Xiaomi CyberDog: রক্ত মাংসহীন রোবট কুকুর বাজারে এনে সাড়া ফেলল শাওমি

রোবটের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। ভবিষ্যতে কর্মক্ষেত্রে মানুষের জায়গা নেবে অত্যাধুনিক রোবট – এমন আশঙ্কার কথাও শোনাচ্ছে বিশেষজ্ঞরা। রোবট এমনভাবে বানানো হচ্ছে যাতে মানুষের ভুলভ্রান্তির পুনরাবৃত্তি না হয়। এতো গেল দু’পেয়ে মানুষের কথা! চতুষ্পদ প্রাণীর যান্ত্রিক অবতারের উপর কাজ করছে নানা প্রতিষ্ঠান৷ ইতিমধ্যেই রক্ত মাংসহীন রোবট কুকুর বাজারে এনে সাড়া ফেলেছে বোস্টন ডায়নামিক্স (Boston Dynamics) নামে আমেরিকার ম্যাসাচুসেটসের এক সংস্থা৷ বোস্টন ডায়নামিক্সকে টেক্কা দিতে এবার নিজেদের রোবট কুকুরের উপর থেকে পর্দা সরালো বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি (Xiaomi)। চীনা কোম্পানিটির সেই আজ্ঞাবহ রোবট কুকুরের নাম সাইবারডগ (CyberDog)।

Xiaomi CyberDog স্পেসিফিকেশন

এনভিডিয়া (NVIDIA)-র জেটসন জেভিয়ার এনএক্স (Jetson Xavier NX) – পৃথিবীর এই ক্ষুদ্রতম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুপারকম্পিউটার দ্বারা চালিত শাওমির সাইবারডগ। এর ফলে রোবট কুকুরটি ২১ টেরা অপারেশন/সেকেন্ড স্পিডে পারফর্ম করতে সক্ষম। কুকুরের দেহে একগুচ্ছ ক্যামেরা, টাচ ও আল্ট্রাসনিক সেন্সর, এবং মাইক্রোফোন দেওয়া হয়েছে যাতে সে প্রাণীদের মতো পরিবেশকে চিনতে পারে ও মানিয়ে নিতে পারে।

মানুষের চোখ যতটা দূরে দেখতে পায়, ঠিক ততটাই দূরত্বে কোনও বস্তুকে দেখতে সক্ষম সাইবারডগ। এর মাথায় এআই ক্যামেরা, আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, এবং ইন্টের রিয়েলসেন্স ডি৪৫০ (Intel RealSense D450) ডেপ্থ ক্যামেরা মডিউল বসানো। এগুলি শাওমির রোবট কুকুরটিকে ধাক্কা বা টাল সামলাতে এবং দিক নির্ণয়ের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। পোষ্য কুকুর যেমন তার মালিককে অনুসরণ করে হাঁটে। একইভাবে সাইবারডগ তার মালিককে অনুসরণ করে চলবে।

সাইবারডগের সফটওয়্যার ওপেন-সোর্স; অর্থাৎ, ডেভলপাররা ব্যবহার ও প্রয়োজন অনুসারে এই রোবট কুকুরকে কাস্টমাইজ করতে পারবে।

Xiaomi CyberDog আর কী কী করতে পারে?

দু’পায়ে দাঁড়ানো, ডিগবাজি খাওয়া, লাফ দেওয়া, হাঁটাচলা, দৌড়নো, বামদিকে-ডানদিকে ঘোরা, সবকিছুই করতে পারে এই রোবট কুকুর। এটি সর্বোচ্চ ৩ কেজি ওজন বহন করতে সক্ষম। পাশাপাশি মালিকের নির্দেশও অক্ষরে অক্ষরে পালন করবে শাওমি সাইবারডগ।

এছাড়া শাওমি তাদের XiaoAI সিস্টেম, সাইবারডগে ইন্টিগ্রেট করেছে। যার ফলে রোবট কুকরকে নির্দেশ দিলেই সে টিভি, এসি, এয়ার পিউরিফায়ার, এবং ভ্যাকুয়াম ক্লিনারের মতো স্মার্ট হোম অ্যাপ্লিকেশন কন্ট্রোল করতে পারবে। আবার শাওমির ডেডিকেটেড মোবাইল ফোন অ্যাপর মাধ্যমে কুকরটিকে চালনা করা যাবে। সেইসঙ্গে রিমোটের মাধ্যমেও কমান্ড দেওয়ার ব্যবস্থাও থাকছে।

Xiaomi CyberDog দাম

শাওমি সাইবারডগের দাম রাখা হয়েছে ৯৯৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা ১,১৪, ৫৬৬ টাকার সমান। আপাতত ১০০০ এরকম রোবট কুকুর বাজারে ছাড়বে শাওমি। চীনের বাইরে এটি লঞ্চ করা হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন