এসে গেল Vi One, এক রিচার্জে সারামাস মিলবে মোবাইল, ব্রডব্যান্ড ও OTT-র মজা, তাও ৮৩৩ টাকায়
মাসের শুরুতে রিচার্জ খরচ বাড়ানোর পর, এবার শেষদিকে পৌঁছে নতুন পরিষেবা আনল ভোডাফোন, কী সুবিধা পাবেন জেনে নিন।
Vi One Service Launched: রিচার্জ খরচ বাড়ানোর বিতর্ক কাটিয়ে, এবার গ্রাহকদের মন জয় করার উদ্দেশ্যে বিশেষ পরিষেবা নিয়ে হাজির হল ভোডাফোন আইডিয়া ওরফে ভিআই। সম্প্রতি দেশের তৃতীয় বৃহত্তম সংস্থাটি 'ভিআই ওয়ান' নামক পরিষেবা চালু করেছে, যাতে একক প্ল্যানের মধ্যেই মোবাইল, ব্রডব্যান্ড এবং স্ট্রিমিং পরিষেবাদির সুবিধা একসাথে উপভোগ করা যাবে। হ্যাঁ, ঠিকই পড়েছেন – আপাতত ভোডাফোন, কেরালার গ্রাহকদের জন্য এই পরিষেবা চালু করেছে, যেখানে ব্রডব্যান্ডের অ্যাক্সেস দিতে তারা এশিয়ানেটের সাথে হাত মিলিয়েছে। আসুন, এখন ভিআই ওয়ান পরিষেবার খরচ এবং সুবিধা সম্পর্কে জেনে নিই…
ভিআই ওয়ানে মিলবে দুটি প্ল্যান, দাম কত?
ভিআই ওয়ান পরিষেবার আওতায় ভোডাফোন কোম্পানি দুটি প্ল্যান লঞ্চ করেছে। এর মধ্যে ৪০ এমবিপিএস ব্রডব্যান্ড স্পিড বিশিষ্ট প্ল্যানের দাম ত্রৈমাসিক ভিত্তিতে ২,৪৯৯ টাকা (মাসপিছু ৮৩৩ টাকা) এবং একই সুবিধার বার্ষিক প্ল্যান ৯,৫৫৫ টাকায় মিলবে। কেউ যদি এক্ষেত্রে আরও দ্রুত ইন্টারনেট স্পিড চান, তবে তাঁকে ত্রৈমাসিক ৩,৩৯৯ টাকা এবং বার্ষিক ১২,৯৫৫ টাকা খরচ করতে হবে।
ভিআই ওয়ান প্ল্যানে কী সুবিধা পাবেন?
ভিআই ওয়ান পরিষেবায় সম্পূর্ণ বৈধতা জুড়ে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে – এক্ষেত্রে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেটসহ প্রতিদিন ২ জিবি করে মোবাইল ডেটা, মাসে ২ জিবি অতিরিক্ত ডেটা এবং ২০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভার পাবেন। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারের জন্য এই প্ল্যানটি আদর্শ।
অন্যান্য সুবিধার কথা বললে নতুন ভিআই প্ল্যানগুলি আনলিমিটেড কল এবং ১০০টি করে এসএমএস ব্যবহারের সুবিধা দেবে। পাশাপাশি এগুলিতে মিলবে ডিজনি+হটস্টার, মনোরমা ম্যাক্স, সোনিলিভ, কেএলআইকে, ফ্যানকোড, নাম্মাফ্লিক্স, চৌপাল, আতরঙ্গি, উল্লু, প্লেফ্লিক্স, হাঙ্গামা, শেমারু, ইয়ুপটিভির মতো প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ভিআই ওয়ান প্ল্যান ব্যবহার করতে নতুন বা পুরোনো ভোডাফোন গ্রাহকদের মাই-ভিআই অ্যাপ বা ভিআই স্টোরে গিয়ে পছন্দসই ব্রডব্যান্ড প্ল্যান বেছে নিয়ে পরিষেবায় সাবস্ক্রাইব করতে হবে। এক্ষেত্রে আপাতত কেরালাতেই এই সুবিধা মিলবে, পরবর্তীতে পরিষেবা প্রসারিত করতে পারে সংস্থা।