সোনা কেনার সময় করুন এই App এর ব্যবহার, মিনিটের মধ্যে বুঝতে পারবেন Gold আসল নাকি নকল
সোনা কেনার সময় প্রতিটা মানুষই সোনার অলঙ্কারটি আসল নাকি নকল সেটা ভেবে ভয় পেয়ে থাকেন। তবে এখন আর এই বিষয় নিয়ে ভয় পাবার দরকার নেই। কারণ, আজ এই প্রতিবেদনে আমরা এই সমস্যার সমাধান নিয়েই আলোচনা করবো। আসলে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ BIS সম্প্রতি সোনার সত্যতা যাচাই করার জন্য একটি অ্যাপ লঞ্চ করেছে। যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন সোনার জিনিসটি আসল নাকি নকল।
এই আলোচ্য অ্যাপটির নাম BIS Care App। আর এই অ্যাপের মাধ্যমে বিএসআই, আইএসআই এবং হলমার্ক প্রত্যয়িত সোনা ও রূপার অলঙ্কার ট্র্যাক করা যায়। এছাড়াও, অ্যাপটি গ্রাহকদের রিয়েল টাইমে হলমার্ক সোনার গহনার বিশুদ্ধতাও যাচাই করতে দেয়। উল্লেখ্য, এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন।
অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীরা তাদের নিজ নিজ অ্যাপ স্টোর, গুগল প্লে এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে BIS Care App ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপটি উভয় অ্যাপ স্টোরেই ৪ স্টার রেটিং পেয়েছে। বিআইএস ওয়েবসাইটের এফএকিউ অনুসারে, সোনার গহনার হলমার্কিং ছয়টি বিভাগে বিভক্ত। যথা - ১৪ ক্যারেট, ১৮ ক্যারেট, ২০ ক্যারেট, ২২ ক্যারেট, ২৩ ক্যারেট এবং ২৪ ক্যারেট।
কিভাবে BIS Care App এর মাধ্যমে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করবেন ?
বিআইএস কেয়ার অ্যাপ আইএসআই এবং হলমার্ক কোয়ালিটি সার্টিফাইড প্রোডাক্ট-এর কোয়ালিটি চেক করার এবং সেগুলি সম্পর্কে জানার অনুমতি প্রদান করে। এর জন্য ব্যবহারকারীদের এই অ্যাপে রেজিস্ট্রেশন করা প্রয়োজন হয়। আর নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি এই অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন।
- প্রথমে ভেরিফাই লাইসেন্স ডিটেলসে ক্লিক করে প্রোডাক্টের সত্যতা যাচাই করুন।
- ভেরিফাই এইচইউআইডি ব্যবহার করে এইচইউআইডি নম্বরসহ হলমার্ক করা আইটেমগুলির সত্যতা পরীক্ষা করুন। উল্লেখ্য, এইচইউআইডি নম্বর হলো হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর।
মনে রাখবেন যে, বিলে ৬ সংখ্যার এই এইচইউআইডি কোড উল্লেখ করা বাধ্যতামূলক নয়। তাই গহনা কেনার সময় আপনাকে দোকান থেকে এটি লিখিয়ে নিতে হবে।
- এরপর "know your standards" অপশনে ক্লিক করুন। আর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।