Jio, Airtel-কে টেক্কা দিতে দু-দুটি নতুন প্ল্যান চালু করল Vi: সস্তায় অফুরান কল, ডেটা উপভোগের সুযোগ

Update: 2023-03-15 06:12 GMT

দেশের অন্যান্য দুই প্রধান টেলিকম সংস্থা মানে Reliance Jio এবং Bharti Airtel, 5G পরিষেবা চালু করে এতদিনে তা অনেক জায়গায় ছড়িয়ে দিলেও Vodafone-Idea বা Vi এখনও এই বিষয়ে মুখ খোলেনি। ফলত ঠিক কবে সংস্থার গ্রাহকদের নতুন নেটওয়ার্ক সংক্রান্ত অপেক্ষা শেষ হবে, তা এখনও স্পষ্ট নয়! কিন্তু সে যাইহোক, এই সমস্ত কিছুর মাঝে এবার দু-দুটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করে চর্চা বাড়ালো Vodafone-Idea। 'ট্রুলি আনলিমিটেড' (Truly Unlimited) ক্যাটাগরির অধীনে লঞ্চ হওয়া এই নতুন প্ল্যান জোড়ার দাম রাখা হয়েছে ২৮৯ টাকা এবং ৪২৯ টাকা, আর আগ্রহীরা এগুলি Vi Store এবং সংস্থা অনুমোদিত রিটেল আউটলেটগুলি থেকে কিনতে পারবেন। কিন্তু কী সুবিধা এগুলির? আসুন তবে, জেনে নিই Vi-এর নতুন দুটি প্ল্যানের খুঁটিনাটি।

Vi Truly Unlimited ক্যাটাগরিতে নতুন জুড়েছে এই প্ল্যানদুটি

১. ২৮৯ টাকার Vodafone-Idea প্ল্যান: নতুন লঞ্চ হওয়া এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলিংয়ের সাথে ৬০০টি এসএমএস এবং ৪ জিবি ডেটা অফার করে। এর বৈধতা ৪৮ দিন। এক্ষেত্রে যারা বেশি ফোন করেন এবং যাদের বেশি ডেটা বা এসএমএসের ততটাও প্রয়োজন নেই, তারা এই ভোডাফোন-আইডিয়া প্ল্যানটি রিচার্জের জন্য বেছে নিতে পারেন।

২. ৪২৯ টাকার Vodafone-Idea প্ল্যান: এই প্ল্যানের বৈধতা ৭৮ দিন; এটিতে আনলিমিটেড ভয়েস কলিং, ৬ জিবি ডেটা এবং ১,০০০টি এসএমএসের বেনিফিট মিলবে। তাই দু মাসের বেশি সময়ের জন্য রিচার্জ করতে চাইলে এই প্ল্যানটি সাধারণ মোবাইল ইউজারদের (মানে যারা কম ডেটা, এসএমএস ব্যবহার করেন) জন্য সেরা বিকল্প হতে পারে।

প্রায়ই একইরকম রিচার্জ অপশন অফার করে Jio, Airtel-ও

এই প্রসঙ্গে বলে রাখি, ভোডাফোন আইডিয়া সদ্য ২৮৯ টাকায় সাশ্রয়ী প্ল্যান চালু করলেও, এয়ারটেল এবং জিও আগে থেকেই গ্রাহকদের প্রায় একই দামের প্ল্যান অফার করে; তাই ভোডাফোনের জন্য প্রতিযোগিতা এত সহজ হবেনা! এক্ষেত্রে শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি দুটির রিচার্জ খরচ সামান্য একটু বেশি – ২৯৯ টাকা। সুবিধার কথা বললে, এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানটি ২৮ দিনের বৈধতায় আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং ১০০টি করে এসএমএস ব্যবহারের সুযোগ প্রদান করে। সাথে থাকে তিন মাসের অ্যাপোলো ২৪/৭ (Apollo 24|7) সার্কেলের মেম্বারশিপ এবং ফাস্ট্যাগ (FASTag)-এ ১০০ টাকা ক্যাশব্যাক৷ অন্যদিকে রিলায়েন্স জিওর ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সাথে রোজ ২ জিবি ডেটা এবং ১০০টি করে এসএমএস পাওয়া যায়; এর ভ্যালিডিটিও ২৮ দিন। তবে জিও গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে কেবল কমপ্লিমেন্টরি জিও অ্যাপের অ্যাক্সেস পাবেন।

Tags:    

Similar News