Jio-র সবচেয়ে সস্তা ৩৩৬ দিনের প্ল্যান, এই রিচার্জে নিশ্চিন্তে সারাবছর কল ও ডেটার সুবিধা
সম্প্রতি রিলায়েন্স জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন অনেক জিও ব্যবহারকারী। তবে, আজ এই প্রতিবেদনে প্রায় ১ বছরের ভ্যালিডিটি বিশিষ্ট এমন একটি প্ল্যান সম্পর্কে আলোচনা করা হবে, যার দাম থাকবে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও, এর সাথে পেয়ে যাবেন আনলিমিটেড কলিং এবং প্রচুর ডেটা। পাশাপাশি, অতিরিক্ত সুবিধা হিসেবে পাওয়া যাবে জিও সিনেমার অ্যাক্সেস। তাই, এখন আর সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক জিওর এই সস্তার বার্ষিক প্ল্যান সম্পর্কে।
রিলায়েন্স জিও-র সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান
প্রকৃতপক্ষে আমরা যে প্ল্যান সম্পর্কে কথা বলছি, সেটি হল জিওর ১,৮৯৯ টাকার ভ্যালু প্ল্যান। যেটি এই মুহূর্তে সংস্থার ওয়েবসাইটের প্রাইস সেকশনে তালিকাভুক্ত করা রয়েছে। আর এই প্ল্যানের সাথে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ৩৩৬ দিনের ভ্যালিডিটি এবং মোট ২৪ জিবি ডেটা। এছাড়াও, এই প্ল্যান আপনাকে সারা দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং উপভোগ করার সুযোগও দেবে। পাশাপাশি, এর সাথে মোট ৩,৬০০ টি এসএমএস পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
তবে, এই প্ল্যানের সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এর সাথে আপনি জিও টিভি এবং জিও সিনেমার মতো জিও অ্যাপের অ্যাক্সেসও পেয়ে যাবেন কোনো অতিরিক্ত মূল্য ছাড়া। তবে মনে রাখবেন যে, এই প্ল্যান জিও সিনেমার সাবস্ক্রিপশন অফার করে না। আর, এই প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যাদের বেশি পরিমাণে ডেটার প্রয়োজন নেই এবং যারা কেবল কল করার জন্য রিচার্জ করতে চান।
জিও ফোনের অল-ইন-ওয়ান প্ল্যান
সংস্থাটি জিও ফোন ব্যবহারকারীদের জন্য ৩৩৬ টাকার অসাধারণ প্ল্যান অফার করছে, যার দাম ৮৯৫ টাকা। আর এই প্ল্যানেও মোট ২৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং বিনামূল্যে মোট ৫০ টি এসএমএস অফার করা হয়। এছাড়াও, সংস্থাটি এই প্ল্যানের ব্যবহারকারীদের ২৮ দিনের জন্য অতিরিক্ত ২ জিবি হাই স্পিড ডেটা উপভোগ করার সুযোগ দেয়।
আবার অতিরিক্ত সুবিধা হিসেবে সংস্থাটি এই প্ল্যানের ব্যবহারকারীদের কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই জিও টিভি এবং জিও সিনেমায় অ্যাক্সেস করার সুযোগ প্রদান করে থাকে।