বকেয়া না মেটালে বন্ধ হবে Vi -এর টাওয়ার, লক্ষ লক্ষ গ্রাহকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা সংস্থার
Vodafone Idea (Vi) আজ ইন্দাস টাওয়ার (Indus Tower) এর সাথে আলোচনা নিয়ে মুখ খুললো। পাশাপাশি গ্রাহকরাও নিরবিচ্ছিন্ন পরিষেবা পাবে বলে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, ET Telecom এর তরফে কয়েকদিন আগে দাবি করা হয়েছিল যে, ইন্দাস টাওয়ার কে বকেয়া না মেটালে টাওয়ার পরিষেবা বন্ধ করে দেওয়ায় হুমকি দেওয়া হয়েছে। এরফলে বিপদে পড়তে পারে Vodafone Idea -র লক্ষ লক্ষ গ্রাহক।
তবে আজ ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিটি জানিয়েছে যে, তারা ইন্দাস টাওয়ারের সাথে কথা বলছে। বকেয়া মেটানোর জন্য আরও কিছুটা সময় চাওয়া হয়েছে। যদিও চুড়ান্ত সিদ্ধান্তে এখনও কোনো পক্ষই আসতে পারেনি। তবে এই বিষয়ে গ্রাহকদের চিন্তা করার দরকার নেই বলে আশ্বস্ত করেছে ভোডাফোন আইডিয়া।
প্রসঙ্গত, ইটি টেলিকম -র রিপোর্টে বলা হয়েছিল যে, ইন্দাস টাওয়ার ভোডাফোন আইডিয়াকে কড়া ভাষায় একটি চিঠি লিখেছে। যেখানে তারা বলেছে, ভোডাফোন আইডিয়া যদি বকেয়া পরিশোধ না করে তাহলে তারা আর টেলকো কে টাওয়ারের পরিষেবা দেবে না। তারা ভোডাফোন আইডিয়ার কে বকেয়া পরিশোধের জন্য ২০২২ সালের নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে।
জানিয়ে রাখি, ইন্দাস টাওয়ার Vodafone Idea-র কাছে ৬,৮০০ কোটি টাকা পায়। এছাড়া টেলকোটিকে এরিকসন কে ৪০০ কোটি, আমেরিকান টাওয়ার কোম্পানি কে ২,১০০ কোটি টাকা ও নোকিয়া কে ৩,০০০ টাকা বকেয়া মেটাতে হবে।