১ ঘন্টার অফার, মাত্র ১১ টাকায় কেনা যাবে Lava Probuds N11 ইয়ারফোন, সুযোগ হাতছাড়া করবেন না

Avatar

Published on:

Lava Probuds N11 launched in India

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল নতুন Lava Probuds N11 নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন। সংস্থাটি দাবি করেছে, নতুন এই ইয়ারফোনটি উচ্চ মানের সাউন্ড কোয়ালিটি অফার করবে। তাছাড়া ডুয়েল কানেক্টিভিটি সহ আসা ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.২। চলুন দেখে নেওয়া যাক নতুন Lava Probuds N11 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Lava Probuds N11 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে লাভা প্রোবাডস এন১১ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা। তবে আগামী ১১ সেপ্টেম্বর বেলা ১১ টা থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ক্রেতারা নতুন এই ইয়ারফোন প্রারম্ভিক অফারে মাত্র ১১ টাকায় কিনতে পাবেন। এরপর ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এর দাম থাকবে ৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজনে এটি ফায়ার গ্রীন, অরেঞ্জ এবং প্যান্থার ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

Lava Probuds N11 ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত লাভা প্রোবাডস এন১১ ইয়ারফোনে রয়েছে ডুয়েল হল সুইচ ফাংশন, টার্বো ল্যাটেন্সি, প্রো গেম মোড, এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার। তাছাড়া ডিপ বেসযুক্ত সাউন্ড উৎপন্ন করার জন্য এতে ব্যবহৃত হয়েছে ১২ এমএম ডায়নামিক ড্রাইভার। শুধু তাই নয়, ইয়ারফোনটি ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি সহ এসেছে।

অন্যদিকে, নতুন ইয়ারফোনে রয়েছে ইএনসি ফিচার। তাই যে কোনোরকম কোলাহলপূর্ণ এলাকায় এটি নয়েজ ফ্রী কল এক্সপিরিয়েন্স প্রদান করতে সক্ষম। তাছাড়া এর ম্যাগনেটিক হল সুইচের মাধ্যমে ব্যবহারকারী মিউজিক প্লে/পজ করতে, ফোন কলের উত্তর দিতে পারবেন।
উপরন্তু ইয়ারফোনটিতে গুগল এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। তাছাড়া ইয়ারফোনটি ডুয়েল কানেক্টিভিটি ফিচার সহ আসায় একই সাথে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে।

এবার আসা যাক Lava Probuds N11 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২৮০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৪২ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র দশ মিনিট চার্জে এটি ১৩ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি IPX6 রেটিং প্রাপ্ত।

সঙ্গে থাকুন ➥