যা ইচ্ছা তাই WhatsApp স্ট্যাটাসে দেন? বিপদ ঘনিয়ে আসছে এবার
ইউজারদের ব্যবহারিক অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নিত্যনতুন ফিচার রোলআউট করার জন্য প্রতি মুহূর্তে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। সম্প্রতি জানা গিয়েছে যে, এবার Meta মালিকানাধীন মেসেজিং অ্যাপটি এমন একটি ফিচার নিয়ে আসতে চলেছে, যার সহায়তায় কেউ কোনো আপত্তিজনক স্ট্যাটাস আপডেট করলে সে সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন ইউজাররা। আপাতত ডেস্কটপ বিটা (Desktop Beta)-র WhatsApp স্ট্যাটাস সেকশনে একটি নতুন মেনু তৈরি করা হচ্ছে, যেখান থেকে এই রিপোর্ট করার আলোচ্য ফিচারটি একেবারে ঝক্কিহীনভাবে ব্যবহার করা যাবে।
ভুলভাল স্ট্যাটাস দিলেই হতে পারে বিপদ, WhatsApp আনছে নতুন ফিচার
প্রসঙ্গত উল্লেখ্য যে, এখন হোয়াটসঅ্যাপ মারফত কেউ অহেতুক হিংসাত্মক মেসেজ ছড়ালে কিংবা মেসেজিং অ্যাপটির নিয়মভঙ্গ করে মেসেজ পাঠালে সেই মেসেজ অথবা ফোন নম্বরটির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন ব্যবহারকারীরা। মেটা মালিকানাধীন অ্যাপটির মেনুতেই সেই অপশন মজুত রয়েছে। কিন্তু বর্তমানে কেউ ভুলভাল কোনো স্ট্যাটাস পোস্ট করলে সে সম্পর্কে রিপোর্ট করার কোনো উপায় নেই। তবে এবার সেই সুবিধাও ব্যবহারকারীদেরকে দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। ফলে আগামী দিনে ইচ্ছেমতো যা খুশি স্ট্যাটাস দেওয়ার আগে ইউজারদেরকে অবশ্যই দুবার ভাবনাচিন্তা করতে হবে।
কী ধরনের স্ট্যাটাসের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন ইউজাররা?
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার Wabetainfo-র রিপোর্ট অনুযায়ী, খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বিটা ভার্সনের স্ট্যাটাস সেকশনে একটি নতুন মেনু যুক্ত হবে, যার সহায়তায় ইউজাররা কারোর পোস্ট করা স্ট্যাটাসের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন। কিন্তু ঠিক কখন এবং কীভাবে ব্যবহার করা যাবে এই ফিচার? উদাহরণস্বরূপ ধরা যাক, আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা কোনো ব্যক্তি হয়তো এমন একটি ছবি কিংবা ভিডিও স্ট্যাটাসে আপলোড করেছেন, যেটি নিতান্তই আপত্তিজনক (অর্থাৎ অশ্লীল, হিংসাত্মক, কিংবা কুরুচিপূর্ণ)। আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে, এই ধরনের স্ট্যাটাস সমাজ তথা আপামর জনসাধারণের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু বিষয়টিকে আটকানোর জন্য আপনি কিছুই করতে পারছেন না। সেক্ষেত্রে নয়া ফিচারটির আগমন ঘটলে আগামী দিনে ইউজাররা ডেস্কটপ ভার্সনে 'রিপোর্ট স্ট্যাটাস' নামক একটি নতুন সেকশন দেখতে পাবেন, যার সুবাদে এই ধরনের আপত্তিজনক স্ট্যাটাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে সক্ষম হবেন ব্যবহারকারীরা। এরপর ইউজারদের অভিযোগ পৌঁছে যাবে হোয়াটসঅ্যাপ টিমের কাছে, এবং তারা বিষয়টিকে সরেজমিনে তদন্ত করে যথাযথভাবে পরবর্তী পদক্ষেপ নেবে।
প্রাথমিকভাবে Desktop Beta ভার্সনে এই ফিচারের দেখা মিলবে
Wabetainfo আরও জানিয়েছে যে, আপাতত ডেস্কটপ বিটা ভার্সনে এই ফিচারটি রোলআউট করার জন্য হোয়াটসঅ্যাপ জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ, ভবিষ্যতে কোনো-এক আপডেটের দরুন ডেস্কটপ বিটা ইউজাররা এই ফিচারটি ব্যবহার করতে সক্ষম হবেন। এবং তারপরে সফলভাবে টেস্টিং পর্ব সম্পন্ন হলে স্টেবল ভার্সনেও এটির দেখা মিলবে বলে আশা করা যেতে পারে। তবে অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) প্ল্যাটফর্মে আগামী দিনে আলোচ্য ফিচারটি উপলব্ধ হবে কি না, সে বিষয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের তরফে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
খুব শীঘ্রই ডেস্কটপ অ্যাপে আসতে চলেছে DND ফিচার
অন্যদিকে, WhatsApp তার ডেস্কটপ অ্যাপের জন্য একটি DND ফিচার রোলআউট করতে চলেছে বলে জানা গিয়েছে। আসন্ন ফিচারটি Windows থেকে WhatsApp কলের সময় নোটিফিকেশন টার্ন অফ করে রাখার সুযোগ দেবে। অর্থাৎ সহজে বললে, ডেস্কটপেও এবার থেকে ভয়েস কলের নোটিফিকেশন বন্ধ করে রাখা যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যে সকল ব্যবহারকারীরা হালফিলে Windows-এর জন্য তাদের WhatsApp অ্যাপটিকে আপডেট করেছেন, তারা অ্যাপের সেটিংসের মধ্যে এই নোটিফিকেশনগুলিকে ডিজেবল করার বিকল্প পাবেন।