জিও ও এয়ারটেলকে টেক্কা দিয়ে ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা আনছে Starlink, শীঘ্রই পাচ্ছে লাইসেন্স
আমেরিকান স্পেসক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং সংস্থা SpaceX প্রায় দু'বছর ধরে তাদের 'স্টারলিঙ্ক ইন্টারনেট সার্ভিস' (Starlink Internet Services) নেটওয়ার্ক পরিষেবা ভারতে নিয়ে আসার চেষ্টা করছে। যদিও এতদিন সরকারী অনুমোদন পেতে ব্যর্থ হওয়ায় পরিষেবাটি এদেশে এখনো চালু হয়নি। তবে এখন জানা গেছে, Starlink শীঘ্রই ভারতে স্যাটেলাইট কমিউনিকেশন লাইসেন্স পেতে চলেছে৷
জানিয়ে রাখি, Starlink হল বিশ্বের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা। এখনো অবধি Starlink মহাকাশে ৪,৬০০টিরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যা বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সরাসরি ইন্টারনেট কানেক্টিভিটি দেয়। পরিষেবাটি এই মুহূর্তে - উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার নিকটবর্তী কিছু অঞ্চল সহ ৬০টিরও বেশি দেশে চালু হয়েছে। এবার পালা ভারতের।
ভারতে স্যাটেলাইট স্পেকট্রাম লাইসেন্স পাচ্ছে Starlink
একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, স্পেস-এক্স অধীনস্ত স্টারলিংক ভারতে তাদের স্যাটেলাইট-ভিত্তিক পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। পাশাপাশি স্যাটেলাইট পরিষেবা সংক্রান্ত কর্মবিধি পরিচালনা করার জন্য ভারত সরকার কর্তৃক নির্ধারিত মানদণ্ডগুলিও পালন করেছে। ফলে খুব শীঘ্রই সংস্থাটি স্যাটেলাইট স্পেকট্রাম লাইসেন্স হাতে পেয়ে যেতে পারে। তবে তার আগে স্টারলিংক -কে একটি সিকিউরিটি টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। এই পরীক্ষায় পাস করলে তবেই এদেশের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 'গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট' (GMPCS) লাইসেন্স পাবে সংস্থাটি। যারপর স্টারলিংক ভারতে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা অফার করতে পারবে।
প্রসঙ্গত, GMPCS লাইসেন্সপ্রাপ্ত হওয়ার পর স্টারলিংক, ইন্টারনেট পরিষেবা অফারের পাশাপাশি ভয়েস এবং মেসেজিং পরিষেবাও প্রদানে সক্ষম হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, স্টারলিংক বর্তমানে একাধিক দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাইরেক্ট-টু-সেল পরিষেবা অফার করছে।
ভারতে এইসকল সংস্থা প্রতিদ্বন্দ্বী হবে Starlink এর
ভারতে স্টারলিংকের আগমনের খবরে দেশবাসী স্বাভাবিকভাবেই খুশি হবেন। কিন্তু - অ্যামাজন (Amazon), রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল ওয়ানওয়েব (Airtel OneWeb) -এর মতো সংস্থাগুলি নিজেদের জায়গা ধরে রাখাতে ইলন মাস্কের সংস্থাটিকে পদে-পদে চ্যালেঞ্জের মুখে ফেলবে।
জানিয়ে রাখি, এয়ারটেল ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিও ইতিমধ্যেই ভারতের 'ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস' (DoT) বিভাগের তরফ থেকে GMPCS লাইসেন্স পেয়ে গিয়েছে। এই মুহূর্তে উভয় সংস্থাই তাদের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পরীক্ষা-নিরীক্ষা করছে। অ্যামাজন -ও GMPCS লাইসেন্সের জন্য আবেদন করেছে, যা বর্তমানে বিচার-বিবেচনার অধীনে আছে।