট স্পিড? আসুন জেনে নিই।

Jio-র 5G ব্যবহার করে সত্যি সত্যিই ১ জিবিপিএসের চাইতেও বেশি ডাউনলোড স্পিড পেলেন দিল্লির বাসিন্দারা

প্রসঙ্গত বলে রাখি, বর্তমানে রিলায়েন্স জিও তাদের ৫জি পরিষেবার জন্য বিটা ট্রায়ালের কথা ঘোষণা করেছে, যার অর্থ হল সবাই এই মুহূর্তে কোম্পানির ৫জি নেটওয়ার্কে অ্যাক্সেস পেতে সক্ষম হবেন না। তবে যারা এই অফারের সুবিধা উপভোগ করতে পারবেন, তারা ১ জিবিপিএসের চাইতেও বেশি স্পিডে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে সক্ষম হবেন বলে দাবি করেছে সংস্থাটি। এখন প্রশ্ন হল, সম্পূর্ণ নিখরচায় এই ঝড়ের গতির সার্ভিস কি সত্যি সত্যিই পাওয়া যাচ্ছে? আজ্ঞে হ্যাঁ, ইউজারদেরকে জিও যে প্রতিশ্রুতি দিয়েছিল তা যে প্রকৃতপক্ষেই ১০০% খাঁটি সত্যি, সেকথা সম্প্রতি নিশ্চিতভাবে জানিয়েছেন দিল্লির বাসিন্দারা। কেননা হালফিলে ব্যবহারকারীরা নয়াদিল্লির লুটিয়েন্স জোন এবং চাণক্যপুরীতে ১ জিবিপিএসেরও বেশি ডাউনলোড স্পিড পেতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। তাই ইতিমধ্যেই ভারতে যে প্রকৃতপক্ষেই এক নতুন ডিজিটাল বিপ্লবের সূচনা হয়ে গিয়েছে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

https://twitter.com/ani_digital/status/1577999905309995008

হাতে একটি 5G স্মার্টফোন থাকলেই সম্পূর্ণ নিখরচায় ব্যবহার করা যাবে Jio-র দুরন্ত গতির 5G পরিষেবা

রিলায়েন্স জিও-র তরফে জানা গিয়েছে যে, প্রাথমিকভাবে দেশের চারটি শহরে কোম্পানির ৫জি পরিষেবা উপলব্ধ হলেও খুব শীঘ্রই সারা দেশের মানুষ যাতে এই সার্ভিস ব্যবহার করতে পারেন, তার জন্য সংস্থাটি বর্তমানে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, উক্ত চারটি শহরে বসবাসকারী যে সমস্ত জিও ব্যবহারকারীদের কাছে ৫জি হ্যান্ডসেট রয়েছে, তারা জিও ৫জি ওয়েলকাম অফারে স্বয়ংক্রিয়ভাবেই আপগ্রেড হয়ে যাবেন। সেক্ষেত্রে এই অফার ব্যবহার করার জন্য গ্রাহকদেরকে আর আলাদা করে কোনো পদ্ধতি অনুসরণ করতে হবে না, হাতের মুঠোয় একটি ৫জি স্মার্টফোন থাকলেই চলবে। আর সমস্ত ৫জি ফোনেই যাতে জিও ট্রু ৫জি সার্ভিস ব্যবহার করা যায়, তার জন্য দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরটি ইতিমধ্যেই হ্যান্ডসেট প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে।

https://twitter.com/reliancejio/status/1577344976564154370

Jio-র 5G সার্ভিস ব্যবহার করতে চাইলে নিতে হবে না নতুন সিম

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, জিও-র ৫জি পরিষেবা ব্যবহার করার জন্য ইউজারদের কোনো নতুন সিম নেওয়ার দরকার নেই। হাতের মুঠোয় একটি ৫জি স্মার্টফোন থাকলেই নিজেদের বিদ্যমান রিচার্জ প্ল্যান মারফত একদম নির্ঝঞ্ঝাটে ব্যবহারকারীরা কোম্পানির 'রকেটের' গতির নেট সার্ভিস ব্যবহারের মজা উপভোগ করতে পারবেন। এবং জিও-র তরফে এও জানানো হয়েছে যে, আনুষ্ঠানিকভাবে সংস্থার কোনো ৫জি প্ল্যান লঞ্চ না হওয়া পর্যন্ত এলিজিবল ইউজাররা সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড জিও ৫জি নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম হবেন।

https://twitter.com/yabhishekhd/status/1577274500512874499

এই আটটি শহরে পাওয়া যাচ্ছে Airtel-এর 5G পরিষেবা

অন্যদিকে, Airtel-ও গত ১ অক্টোবর থেকে ভারতে তাদের 5G মোবাইল নেটওয়ার্ক রোলআউট করা শুরু করেছে। আর গত ৬ অক্টোবর কোম্পানিটির তরফে জানা গিয়েছে যে, দিল্লি, হায়দ্রাবাদ, শিলিগুড়ি, নাগপুর, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এবং বারাণসী - এই আটটি শহরের বাসিন্দারা এবার থেকে এয়ারটেল ৫জি প্লাস (Airtel 5G Plus) পরিষেবার সুবিধা পেতে সক্ষম হবেন। তদুপরি, যে সকল স্মার্টফোনে ক্রেতারা দুরন্ত গতিতে 5G সার্ভিস ব্যবহারের মজা উপভোগ করতে সক্ষম হবেন, তার একটি তালিকাও সংস্থার তরফে প্রকাশ করা হয়েছে, যাতে Oppo, OnePlus, Realme, Vivo এবং Xiaomi সহ আরও একাধিক নামজাদা কোম্পানির স্মার্টফোন মজুত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল Xiaomi Mi 10i, Xiaomi Mi 10T, Xiaomi Mi 10T Pro, Oppo F21 Pro, Realme 8, এবং OnePlus Nord CE।

Tags:    

Similar News