আর ফ্রি-তে ব্যবহার করা যাবেনা WhatsApp, Facebook! নতুন কিছু ভাবছে Meta

Update: 2022-09-01 14:51 GMT

ইন্টারনেট পরিষেবা সহজলভ্য হওয়ায় Facebook (ফেসবুক), WhatsApp (হোয়াটসঅ্যাপ) বা Instagram (ইনস্টাগ্রাম)-এর মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন বলতে গেলে আবালবৃদ্ধবণিতা সকলেই ব্যবহার করেন। এর অন্যতম মূল কারণ হল – ইচ্ছেমত ডেটা রিচার্জ করলেই এই সমস্ত নেটমাধ্যমের সঙ্গে সংযুক্ত হওয়া যায়, এর মধ্যে কোনোটি ব্যবহার করতেই আলাদা করে টাকা লাগেনা। সেক্ষেত্রে আগামীদিনে এই চেনা ছবি পাল্টাতে চলেছে বলে মনে হচ্ছে, কেননা সম্ভবত Meta (মেটা) মালিকানাধীন এইসব সামাজিক মাধ্যম আর একেবারে ফ্রি-তে উপভোগ করা যাবেনা! আসলে ব্যাপার হচ্ছে, Meta (Facebook কোম্পানি) বর্তমানে ইউজারদের নির্দিষ্ট টাকার বদলে কিছু বিশেষ ফিচার অফার করার কথা ভাবছে এবং এর জন্য তারা কাজ করতে শুরু করেছে। এমনকি এই পরিকল্পনা বাস্তবায়িত করতেে সোশ্যাল মিডিয়া জায়ান্ট একটি নতুন প্রোডাক্ট অর্গানাইজেশন স্থাপন করছে, যার ইউনিটের প্রধান হবেন Meta-র পূর্ব হেড অফ রিসার্চ প্রতিতি রায় চৌধুরী।

পেইড ফিচার নিয়ে ঠিক কী ভাবছে Meta?

দ্য ভার্জের রিপোর্ট অনুযায়ী, মেটার নতুন ব্যবসায়িক বিভাগটি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে কিছু পেইড ফিচার আনার জন্য ফোকাস করবে, যার নাম দেওয়া হয়েছে মনেটাইজেশন এক্সপিরিয়েন্স (Monetization Experiences)। তবে এই পেইড ফিচারগুলি কেমন হবে অর্থাৎ কোন কোন ফিচারের বদলে টাকা লাগবে – তা এই মুহূর্তে জানা যায়নি। এই প্রসঙ্গে বলে রাখি, সোশ্যাল মিডিয়ার পেইড ফিচার নিয়ে এই প্রথম আলোচনা হচ্ছে তা নয়; এর আগেও একাধিকবার এমন সম্ভাবনার কথা সামনে এসেছে।

এদিকে মেটার হেড অফ অ্যাডস অ্যান্ড বিজনেস প্রোডাক্ট জন হেগেম্যান এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, কোম্পানি আসন্ন পেইড ফিচারগুলির মাধ্যমে ইউটিউব (Youtube) বা অন্যান্য ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলির মত ইউজারদের বিজ্ঞাপন বন্ধ করার কোনো অপশন দেবেনা। কারণ মেটা তার বিজ্ঞাপন ব্যবসা বৃদ্ধিতে নিযুক্ত রয়েছে। তাছাড়া স্ন্যাপ (Snap), টুইটার (Twitter) এবং মেটার বেশিরভাগ আয় ডিজিটাল বিজ্ঞাপন থেকেই উঠে আসে। সেক্ষেত্রে কিছু পেইড ফিচার এনে কোম্পানি বিজ্ঞাপন ছাড়া অন্য উপার্জনের পথ পাবে।

এই কোম্পানিগুলি এমনিতে পেইড ফিচার অফার করে

যারা জানেন না তাদের অবগতির জন্য বলে রাখি, স্ন্যাপ এবং টুইটার ইতিমধ্যেই 'স্ন্যাপচ্যাট+' (Snapchat+) বা 'টুইটার ব্লু' (Twitter Blue)-র মত পেইড পরিষেবা অফার করে। এক্ষেত্রে 'স্ন্যাপচ্যাট+' সাবস্ক্রিপশন নিতে প্রতি মাসে ৪৯ টাকা ব্যয় করতে হয়, যেখানে 'টুইটার ব্লু' পরিষেবার জন্য লাগে ৪.৯৯ ডলার বা প্রায় ৪০০ টাকা। এছাড়া সম্প্রতি ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম (Telegram)-ও সম্প্রতি 'টেলিগ্রাম প্রিমিয়াম' (Telegram Premium) সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে যেখানে প্রিমিয়াম স্টিকার, ফাস্ট ডাউনলোড স্পিড, বিজ্ঞাপন থেকে মুক্তি, নতুন থিম ইত্যাদি বেশ কিছু মজাদার ফিচার পাওয়া যাবে।

Tags:    

Similar News