সেরা রিচার্জ প্ল্যান: 500 টাকার কমে আঙুলের ডগায় থাকবে Unlimited ডেটা ও কলের সুবিধা!
এখনকার সময়ে স্মার্টফোন এবং ইন্টারনেট প্রতিমুহূর্তে এত বেশি ব্যবহার হয় যে, অনেক ক্ষেত্রেই কাজ বা বিনোদন পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই মোবাইল ডেটা কোটা শেষ হয়ে যায়। এক্ষেত্রে অনেকেই প্রয়োজন মেটাতে ডেটার জন্য আলাদাভাবে রিচার্জ করেন কিংবা ইন্টারনেট সংযোগের অন্য ব্যবস্থা করেন। তবে আপনিও যদি রোজদিন এমন ডেটা টেনশনে ভোগেন এবং বেশি ডেটা সুবিধাযুক্ত প্ল্যান রিচার্জ করে ঝামেলা এড়াতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে একটি সেরা প্রিপেইড প্ল্যানের সন্ধান। এই প্রতিবেদনে আমরা যে রিচার্জ প্ল্যানের কথা বলছি, তাতে আপনি প্রতিদিন ৪ জিবি করে ডেটা পাবেন। সাথে থাকবে ব্যাকআপ ডেটা ব্যবহারের বিকল্প এবং OTT কন্টেন্টের অ্যাক্সেসও। তবে মনে রাখবেন এই রিচার্জ প্ল্যানের ফায়দা তুলতে আপনাকে অবশ্যই Vodafone Idea তথা Vi-এর গ্রাহক হতে হবে।
Vodafone Idea-র ৪৭৫ টাকার প্রিপেইড প্ল্যানে পাবেন দেদার ডেটা
আজ আমরা ভোডাফোন আইডিয়া কোম্পানির যে প্ল্যানটি সম্পর্কে বলছি তার দাম ৪৭৫ টাকা। এটি ২৮ দিনের বৈধতার সাথে আসে, আর এতে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি করে এসএমএস পাওয়া যায়। শুধু তাই নয়, এই প্ল্যানে আপনি প্রতিদিন ৪ জিবি করে (যেমনটা শুরুতেই বলেছি) মোট ১১২ ডেটা পাবেন। এতেও যদি ডেটা সমস্যা না মেটে, তাহলেও চিন্তার প্রয়োজন নেই। কারণ ৪৭৫ টাকার ভোডাফোন প্ল্যানটি অনেক অতিরিক্ত ডেটা সুবিধাও অফার করে।
এক্ষেত্রে বিঞ্জ অল নাইট (Binge all night) অপশনের মাধ্যমে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা উপভোগ করা যাবে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই। আবার উইকেন্ড ডেটা রোলওভার (Weekend data rollover) বেনিফিটের দরুন সোম থেকে শুক্রবার পর্যন্ত সময়ে অব্যবহৃত ডেটা শনি-রবিবার মানে সপ্তাহান্তে ক্যারি ফরওয়ার্ড করা বা ব্যবহারের সুবিধা পাবেন।
এছাড়াও ডেটা ডিলাইট (Data delight)-এর মাধ্যমে ভোডাফোন প্রতিমাসে বিনামূল্যে ২ জিবি ব্যাকআপ ডেটা দেবে। এক্ষেত্রে সংস্থার অফিসিয়াল অ্যাপে গিয়ে বা ১২১২৪৯ নম্বর ডায়াল করে এই সুবিধা পাওয়া যেতে পারে। উল্লেখ্য, এই প্ল্যান রিচার্জে আরও ৫ জিবি ফ্রি ডেটা এবং ওটিটি কন্টেন্ট অ্যাক্সেসের জন্য Vi Movies & TV প্ল্যাটফর্মটির ফ্রি সাবস্ক্রিপশন হাতের মুঠোয় আসবে।