WhatsApp-এর নয়া ফিচার, এক মেসেজে পাবেন ট্রেনে ভ্রমণের প্রয়োজনীয় আপডেট

Avatar

Published on:

WhatsApp user can check PNR and live Train status by a single message

কম খরচে কাছেপিঠে পৌঁছাতে বা দূরে কোথাও পাড়ি দিতে, এই জনবহুল দেশের জনপ্রিয় এবং সুবিধাজনক পরিবহণ মাধ্যম হল রেল। সেক্ষেত্রে, এই পুজোর মরসুমে কেউ যদি ট্রেনে ভ্রমণ করেন, তাহলে তারা ঘরে বসেই WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এর মাধ্যমে ট্রেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আসলে, মুম্বাই-ভিত্তিক স্টার্টআপ Railofy (রেলোফাই) সম্প্রতি একটি WhatsApp চ্যাটবট তৈরি করেছে, যা এবার থেকে ভারতীয় রেলের যাত্রীদের এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে PNR (পিএনআর) স্ট্যাটাস এবং রিয়েল-টাইম স্ট্যাটাস চেক করতে সাহায্য করবে। ফলত যারা ট্রেনের বিবরণ চেক করার জন্য একাধিক বা আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড করতে চান না, এই নতুন বৈশিষ্ট্যটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।

কীভাবে WhatsApp-এর মাধ্যমে ট্রেনের PNR বা লাইভ স্ট্যাটাস চেক করবেন?

রেলোফাইয়ের নতুন ফিচারের সৌজন্যে হোয়াটসঅ্যাপে ট্রেনের পিএনআর এবং লাইভ স্ট্যাটাস চেক করতে, যাত্রীদের শুধু একটি নম্বর সেভ করতে হবে এবং চ্যাটবট পরিচালিত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেসেজ করতে হবে। এখানে সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে ব্যাখ্যা করা হল।

১. এক্ষেত্রে আপনার স্মার্টফোনের কন্ট্যাক্ট লিস্টে রেলোফাইয়ের ট্রেন অনুসন্ধান নম্বর ৯৮৮১১৯৩৩২২ সেভ করুন।

২. হোয়াটসঅ্যাপ খুলুন এবং রেলোফাইয়ের ওই নম্বরের চ্যাট উইন্ডোতে যান।

৩. আপনার ট্রেনের ১০ ডিজিটের পিএনআর নম্বর চ্যাট উইন্ডোতে টাইপ করে মেসেজ সেন্ড করুন।

৪. এতে, রেলোফাই চ্যাটবট আপনাকে পিএনআর স্ট্যাটাস, রিয়েল-টাইম ট্রেন স্ট্যাটাস ইত্যাদি বিশদ বিবরণ পাঠাবে।

সঙ্গে থাকুন ➥