মেসেজ এডিট সহ গ্রুপে ১০২৪ জনের সাথে আড্ডা, WhatsApp ব্যবহারকারীরা শীঘ্রই পাবে এই পাঁচটি ফিচার
স্মার্টফোনে WhatsApp অ্যাপ্লিকেশন রাখেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বললেই চলে। Meta মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি অন্তত একবার না খুলে দিন গুজরান করা এখন অধিকাংশ ব্যবহারকারীদের পক্ষেই কার্যত অসম্ভব হয়ে উঠেছে। আর সেজন্য ইউজারদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে প্রায়শই একাধিক কার্যকর এবং মজাদার ফিচার মার্কেটে লঞ্চ করতে WhatsApp-ও চেষ্টার কোনো কসুর করে না। সেক্ষেত্রে আজকের প্রতিবেদনে আমরা আবারও প্ল্যাটফর্মটিতে কিছু নতুন ফিচারের আগমনের কথা আপনাদেরকে জানাতে চলেছি। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, WhatsApp বর্তমানে ইউজারদের ব্যবহারিক অভিজ্ঞতাকে আরও উন্নত করতে ৫ টি নতুন ফিচার রোলআউট করার জন্য জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে বিজনেস (Business) অ্যাকাউন্টের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ক্যাপশন সহ ডকুমেন্ট শেয়ার, আইফোনের আইম্যাসেজের ন্যায় সেন্ড করার পর মেসেজ এডিট করা সহ আরও অনেক কিছু। সংস্থার তরফে জানা গিয়েছে যে, বর্তমানে এই ফিচারগুলি কেবলমাত্র বিটা টেস্টারদের জন্য উপলব্ধ কিংবা বিকাশের অধীনে রয়েছে। চলুন, ফিচারগুলি সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
১. সেন্ড করার পরেও এডিট করা যাবে মেসেজ (Edit messages after sending)
হোয়াটসঅ্যাপ এখন তার ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের সেন্ড করা মেসেজগুলিকে এডিট করার সুযোগ দেবে। WabetaInfo-এর একটি প্রতিবেদন অনুযায়ী, মেটা মালিকানাধীন কোম্পানিটি বর্তমানে টুইটার (Twitter)-এর অনুরূপ একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, যার সুবাদে আগামী দিনে ইউজাররা তাদের সেন্ড করা কোনো মেসেজ ১৫ মিনিটের মধ্যে এডিট করতে পারবেন। উল্লেখ্য, নতুন ফিচারে এডিট করা মেসেজের ক্ষেত্রে চ্যাট বাবলে একটি 'এডিটেড লেবেল'-ও দেখানো হবে। যদিও এডিট করা কোনো মেসেজকে পুনরায় এডিট করা যাবে কি না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে সংস্থার তরফে জানা গিয়েছে যে, ফিচারটি বর্তমানে বিকাশের অধীনে রয়েছে এবং খুব শীঘ্রই বিটা টেস্টারদের জন্য উপলব্ধ হবে। উল্লেখ্য, সম্প্রতি iOS 16 আপডেটের সাথে আইফোনেও এই ফিচারটি দেওয়া হয়েছে।
২. একটি গ্রুপে ১,০২৪ জন মেম্বারকে অ্যাড করা যাবে (WhatsApp group participants limit to 1024)
হোয়াটসঅ্যাপ আবারও একবার গ্রুপের মেম্বারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। বর্তমানে কোনো গ্রুপে সর্বোচ্চ ৫১২ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা যায়, তবে খুব শীঘ্রই মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি এই সংখ্যাটিকে বাড়িয়ে ১,০২৪ করতে চলেছে। অর্থাৎ, এবার অ্যাডমিনরা একটি গ্রুপে ১,০২৪ জন পর্যন্ত মেম্বার যুক্ত করার বিকল্প পাবেন। জানা গিয়েছে, এই সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS)-এর নির্বাচিত কিছু বিটা টেস্টারদের জন্য এই ফিচারটি উপলব্ধ হবে। উল্লেখ্য যে, বর্তমানে হোয়াটসঅ্যাপের অন্যতম প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম (Telegram) একটি গ্রুপে ২,০০,০০০ মেম্বারকে একযোগে চ্যাট করার অনুমতি দেয়। সেক্ষেত্রে ক্রমাগত গ্রুপের সদস্যসংখ্যা বাড়িয়ে হোয়াটসঅ্যাপ যে টেলিগ্রামকে আগামী দিনে জোর টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেকথা বলাই বাহুল্য।
৩. ক্যাপশন সহ শেয়ার করা যাবে ডকুমেন্ট (Document sharing with caption)
হোয়াটসঅ্যাপ বর্তমানে তার ব্যবহারকারীদের ক্যাপশন সহ ছবি, ভিডিও এবং জিআইএফ ফাইল পাঠানোর অনুমতি দেয়। তবে শীঘ্রই প্ল্যাটফর্মটি একটি নতুন আপডেট রোলআউট করতে চলেছে, যার সুবাদে ইউজাররা ক্যাপশন সহ ডকুমেন্ট সেন্ড করতে পারবেন। অর্থাৎ, এবার থেকে ফটো কিংবা ভিডিওর মতো ডকুমেন্ট শেয়ার করার সময়ও লেখা যাবে মেসেজ। এর ফলে ইউজাররা সার্চ অপশনটিকে কাজে লাগিয়ে খুব সহজেই কোনো চ্যাটের অন্তর্গত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলিকে খুঁজে পেতে সক্ষম হবেন। ফিচারটি বর্তমানে বিকাশের অধীনে রয়েছে এবং খুব শীঘ্রই এটিকে বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হবে।
৪. ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে পাঠানো মিডিয়ার স্ক্রিনশট নেওয়া যাবে না (Screenshot blocking for View once media)
ব্যবহারকারীদের আরও ভালো প্রাইভেসি সাপোর্ট দিতে হোয়াটসঅ্যাপ তাদের ভিউ ওয়ান্স ফিচারের নিয়মে কিঞ্চিৎ পরিবর্তন করেছে। এতদিন পর্যন্ত ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে পাঠানো ইমেজ বা ভিডিওর স্ক্রিনশট নেওয়া যেত; তবে হালফিলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবার থেকে প্রাপক আর কোনোমতেই ভিউ ওয়ান্স মারফত পাঠানো ফটোর স্ক্রিনশট নিতে পারবেন না। শুধু তাই নয়, ভিউ ওয়ান্স ফিচারটি ব্যবহার করে শেয়ার করা ভিডিওগুলির স্ক্রিন রেকর্ডিংও করতে পারবেন না রিসিভাররা। ফিচারটি বর্তমানে নির্বাচিত কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য উপলব্ধ রয়েছে, তবে খুব শীঘ্রই সকলের জন্য এটি রোলআউট হবে বলে আশা করা হচ্ছে।
৫. বিজনেস অ্যাকাউন্টের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান আনতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp Premium Subscription)
হোয়াটসঅ্যাপ বর্তমানে তাদের বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান চালু করার পরিকল্পনা করছে। এটি কেবল নির্বাচিত কিছু ইউজারদেরই উন্নত তথা বিশেষ প্রিমিয়াম অ্যাড-অন ফিচার ব্যবহারের সুবিধা প্রদান করবে। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহারকারী ছোটো এবং বড়ো ব্যবসায়ী সংস্থাগুলি প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবার সুবিধা দৌলতে অতি সহজেই আরও বেশি সংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছোতে সক্ষম হবে, আর এর সুবাদে যে তাদের নিজ নিজ ব্যবসা আরও বেশি করে ফুলফেঁপে উঠবে, সেকথা আর আলাদা করে বলে দেওয়ার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে বলে রাখি, হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম হল একটি অপশনাল (ঐচ্ছিক) ফিচার; এটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএসের নির্বাচিত কিছু বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে। বিটা ইউজাররা হোয়াটসঅ্যাপ সেটিংস (WhatsApp Settings)-এ গিয়ে নিজেদের বিজনেস অ্যাকাউন্টের জন্য হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম ফিচারটিকে এনাবেল করতে পারবেন।