WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর, ডিসঅ্যাপেয়ারিং মেসেজের জন্য আসছে সহজ শর্টকাট
রোজকার WhatsApp চ্যাটিংয়ে প্রচুর মেসেজ, ইমেজ, ভিডিওর মতো মিডিয়া ফাইল আমাদের ফোনে জমা হয়। তাই স্টোরেজ বাঁচাতে সাধারণত আমাদের আলাদা করে অপ্রয়োজনীয় সমস্ত মেসেজ ও মিডিয়া ফাইলগুলিকে ডিলিট করতে হয়, যা নিতান্তই বিরক্তিকর এবং সময়সাপেক্ষ। এই মুশকিলের হাত থেকে ব্যবহারকারীদেরকে রেহাই দিতে বছরদুয়েক আগে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে 'ডিসঅ্যাপেয়ারিং মেসেজ' (disappearing messages) নামক একটি মজাদার ও কার্যকর ফিচার যুক্ত করা হয়েছে, যা এনাবেল করা থাকলে নির্দিষ্ট সময় অন্তর স্বয়ংক্রিয়ভাবে চ্যাট ডিলিট হয়ে যায়। ইতিমধ্যেই এই ফিচারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, আর তাই সম্প্রতি ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে এক্সটেনশন হিসেবে এই ফিচারটিতে একটি নতুন সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ।
Whatsapp-এর ফিচার ট্র্যাকার WABetaInfo-এর এক রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি হালফিলে একটি নতুন ডিসঅ্যাপেয়ারিং মেসেজ শর্টকাট বাটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। সংস্থাটি তার কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য এই নতুন ফিচারটি চালু করেছে। এর দৌলতে ব্যবহারকারীরা একটি বাটনে ক্লিক করেই সমস্ত চ্যাট এবং গ্রুপগুলির জন্য ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারটি টার্ন অন করতে পারবেন।
রিপোর্ট অনুযায়ী, ম্যানেজ স্টোরেজ সেকশনে এই শর্টকাটটির দেখা মিলবে, এবং ইউজাররা নিজেদের ফোনের স্টোরেজ বাঁচাতে এটিকে একটি স্পেস-সেভিং টুল হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া, এই নতুন সেকশনটির সহায়তায় ব্যবহারকারীরা নতুন বা পুরোনো চ্যাটগুলিকে ডিসঅ্যাপেয়ারিং থ্রেড হিসেবে মার্ক করতেও সক্ষম হবেন। তবে ইউজাররা তাদের প্রাইভেসি সেটিংসে গিয়ে বা চ্যাট ইনফো ওপেন করেও এই ফিচারটি অ্যাক্সেস করতে পারবেন।
উল্লেখ্য যে, অ্যান্ড্রয়েড ২.২২.২৪.৯ আপডেটে সর্বপ্রথম এই ফিচারটিকে দেখা গিয়েছিল। তারপর 2.22.25.10 আপডেটে এটি আরও বেশ কিছু সংখ্যক বিটা টেস্টারের কাছে উপলব্ধ হয়েছে। আবার WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, হালফিলে কয়েকজন অ্যান্ড্রয়েড বিটা ভার্সন 2.22.25.11 ডাউনলোড করার পর এই নয়া ফিচারটি ব্যবহার করতে সক্ষম হয়েছেন। সেক্ষেত্রে আগামী দিনগুলিতে আরও বেশি সংখ্যক ব্যবহারকারীদের কাছে এটি উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।