ফোনের ব্যাটারি ও ডেটা দ্রুত শেষ হচ্ছে? এই ১৬টি অ্যাপ ডিলিট করার পরামর্শ Google এর
ইদানিংকালে Google Play Store-এ ম্যালিশিয়াস ভাইরাসযুক্ত অ্যাপ্লিকেশনের অস্তিত্বের খবর হামেশাই শোনা যায়। যদিও Play Store-এ কোনো অ্যাপকে তালিকাভুক্ত করার আগে সেটির যথাযথ সিকিউরিটি চেক করা হয়, কিন্তু তা সত্ত্বেও সমস্যার হাত থেকে রেহাই পাচ্ছেন না ব্যবহারকারীরা। প্রায়শই Play Store-এর কোনো না কোনো অ্যাপে ম্যালওয়্যার বা ক্ষতিকারক ভাইরাসের উপস্থিতির কথা শোনা যায়। সোজা কথায় বললে, Google-এর যাবতীয় সুরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখাতে হ্যাকাররা সাম্প্রতিককালে যথেষ্ট পটু হয়ে গিয়েছে, যার সুবাদে প্রায়শই ভয়ঙ্কর রকমের বিপদে পড়তে হচ্ছে ইউজারদের। তবে সংস্থাটি কিন্তু গ্রাহকদের সুরক্ষিত রাখতে সদা তৎপর; তাই যখনই এই ধরনের কোনো খবর সামনে আসে, টেক জায়েন্টটি তৎক্ষণাৎ সেই অ্যাপগুলিকে Play Store থেকে সরিয়ে ফেলে। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ফের Play Store-এ ১৬ টি ক্ষতিকারক অ্যাপের সন্ধান মিলেছে, এবং ইউজারদের সুরক্ষার খাতিরে অবিলম্বে অ্যাপগুলিকে সেখান থেকে ডিলিট করে দিয়েছে Google।
বিজ্ঞাপন জালিয়াতি রুখতে Play Store থেকে ১৬ টি অ্যাপ সরিয়ে দিল Google
ম্যাকাফি -র এক রিপোর্টে বলা হয়েছে, বিজ্ঞাপন জালিয়াতি বা অ্যাড ফ্রডের জন্য হালফিলে প্লে স্টোর থেকে ১৬ টি মোবাইল অ্যাপকে সরিয়ে ফেলা হয়েছে। জানা গিয়েছে যে, এই অ্যাপগুলি ফোনে থাকলে দ্রুত ব্যাটারি ক্ষয় হচ্ছে এবং সেইসাথে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডেটাও খরচ হচ্ছে ইউজারদের। সবচেয়ে চিন্তার বিষয় হল, ইতিমধ্যেই ২০ মিলিয়নেরও (২ কোটি) বেশি বার এই অ্যাপগুলিকে ডাউনলোড করে ফেলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই ক্ষতিকারক অ্যাপগুলিকে ওপেন করলেই অতিরিক্ত কোড ডাউনলোড হয়, এবং এই ডাউনলোড করা কোডগুলিকে হাতিয়ার করেই অ্যাপগুলি অ্যাড ফ্রড করে থাকে। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, এই অ্যাড ফ্রড জিনিসটা ঠিক কী? আসুন এ ব্যাপারে বিশদে জেনে নিই।
বিজ্ঞাপন জালিয়াতি বা অ্যাড ফ্রড কী?
যখন কোনো বট সঠিক ওয়েব ট্র্যাফিকের মূর্তি ধরে ওয়েবসাইটের পেজ ভিউ বাড়িয়ে দেয়, তখনই মূলত অ্যাড ফ্রড বা বিজ্ঞাপন জালিয়াতি ঘটে থাকে। তবে আমআদমির কাছে এটি রিয়েল ট্র্যাফিক হিসেবেই প্রদর্শিত হয়, যার জেরে ইউজারদের মনে কোনো সন্দেহের উদ্রেক হয় না। সোজা কথায় বললে, মূলত অধিক ট্র্যাফিক জেনারেট করার জন্যই বটের ব্যবহার করা হয়। এর জন্য বিজ্ঞাপনদাতাদের বাজেটের সাথেও আপোষ করতে হয়, কেননা ইউজারদেরকে টার্গেট না করে মূলত বটকেই বিজ্ঞাপনগুলি দেওয়া হয়।
রিপোর্ট অনুযায়ী, হালফিলে স্ক্যামাররা নিজেদের পকেট ভারী করার জন্য বিজ্ঞাপন জালিয়াতিকেই ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে। কোনো ম্যালওয়্যারযুক্ত অ্যাপ ইউজাররা যদি ভুলবশত ইন্সটল করে ফেলেন, তাহলে সেগুলিকে ওপেন করলেই বটের সৌজন্যে গ্রাহকরা নানা ধরনের অবাঞ্ছিত অ্যাডের সম্মুখীন হন, এবং সেগুলিতে থাকা কোনো লিঙ্কে দুর্ভাগ্যবশত ক্লিক করে ফেললেই অ্যাড নেটওয়ার্ক মারফত ব্যবহারকারীদের ডিভাইসের অনেক অ্যাক্সেস পেয়ে যায় হ্যাকাররা। আবার, অনেকক্ষেত্রে ভুয়ো অ্যাপে থাকা দূষিত ম্যালওয়্যার এই অ্যাডগুলি প্রদর্শনের মাধ্যমে ইউজারদেরকে তাদের অজান্তেই বেশ কিছু সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবায় যুক্ত হতে বাধ্য করে, যার জেরে অচিরেই খালি হয়ে যায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট।
আরও বিপজ্জনক ব্যাপার হল, অনেক ক্ষেত্রে ইউজাররা অ্যাপ ওপেন না করলেও ব্যাকগ্রাউন্ডে ভুয়ো অ্যাপগুলি নিজেদের কুকর্ম করা চালিয়ে যেতে থাকে। সবমিলিয়ে, এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন ডিভাইসে থাকলে ইউজাররা যে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে পারেন, সেকথা আর আলাদা করে বলার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই। তাই ইউজারদের সুবিধার্থে গুগল সম্প্রতি যে ১৬ টি অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করেছে এবং ইউজারদের ফোন থেকেও সরাতে বলা হয়েছে, সেগুলির সম্পূর্ণ তালিকা নীচে দেওয়া হল। সেক্ষেত্রে গ্রাহকদের ডিভাইসে যদি এর মধ্যে কোনো অ্যাপ থেকে থাকে, তাহলে সেটিকে অবিলম্বে ডিলিট করে দিন; এবং ভবিষ্যতে প্লে স্টোর থেকে যে-কোনো অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই যথাযথ সতর্কতা অবলম্বন করুন।
Play Store থেকে এই ১৬ টি অ্যাপ সরিয়েছে Google
১. High-Speed Camera
২. Smart Task Manager
৩. Flashlight+
৪. com.smh.memocalendar memocalendar
৫. 8K-Dictionary
৬. BusanBus
৭. Flashlight+
৮. Quick Note
৯. Currency Converter
১০. Joycode
১১. EzDica
১২. Instagram Profile Downloader
১৩. Ez Notes
১৪. com.candlencom.flashlite
১৫. com.doubleline.calcul
১৬. com.dev.imagevault Flashlight+