WhatsApp ব্যবহারকারীদের জন্য খুশির খবর, এল এই প্রয়োজনীয় ফিচার
WhatsApp তাদের অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য একটি নয়া আপডেট রিলিজ করল। লেটেস্ট ২.২৩.১৩.৬ সংস্করণের অধীনে 'সিম্পলিফায়িং মিডিয়া সিলেকশন' (Simplifying Media Selection) নামের একটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আসা হয়েছে। এই বৈশিষ্ট্যটি আরো সহজে মিডিয়া ফাইল খুঁজে পাঠাতে সাহায্য করবে। সহজ করে বললে, টিক মার্কের পরিবর্তে সংখ্যাযুক্ত থাম্বনেল অফার করার মাধ্যমে WhatsApp -এ ছবি, ভিডিও বা জিআইএফ (GIF) নির্বাচন এবং পাঠানোর পদ্ধতিকে আরো সহজ করে তুলবে এই ফিচারটি। মূলত ইউজাররা যাতে তাদের নির্বাচিত মিডিয়া ফাইলগুলি পরপর দেখতে পারেন এবং পছন্দ অনুসারে ফাইল সাজাতে সক্ষম হন তার জন্যই 'সিম্পলিফায়িং মিডিয়া সিলেকশন' ফিচার নিয়ে আসা হয়েছে। এই নয়া আপডেটকে অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
WhatsApp তাদের অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য Simplifying Media Selection ফিচার আনল
হোয়াটসঅ্যাপে ইউজাররা একের অধিক মিডিয়া ফাইল পাঠানোর বিকল্প পেয়ে যান। কিন্তু এতদিন নির্বাচিত ফাইলগুলিকে চেক বা টিক মার্ক দিয়ে নির্দেশ করা হত। যার ফলে প্রথমত, কটা ছবি বা ভিডিও চয়ন করা হয়েছে সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যেত না। দ্বিতীয়ত, কোন কনটেন্টের পর কোনটিকে বেছে নেওয়া হয়েছে তা মনে রাখা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে উঠতো। এক কথায় বললে, এই ধরণের 'মিডিয়া সিলেকশন' সিস্টেম একপ্রকার চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরী করতো। আর এই কারণেই উক্ত মেসেজিং প্ল্যাটফর্মটি তাদের লেটেস্ট 'হোয়াটসঅ্যাপ ফর অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.১৩.৬' (whatsapp for android beta 2.23.13.6) আপডেটের অধীনে 'সিম্পলিফায়িং মিডিয়া সিলেকশন' ফিচার নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এই বৈশিষ্ট্যের সাহায্যে, নির্বাচিত প্রত্যেকটি মিডিয়া ফাইলকে স্বতন্ত্র নম্বরের সাথে চিহ্নিত করা যাবে। এরকম নাম্বরিং সিস্টেম কিন্তু আমরা অপর একটি মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্ম ফেসবুক (Facebook) -এও দেখেছি।
এর আগে হোয়াটসঅ্যাপে একাধিক ফাইল পাঠানোর ক্ষেত্রে কোনটার পর কোনটা নির্বাচন করা হয়েছে, তা বোঝার জন্য ইউজারদের সম্পূর্ণভাবে নিজেদের স্মৃতিশক্তির উপর নির্ভর করতে হত। কেননা নির্বাচিত ফাইলগুলির পাশে শুধুমাত্র টিক মার্ক বিদ্যমান থাকতো। তাই অনেকেই নির্বাচিত কনটেন্টের ক্রম মনে রাখতে পারতেন না এবং কাঙ্ক্ষিত ক্রম বজায় রাখতে গিয়ে নাজেহাল হতেন। তবে অ্যান্ড্রয়েড বিটা ভার্সনের জন্য রিলিজ করা এই লেটেস্ট আপডেটের সাহায্যে, ইউজাররা এখন মিডিয়া আইটেমগুলিকে নিজেদের পছন্দসই ক্রমানুসারে পাঠাতে পারবেন। সর্বোপরি থাম্বনেইলে নাম্বরিং সিস্টেম থাকায় আপনারা মিডিয়া ফাইলগুলিকে সহজেই সামঞ্জস্য করতে এবং সাজাতে পারবেন।
হোয়াটসঅ্যাপের এই সর্বশেষ আপডেটটি বর্তমানে নির্বাচিত কয়েকটি অঞ্চলের বিটা টেস্টারদের জন্য উপলব্ধ। এলিজেবল ইউজাররা গুগল প্লে স্টোর থেকে তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে এই বিটা আপডেট ইনস্টল করতে পারবেন। আর সিম্পলিফায়িং মিডিয়া সিলেকশন ফিচারটি সফলভাবে বিটা টেস্টিং পর্যায় অতিক্রম করলেই সর্বসাধারণের জন্য রোলআউট করে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে মেটা-মালিকাধীন প্ল্যাটফর্মটি। যদিও একসাথে প্রত্যেক ইউজার এই ফিচারের অ্যাক্সেস পাবেন না, এর স্টেবল ভার্সনকে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেক অঞ্চলে রিলিজ করা হবে।
প্রসঙ্গত, হালফিলে হোয়াটসঅ্যাপ তাদের উইন্ডোজ বিটা সংস্করণের জন্য ভিডিও কল চলাকালীন স্ক্রিন-শেয়ারিং বিকল্প অফার করার কথা ঘোষণা করেছে। কার্যকারিতার দিক থেকে এই ফিচারটি Microsoft Teams এবং Google Meet -এর স্ক্রিন-শেয়ারিং বৈশিষ্ট্যের প্রায় অনুরূপ। অর্থাৎ ইউজাররা ভিডিও কল কন্ট্রোল প্যানেল থেকে সংশ্লিষ্ট বিকল্পটি নির্বাচন করে তাদের ডিভাইসের স্ক্রিনে প্রদর্শিত কনটেন্ট বা নির্দিষ্ট কোনো উইন্ডো, কলের সাথে সংযুক্ত প্রত্যেকের সাথে শেয়ার করতে সক্ষম হবেন। আর ডিভাইসের স্ক্রিন শেয়ার করা বন্ধ করতে চাইলে, “স্টপ শেয়ারিং স্ক্রীন” বাটনে ক্লিক করতে হবে।