পার্থক্য মাত্র 1 টাকার, Jio-র এই দুই প্ল্যান রিচার্জ করার আগে বেনিফিট দেখে নিন, ঠকবেন না

Update: 2024-09-09 02:48 GMT

আপনি কি Reliance Jio গ্রাহক? তাহলে জানেন কি যে সংস্থার এমন দুটি প্ল্যান রয়েছে যাদের দামের পার্থক্য মাত্র 1 টাকা। আমরা কথা বলছি জিওর 1028 টাকা এবং 1029 টাকার প্রিপেড প্ল্যানের কথা। এদের মধ্যে দামের পার্থক্য 1 টাকা হলেও সুবিধা কিছুটা ভিন্ন। আসুন Jio-র 1028 টাকার ও 1029 টাকার প্ল্যানের বেনিফিটগুলি দেখে নেওয়া যাক।

Jio-র 1028 টাকার প্রিপেড প্ল্যান

রিলায়েন্স জিওর 1028 টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা 84 দিন। এখানে প্রতিদিন 2 জিবি ডেটা হিসেবে মোট 168 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হয়। আর জিওর এই প্রিপেড প্যাকে প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং 100টি এসএমএস পাওয়া যায়। শুধু তাই নয়, জিও ব্যবহারকারীরা এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন।

এছাড়া এখানে অতিরিক্ত সুবিধাও দেওয়া হয়। গ্রাহকরা এখানে জিওটিভি, জিও সিনেমা সহ সংস্থার বিভিন্ন অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আবার এই প্ল্যানের সাথে সুইগি ওয়ান লাইটের সাবস্ক্রিপশন ৩ মাসের জন্য পাওয়া যাচ্ছে, যা আলাদা ভাবে কিনতে খরচ হয় 600 টাকা।

আরও পড়ুন: Phone Tips: ফোন চালালেও চোখ খারাপ হবে না, আজই অন করুন এই ফিচার

Jio-র 1029 টাকার এন্টারটেইনমেন্ট প্ল্যান

1029 টাকার প্রিপেড প্ল্যানে জিও 2 জিবি দৈনিক ডেটা হিসেবে মোট 168 জিবি ডেটা অফার করে। এখানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি এসএমএস দেওয়া হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। আর এখানে গ্রাহকরা 84 দিনের জন্য প্রাইম ভিডিও মোবাইল সাবস্ক্রিপশন পান। অর্থাৎ আপনি অ্যামাজন প্রাইম ভিডিও-র কনটেন্ট বিনামূল্যে দেখতে পারবেন।

Tags:    

Similar News