Twitter এর মতো Instagram আনছে পেইড সাবস্ক্রিপশন প্ল্যান, পয়সা দিলেই মিলবে ব্লু টিক
গত বছর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Twitter কেনার পর ইলন মাস্ক ঘোষণা করেছিলেন যে, ব্লু টিক ভেরিফিকেশনের (Blue Tick Verification) জন্য ইউজারদের এখন থেকে প্রতি মাসে অর্থ প্রদান করতে হবে, যার ফলে টেক দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। আবার সম্প্রতি পাওয়া খবর বলছে যে, এবার Instagram-ও মাস্কের কোম্পানির দেখানো পথে হাঁটার পরিকল্পনা করছে। হালফিলে এক প্রতিবেদনে বলা হয়েছে, Instagram খুব শীঘ্রই Twitter-এর পদাঙ্ক অনুসরণ করে পেইড ভেরিফিকেশন ফিচার চালু করতে পারে, যার ফলে এবার অ্যাকাউন্টে ব্লু ব্যাজ পেতে হলে ইউজারদেরকে নিজস্ব গাঁটের কড়ি খসাতে হবে।
পেইড সাবস্ক্রিপশন প্ল্যান আনছে Instagram, টাকা খরচ করে পেতে হবে ব্লু ব্যাজ
উল্লেখ্য, রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজি (Alessandro Paluzzi) চলতি সময়ে একটি কোডের সন্ধান পেয়েছেন, যা ইঙ্গিত দেয় যে, ইনস্টাগ্রাম এবং ফেসবুক ইদানীংকালে একটি পেইড ভেরিফিকেশন ফিচার নিয়ে কাজ করছে। রিপোর্ট অনুযায়ী, কোডটিতে 'IG_NME_PAID_BLUE_BADGE_IDV' এবং 'FB_NME_PAID_BLUE BADGE_IDV' লেখা আছে বলে জানা গিয়েছে। আপাতদৃষ্টিতে এটি ইউজারদের আইডেন্টিটি ভেরিফিকেশনের সাথে সম্পর্কিত বলেই মনে করা হচ্ছে। তবে সত্যি সত্যিই আগামী দিনে ইনস্টাগ্রাম পেইড ভেরিফিকেশন ফিচার রোলআউট করবে কি না, সে সম্পর্কে মেটা (Meta)-র তরফে এখনও পর্যন্ত কোনো সুনিশ্চিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মেটা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন-কে-দিন বেড়েই চলেছে। ইউজারদের সুবিধার্থে প্রায়শই এই প্ল্যাটফর্মে যুক্ত হয় নানা আকর্ষণীয় ফিচার। ইনস্টাগ্রামে শুধু ছবি এবং ভিডিওই নয়, প্রচুর রিল তৈরি করেও শেয়ার করেন ব্যবহারকারীরা। রোজ কোটি কোটি ইউজার এই অ্যাপটি ব্যবহার করেন। তাই ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ইনস্টাগ্রাম জনপ্রিয় অ্যাকাউন্টগুলিকে যাচাই করে ভেরিফাই ক্রেডিট হিসেবে অ্যাকাউন্টটির সাথে একটি ব্লু ব্যাজ অ্যাড করে। তবে এই ব্যাজ পেতে হলে অ্যাকাউন্টটিকে অবশ্যই খাঁটি, উল্লেখযোগ্য এবং অনন্য হতে হবে। উল্লেখ্য, এই ব্যাজ থাকলে কোনো অ্যাকাউন্ট খুব সহজেই অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, আর এই জনপ্রিয়তা থেকেই খুলে যেতে পারে রোজগারের পথও। ফলে এই ব্লু ব্যাজ পেতে ইউজাররা যে নিশ্চিতভাবে নিজের গাঁটের কড়ি খসাতে আগ্রহী হবেন, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।
টাকার বিনিময়ে ভেরিফায়েড অ্যাকাউন্ট মিলবে Twitter-এ
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, Twitter-এর আয় বাড়াতে গত বছর ব্লু সাবস্ক্রিপশন চালু করেছেন সংস্থার মালিক ইলন মাস্ক। উল্লেখ্য, ব্লু চেক মার্ক আগে রাজনীতিবিদ, সেলিব্রিটি, সাংবাদিক এবং অন্যান্য জনসাধারণের ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য বিনামূল্যে প্রদান করা হতো। তবে এখন Twitter-এ ব্লু টিক বজায় রাখার জন্য ব্যবহারকারীদেরকে নিজস্ব গাঁটের কড়ি খরচ করতে হবে। বলে রাখি, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্যান্য কয়েকটি দেশে উক্ত মাইক্রোব্লগিং সাইটটি তার ব্লু সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ৮ ডলার চার্জ করে। সেক্ষেত্রে Instagram-এ ব্লু ব্যাজ পেতে হলে আগামী দিনে ইউজারদেরকে কত টাকা খরচ করতে হবে, সেটা একমাত্র সময়ই বলতে পারবে।