ভিডিও কল করতে করতে Facebook Messenger থেকে খেলা যাবে গেম, আসছে নয়া ফিচার
Facebook এর মূল প্রতিষ্ঠান Meta ফেসবুক গেমিংয়ের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে। খুব শীঘ্রই ব্যবহারকারীরা মেসেঞ্জারে (Messenger) ভিডিও কলের সময় তাদের পছন্দের গেম খেলার সুবিধা পাবেন। সম্প্রতি এক ব্লগ পোস্টে এমনই দাবি করেছে ফেসবুক। আইওএস এবং অ্যান্ড্রয়েডের পাশাপাশি মেসেঞ্জারের ওয়েব ব্যবহারকারীদের জন্য এই ফিচার আনা হচ্ছে।
মজার বিষয় হল, গেম খেলার জন্য ব্যবহারকারীদের আলাদা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। উল্লেখ্য, মেসেঞ্জারে বর্তমানে ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস, মিনি গল্ফ এফআরভিআর, কার্ড ওয়ার্স এবং এক্সপ্লোরিং কিটনের মতো ১৪টি ফ্রি-টু-প্লে গেম উপলব্ধ রয়েছে।
অ্যাপ ডাউনলোড না করেই গেম খেলা যাবে
Facebook তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, তারা একটি নতুন ফিচার আনছে, যা ব্যবহারকারীদের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিডিও কলের সময় মাল্টিপ্লেয়ার গেম খেলতে সক্ষম করবে। তারা আরও বলেছে যে, মেসেঞ্জার বর্তমানে ১৪টি ফ্রি-টু-প্লে গেম অফার করছে। আইওএস এবং অ্যান্ড্রয়েডের পাশাপাশি ওয়েবের জন্য গেমগুলি উপলব্ধ। শীঘ্রই আরও গেম যুক্ত করা হবে। সবচেয়ে ভালো দিক হলো, গেম খেলতে ব্যবহারকারীদের সেই গেমের কোনো এপিকে ফাইল ইনস্টল করার প্রয়োজন নেই।
এক্ষেত্রে জানিয়ে রাখি, প্রতিটি গেমে একসঙ্গে কয়েকজন মিলে খেলা যাবে। যদিও এই মুহূর্তে বেশিরভাগ গেম কেবল মাত্র দু'জন মিলে খেলা যেতে পারে। গেমগুলি অ্যাক্সেস করতে, ব্যবহারকারীদের মেসেঞ্জারে তাদের বন্ধু বা পরিবারের কারোর সাথে ভিডিও কল করতে হবে এবং মাঝখানে গ্রুপ মোড বাটনে ক্লিক করতে হবে। এর পরে, তাদের "প্লে" আইকনে ট্যাপ করতে হবে। এবার গেম লাইব্রেরির মাধ্যমে পছন্দের গেম বেছে নেওয়া যাবে।