চ্যাটিংয়ের মজা হবে দ্বিগুণ! খুব শীঘ্রই WhatsApp-এ আসছে এই ৭টি নতুন ফিচার
স্মার্টফোনে WhatsApp (হোয়াটসঅ্যাপ) অ্যাপ্লিকেশন রাখেন না, এমন মানুষ হয়তো খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। কারণ গোটা বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিনই এই Meta (মেটা) মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকেন। আর ইউজারদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে WhatsApp-ও প্রায়শই একাধিক কার্যকর এবং মজাদার ফিচার মার্কেটে লঞ্চ করতে ক্লান্ত বোধ করেনা। সেক্ষেত্রে আজকের প্রতিবেদনে আমরা আবারো প্ল্যাটফর্মটিতে কিছু নতুন ফিচারের আগমনের কথা (পড়ুন আসন্ন বা আপকামিং ফিচারের কথা) বলব। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে Android (অ্যান্ড্রয়েড) এবং iOS (আইওএস) ভার্সনের জন্য সংস্থাটি একগুচ্ছ নতুন ফিচার রোলআউট করার লক্ষ্যে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে স্ট্যাটাস রিঅ্যাকশন (Status reaction), ডিজিটাল অবতার (Digital Avatar), অ্যাডমিন ডিলিট, কম্প্যানিয়ন মোডের মতো সাত-সাতটি অপশন যাদের সম্পর্কে আমরা এখন একটু বিশদে জানব।
WhatsApp-এ আসতে চলেছে এইসব ফিচার
১. View Past Group Participants (ভিউ পাস্ট গ্রুপ পার্টিসিপেন্টস): হোয়াটসঅ্যাপ এখন এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যার সুবাদে ব্যবহারকারীরা কোনো গ্রুপের পুরোনো মেম্বারদের দেখতে পাবেন। এক্ষেত্রে বলে রাখি, এখন ইউজাররা কেবলমাত্র সেইসব মেম্বারদেরকেই দেখতে পান যারা বর্তমানে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য হিসেবে বিরাজমান আছেন। তবে উক্ত ফিচারটির আগমন ঘটলে সেইসব মানুষদেরকেও দেখা যাবে, যারা আগে সংশ্লিষ্ট গ্রুপটির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু এখন আর নেই। উল্লেখ্য যে, এই তালিকাটি গ্রুপের প্রতিটি সদস্যের কাছেই দৃশ্যমান হবে। (বি:দ্র: এই প্রতিবেদনটি লেখার সময় আমাদের টিমের অ্যান্ড্রয়েড বিটায় ফিচারটি ইতিমধ্যেই দেখা গেছে)
২. Status Reaction (স্ট্যাটাস রিঅ্যাকশন): বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে, ব্যবহারকারীরা এবার ইনস্টাগ্রাম (Instagram) এবং ফেসবুক (Facebook)-এর মতো হোয়াটসঅ্যাপেও কারোর দেওয়া স্ট্যাটাসের রিঅ্যাকশন দিতে পারবেন। খুব শীঘ্রই সংস্থাটি এই ফিচারটি রোলআউট করবে বলে আশা করা হচ্ছে।
৩. WhatsApp Chat Update (হোয়াটসঅ্যাপ চ্যাট আপডেট): আগামীদিনে হোয়াটসঅ্যাপে একটি অফিসিয়াল চ্যাট অপশন উপলব্ধ করা হবে বলে জানা গিয়েছে। এতে অনেক নতুন ফিচার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলা থাকবে। তদুপরি, কোম্পানি এর মাধ্যমে টিপস এবং ট্রিকসও শেয়ার করতে পারে।
৪. WhatsApp Avtar (হোয়াটসঅ্যাপ অবতার): হোয়াটসঅ্যাপ এখন এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যার সুবাদে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে নিজেদের পরিবর্তে নিজস্ব ডিজিটাল অবতার ব্যবহার করতে পারবেন। এই ফিচারটি রোলআউট হলে ইউজাররা হোয়াটসঅ্যাপে ভিডিও কল স্ক্রিনে একটি নতুন বিকল্প ‘স্যুইচ টু অবতার’ (Switch to avatar) দেখতে পাবেন, যাতে ক্লিক করলেই ব্যবহারকারীদের নিজস্ব অবয়বের পরিবর্তে তাদের কার্টুনের মতো অবতার স্ক্রিনে ফুটে উঠবে। এমনকি এই ফিচারটি প্রোফাইল পিকচারের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে বলে শোনা গিয়েছে।
৫. Hide Online Status (হাইড অনলাইন স্ট্যাটাস): আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন আছেন এ বিষয়টি কারো থেকে গোপন রাখতে চান, তাহলে আসন্ন ফিচারটি আপনার জন্য এককথায় আদর্শ। ফেসবুকের অনুরূপ এই গুরুত্বপূর্ণ প্রাইভেসি ফিচারটি রোলআউটের জন্য বহুদিন ধরেই ইউজাররা সংস্থার কাছে দাবি করে আসছেন, আর এবার খুব শীঘ্রই ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপে এই ফিচারটির আগমন ঘটবে বলে সংস্থার তরফে জানা গিয়েছে।
৬. Admin Delete (অ্যাডমিন ডিলিট): এই ফিচারটির সৌজন্যে গ্রুপে অ্যাডমিনদের ক্ষমতা আরও কিছুটা বাড়তে চলেছে। কেননা উক্ত ফিচারটির আগমন ঘটলে অ্যাডমিনরা গ্রুপের যেকোনো মেসেজ সকলের জন্য ডিলিট করে দিতে সক্ষম হবেন। ফলে কোনোরকম অশ্লীল বা কটু মেসেজ কাউকে মনঃক্ষুণ্ণ করবে না, আর সর্বোপরি গ্রুপে নির্ঝঞ্ঝাট এবং সাবলীল পরিবেশ বজায় থাকবে।
৭. Companion Mode (কম্প্যানিয়ন মোড): রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই কম্প্যানিয়ন মোড নামে একটি নতুন মোড লঞ্চ করতে চলেছে। বর্তমানে ইউজাররা কেবলমাত্র একটি ফোন এবং পিসির মারফত নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। কিন্তু উক্ত মোডটির আগমন ঘটলে ইউজাররা দুটি ফোনে বা যেকোনো ডিভাইস থেকেই নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।