T20 WC Live: Airtel গ্রাহকরা বিনামূল্যে মোবাইল বা ল্যাপটপে দেখতে পারবেন ক্রিকেট বিশ্বকাপ, দেখুন প্ল্যান
শুরু হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 Cricket World Cup)। মোবাইল ফোনে বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করছে ডিজনি প্লাস হটস্টার (Disney Plus Hotstar)। এরজন্য দরকার মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন। তবে আপনি যদি Airtel গ্রাহক হন তাহলে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য অতিরিক্ত টাকা ব্যয় করতে হবে না। আসলে মঙ্গলবার সংস্থাটি একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, তারা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করার জন্য প্রিপেড, পোস্টপেড, ইন্টারন্যাশনাল রোমিং, হোম ব্রডব্যান্ড এবং Airtel ডিজিটাল টিভির গ্রাহকদের জন্য বেশ কয়েকটি প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানগুলি রিচার্জ করলে গ্রাহকরা নির্বিঘ্নে ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারবেন। আসুন Airtel-এর ক্রিকেট প্ল্যান সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Airtel-এর কোন কোন প্রিপেড প্ল্যানে থাকছে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য Airtel-এর প্রিপেড প্ল্যানের দাম শুরু হচ্ছে ৪৯৯ টাকা থেকে। যার সাথে প্রতিদিন ৩ জিবি ডেটা এবং ২৮ দিনের ভ্যালিডিটিও প্রদান করা হয়। এছাড়াও, টেলকোটির কাছে আছে ৮৬৯ টাকার প্ল্যান, যেটি প্রত্যেকদিন ২ জিবি ডেটা এবং ৮৪ দিনের ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যান দুটি ছাড়াও সংস্থাটির কাছে ৩,৩৫৯ টাকার একটি বার্ষিক প্ল্যানও উপস্থিত, যেটি ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ প্রত্যেক দিন ২.৫ ডেটা উপভোগ করার সুযোগ দেয়।
এছাড়া, অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানগুলির সাথে বিনামূল্যে Airtel Extreme-এর মাধ্যমে ২০টির বেশি ওটিটি কনটেন্ট ট্রিমিং করার সুযোগ, ২৪×৭ অ্যাপেলো সার্কেলের অ্যাক্সেস এবং ফাসট্যাগ-এর সুবিধা প্রদান করা হয়। তবে মনে রাখতে হবে, প্রথম দুটি প্রিপ্যাড প্ল্যানের সাথে ৩ মাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন বিনামূল্যে অফার করা হলেও, ৩,৫৬৯ টাকার বার্ষিক প্ল্যানের সাথে ১ বছরের জন্য এই সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
Airtel-এর কোন কোন পোস্টপেড প্ল্যানে থাকছে এই বিশেষ সুবিধা
Airtel-এর পোস্টপেড প্ল্যানগুলি ১ বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার-এর সাবস্ক্রিপশন অফার করে। পাশাপাশি, এর সাথে Airtel Extreme অ্যাপে ২০টির বেশি ওটিটি প্ল্যাটফর্ম, আনলিমিটেড 5G ডেটা এবং ফ্যামিলি অ্যাড অন সুবিধা পাওয়া যায়।
Airtel-এর কাছে ৩৯৯ থেকে ১,৪৯৯ টাকা মূল্যের পোস্টপেড প্ল্যান উপস্থিত। তবে ৪৯৯ টাকা এবং তার বেশি দামের পোস্টপেড প্ল্যানগুলির সাথেই ডিজনি প্লাস হটস্টার-এর সাবস্ক্রিপশন উপলব্ধ।
Airtel হোম ব্রডব্যান্ড প্ল্যানে প্রাপ্ত সুবিধা
Airtel এর কাছে ৯৯৯ টাকার, ১,৪৯৮ টাকার এবং ৩,৯৯৯ টাকার হোম ব্রডব্যান্ড প্ল্যান আছে, যার সাথে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন মিলবে।
Airtel-এর আন্তর্জাতিক রোমিং প্যাকের সাথেও পাওয়া যাবে এই বিশেষ সুবিধা
বর্তমানে Airtel মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ভ্রমণকারী ব্যবহারকারীদেরও লাইভ ম্যাচ দেখার সুযোগ করে দিচ্ছে। আর এর জন্য Airtel ইন-ফ্লাইট কানেকশন সহ আন্তর্জাতিক রোমিং প্যাক এনেছে। এখানে গ্রাহকরা প্রতিদিন ১৩৩ টাকার কমে আন্তর্জাতিক রোমিং পরিষেবা ব্যবহার করার এবং টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলি লাইভ দেখার সুযোগ পাবে।