থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ইচ্ছেমত বানানো যাবে স্টিকার, Android ইউজারদের বড় গিফ্ট দিল WhatsApp
WhatsApp ব্যবহারকারীদের এখন সুখের সময় চলছে! আসলে বিগত কয়েকদিন ধরে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি বিটা এবং স্টেবল ভার্সনে একের পর এক নতুন ফিচার রোল আউট করছে, যা স্বাভাবিকভাবেই সক্রিয় ইউজারদের আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে WhatsApp অ্যাপ খুললেই সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস (UI) চোখে পড়ছে। এছাড়া গত সপ্তাহে তারা আইওএস বিটা (iOS Beta)-র জন্য নতুন স্টিকার মেকার শর্টকাট চালু করেছে, যা এবার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য AI সাপোর্টের সাথে উপলব্ধ হল।
এমনিতে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটার স্টিকার সেকশনে, বেশ কিছুদিন আগে থেকেই কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই যেমন খুশি স্টিকার তৈরির শর্টকাট দেখতে পাচ্ছিলেন কিছু ইউজার। সেক্ষেত্রে এখন মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটির খুঁটিনাটি আপডেট প্রদানকারী পোর্টাল WABetaInfo জানিয়েছে যে, এখন সংস্থাটি অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য স্টিকার তৈরির শর্টকাট তো অফার করছেই, পাশাপাশি সাধারণ স্টিকার মেকার টুলের থেকে আলাদাভাবে এআই ভিত্তিক স্টিকার তৈরির ফিচারও দিচ্ছে তারা।
এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৪.১০.২৩-এ খুঁজে পেয়েছে WABetaInfo – পোর্টালটি এই আপডেটের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে।
কীভাবে WhatsApp অ্যাপের শর্টকাট থেকেই স্টিকার বানাবেন?
এক্ষেত্রে আইওএসের মতোই অ্যান্ড্রয়েড ইউজারদের ফোনের ফটো লাইব্রেরি কাজে লাগিয়ে পার্সোনালাইজড্ স্টিকার তৈরি করতে হবে। এর জন্য ফোনের স্ক্রিনে দুটি পপ-আপ দেখা যাবে। এআই-ভিত্তিক স্টিকার তৈরি করতে আগ্রহীদের সিলেক্ট করতে হবে 'ক্রিয়েট' (Create) অপশনের পাশে থাকা 'ইউজ এআই' (Use AI) অপশনটি। আপনি যদি অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারী হন, তাহলে হোয়াটসঅ্যাপ বিটা ২.২৪.১০.২৩ আপডেট ইনস্টল করে ফিচারটি পেয়েছেন কিনা পরখ করে দেখতে পারেন। আসলে কোম্পানি সম্প্রতি নির্দিষ্ট কয়েকটি দেশের বিটা ইউজারদের জন্যই এই ফিচার এনেছে, তাই নতুন স্টিকার শর্টকাট পেতে সবাইকে একটু অপেক্ষা করতে হবে।