Vodafone Idea গ্রাহকদের জন্য জোর ধাক্কা, হিরো আনলিমিটেড সুবিধা পেতে ব্যয় করতে হবে অতিরিক্ত ৫০ টাকা

রিচার্জ করুন ৩৪৯ টাকা দিয়ে, আর উপভোগ করুন উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা ডিলাইটস এবং বিঞ্জ অল নাইটের মতো VI Hero আনলিমিটেড সুবিধা।

By :  ANKITA
Update: 2024-07-31 14:35 GMT

সম্প্রতি রিচার্জ প্ল্যানের শুল্ক বাড়িয়েছে ভোডাফোন আইডিয়া। আর শুল্ক বৃদ্ধির পর সংস্থাটি তাদের ২৯৯ টাকার প্ল্যান থেকে হিরো আনলিমিটেড সুবিধাগুলি সরিয়ে দিয়েছে। যদিও, শুল্কবৃদ্ধির পরও কয়েক দিনের জন্য গ্রাহকেরা ২৯৯ টাকার প্ল্যানের সাথে এই সুবিধা পেয়েছিলেন। তবে, এবার হিরো আনলিমিটেড সুবিধা উপভোগ করতে গেলে গ্রাহকদের খরচ করতে হবে কমপক্ষে ৩৪৯ টাকা। আসুন ভোডাফোন আইডিয়ার হিরো আনলিমিটেড সুবিধা গুলি কি সেগুলি জেনে নেওয়া যাক।

ভোডাফোন আইডিয়ার হিরো আনলিমিটেড সুবিধা

ভোডাফোন আইডিয়ার হিরো আনলিমিটেড সুবিধার মধ্যে রয়েছে উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা ডিলাইটস এবং বিঞ্জ অল নাইট। উইকেন্ড ডেটা রোলওভার হল এমন একটি অফার যার অধীনে গ্রাহকেরা সপ্তাহান্তে সমস্ত অবশিষ্ট ডেটা ব্যবহার করতে পারে৷ আর ডেটা ডিলাইটের সাথে গ্রাহকেরা প্রতি মাসে ২ জিবি অতিরিক্ত ডেটা পেয়ে থাকেন। এছাড়া, বিঞ্জ অল নাইট অফারের অধীনে গ্রাহকেরা প্রতি রাতে ১২টা থেকে ৬ টা পর্যন্ত আনলিমিটেড ৪জি ডেটা উপভোগ করার সুযোগ পান। উল্লেখ্য, এই সময় আপনি যে ডেটা ব্যবহার করবেন সেটি আপনার দিনের বেলার ডেটাকে প্রভাবিত করবে না।

প্রসঙ্গত, আগেই বলা হয়েছে শুল্কবৃদ্ধির পূর্বে হিরো আনলিমিটেড সুবিধাগুলি ভোডাফোন আইডিয়ার ২৯৯ টাকা থেকে শুরু হওয়া প্রিপেড প্ল্যানে অন্তর্ভুক্ত করা হত। তবে, এখন এই সুবিধা পেতে কমপক্ষে ৩৪৯ টাকা রিচার্জ করতে হবে। অর্থাৎ ভোডাফোন আইডিয়ার হিরো আনলিমিটেড সুবিধা উপভোগ করতে গেলে গ্রাহকদের এখন অতিরিক্ত ৫০ টাকা খরচ করতে হবে।

সেই সঙ্গেই জানিয়ে রাখি, ২৯৯ টাকার প্ল্যানের সাথে ১ জিবি ডেটা অফার করা হয়ে থাকে। যেখানে ৩৪৯ টাকার প্ল্যানের সাথে পাওয়া যায় ১.৫ জিবি ডেটা। আর দুটি প্ল্যানই ২৮ দিনের বৈধতা অফার করে।

Tags:    

Similar News