নতুন বছরের প্রথম ফিচার আনছে WhatsApp, প্রথমবার এই সুবিধা পাবে ব্যবহারকারীরা

By :  SUMAN
Update: 2024-01-09 08:52 GMT

হোয়াটসঅ্যাপ (WhatsApp) বরাবরই তাদের ব্যবহারকারীদের সেরা ইউজার এক্সপিরিয়েন্স প্রদানের জন্য উদ্যত থাকে। যেকারণে প্রায়শই নয়া আপডেট ও ফিচার লঞ্চের কাজ করতে দেখা যায় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিকে। হালফিলে WhatsApp, ফোন নম্বর শেয়ার না করেই সংযোগ স্থাপনের বিকল্প এবং নয়া ডার্ক মোড নিয়ে আসছে বলে খবর প্রকাশ্যে এসেছিল। আবার আজ জানা যাচ্ছে, এই মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মটি তাদের ব্যবহারকারীদের ভিডিও কল চলাকালীন ডিভাইসের মিউজিক-প্লে করার সুবিধা দেওয়ার জন্য কাজ করছে।

হোয়াটসঅ্যাপের ফিচার ডেভেলপমেন্ট ট্র্যাকার সাইট WABetaInfo -এর একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ এমন একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে, যা প্ল্যাটফর্মটির ইউজার এক্সপিরিয়েন্স আরো উন্নত করবে। এক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি, ব্যবহারকারীদের ভিডিও কলিংয়ের সময়ে ডিভাইসে চলা গান বা অডিও ট্র্যাক শেয়ার করার অনুমতি দেবে। মূলত ব্যক্তিগত ও গ্ৰুপ চ্যাটে কথোপকথনের ক্ষেত্রে আরও অধিক সাবলীলতা প্রদানের উদ্দেশ্যেই এই ফিচারটি নিয়ে আসা হবে।

রিপোর্টে আরো উল্লেখ আছে যে, ফিচারটি বর্তমানে বিটা পর্যায়ে পরীক্ষাধীন আছে। তবে একবার রোলআউট হওয়ার পর, ব্যবহারকারীরা ভিডিও কলের বিপরীত প্রান্তে থাকা ব্যক্তির সাথে তাদের স্ক্রীন শেয়ার করতে পারবেন। যার দরুন ডিভাইসে চলমান অডিও ক্লিপ ভিডিও কলের অন্য প্রান্তে থাকা ব্যক্তি বা ব্যাক্তিগন শুনতে পারবে৷ আবারো বলে দিই, এই বৈশিষ্ট্যটি কেবলমাত্র পার্সোনাল চ্যাটিংয়ে সীমাবদ্ধ থাকবে না। গ্ৰুপ ভিডিও কলিংয়ের ক্ষেত্রেও এই ফিচারের সুবিধা পাওয়া যাবে।

উপরন্তু এই বৈশিষ্ট্যটি ভিডিও কলে অংশগ্রহণকারীদের সাথে ভিডিও শেয়ার করার অনুমতি দেবে বলেও দাবি করা হচ্ছে। যদি সত্যি এমনটা করা হয়, তবে ভার্চুয়ালি মুভি দেখা বা কলাবোরেশনে কনটেন্ট শেয়ার করার মতো ক্রিয়াকলাপ অনায়াসে করা যাবে।

হোয়াটসঅ্যাপের এই আসন্ন ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রোলআউট করা হবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সর্বপ্রথম এই ফিচার রিলিজ করা হতে পারে।

প্রসঙ্গত, WhatsApp আরও একটি উল্লেখযোগ্য ফিচারের উপর কাজ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ব্যবহারকারীরা খুব শীঘ্রই কন্টাক্ট শেয়ার না করেই একে অপরের সাথে যোগাযোগ স্থাপনের বিকল্প পাবেন। এই বৈশিষ্ট্যটি - ওয়েব ক্লায়েন্ট মিটিংয়ের ক্ষেত্রে সুবিধাজনক প্রমাণিত হবে।

Tags:    

Similar News